রাজাকারের ব্যমো

লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৩৫:৫৭ দুপুর

রাজাকার মানে যুদ্ধাপরাধী

রাজাকার মানে চোর,

রাজাকার মানে অন্ধকারে

ঘুমিয়ে করে ভোর।

রাজাকার মানে কিছু না জেনে

খালি কলসের মত বাজে,

রাজাকার মানে উপরে খোলস

মিথ্যা মুমিন সাজে।

রাজাকার মানে কুত্তার বাচ্চা

জমিন চসিয়া বেড়াই,

রাজাকার মানে সোজা সজি নয়

মাথায় প্যাচ আড়াই।

রাজাকার মানে নারী নেতৃত্ব

সম্পুর্ণ হারাম,

রাজাকার মানে নারী ছায়ায়

তাদের বেশী আরাম।

রাজাকার মানে দেশের সার্থ

জলাঞ্জলী দেয়া সাজে,

রাজাকার মানে নাবুজের দল

আসেনা দেশের কাজে।

রাজাকার মানে ধর্ম নিয়ে

কেনা বেচার পালা,

রাজাকার মানে স্বাধীন বাঙলার

মস্ত একটা জ্বালা।

রাজাকার মানে শুয়োরের বাচ্চা

শুয়েরের আপসোস হলো,

রাজাকার নাম শুয়োর শুনে কয়

আমার জাত মান গেলো।

#

বিষয়: বিবিধ

১১৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File