ধর্ম মানে জুব্বা-টুপি লেবাস নয়

লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ২৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৩৪:২২ রাত

গায়ে জুব্বা টুপি লেবাস মানেই

ইসলাম ধর্ম তোমাদের এটা ঠিক নয়।

গায়ে জুব্বা টুপি লেবাস মানেই

এই ধর্ম রক্ষার দায়ীত্ব বিধাতা

তোমায় দিয়েছে ভিত্তি নাই।

গায়ে জুব্বা টুপি লেবাস মানেই

কেবল তোমরাই ধার্মিক আর অন্যরা

ধর্ম জানেনা এটাও সঠিক নয়।

গায়ে জুব্বা টুপি লেবাস মানেই

তোমরা বাদে সবাই কাফের মুশরেক

এটার কোন দলিল প্রমাণ নাই।

গায়ে জুব্বা টুপি লেবাস মানেই

জ্বালাউ পোড়াউ, ঘেরাও করে

অশান্তি সৃষ্টি এটাও মুল আকিদা নয়।

গায়ে জুব্বা টুপি লেবাস মানেই

নরহত্য ভাঙচুর গিবদ গালি

এটা কোন নিয়োমের কথা নয়।

গায়ে জুব্বা টুপি লেবাস মানেই

মসজিদের ভেতর আগুন জ্বেলে

ইট-পাটকেল নিক্ষেপ

এটা তোমার ঈমান নয়।

গায়ে জুব্বা টুপি লেবাস মানেই

ধর্ম তোমাদের লিজ নেওয়া

এটা মূল চালিকা শক্তি নয়।

গায়ে জুব্বা টুপি লেবাস মানেই

মিথ্যার বেসাতি দিয়ে মানুষকে

ভুল বুঝিয়ে বিপথে আনবে এটা নয়।

গায়ে জুব্বা টুপি লেবাস মানেই

তোমরা আল্লাহ্র মনোনিত

আর বাকিরা সব বিধর্মি এমনটি নয়।

গায়ে জুব্বা টুপি লেবাস মানেই

অর্জিত শহীদ মিনারে জাতীয় পতাকা

পদদলিত করে উল্লাস করবে তাও নয়।

গায়ে জুব্বা টুপি লেবাস মানেই

ভেতরে অন্ধকার রেখে বাইরে মিথ্যার বুলি

এটা তেমন কোন তরিকা নয়।

ইসলাম মানে শান্তি, পরম সহিষ্ণু

লেবাসহীন সত্যের ধর্ম,

আদর্শের ধর্ম, যা দেখে মানুষ অনুপ্রাণিত হয়।

ইসলাম কৃত্রিম কোন ধর্ম নয় যে,

তার মাঝে নকল মানুষিকতা থাকবে লুকায়িত।

যে লেবাস ছিলো দিনের নবীর

সত্য ও সরল পথের সে লেবাস পরিধান করো

মূখে গাও সাম্যের গান।

#

বিষয়: সাহিত্য

১২৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File