মোল্লারা বয়ান
লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ০৪ জানুয়ারি, ২০১৩, ১১:৩১:৪৩ রাত
নামাজ পড়লে বেহেশত মিলে
মোল্লারা কয় শুনি
তুমি মোল্লা দিয়েছো বয়ান
কোন কেতাবটা মানি?
তুমি মোল্লা কেতাব খানা
পড়েছো মন দিয়া
নামাজের কথা শুধু বলেছে
অন্য কর্ম থুইয়া?
সৎ পথে চলে সৎ রুজি ফেলে
চলিলে বাঁকা পথে
শুধুই তুমি নামাজ পড়িলে
বেহেশত কেমনে আসে।
হকদ্বারের হক কুক্ষিত করা
আমানতের খিয়ানত
এইসবে কি নেই লেখা বলো
বেহেশতের আলামত।
কেউ ভরা পেটে ঢেকুস তুলবে
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে
পাশে দুঃখী জন না খেয়ে মরে
তাতে কি বেহেশত মিলে?
দেশটা জুড়ে ধর্মের কথা
টানটান শোনা যায়
সেই দেশেতে কেন দুঃখী লোক
না খেয়ে চিল্লায়।
বস্তির পাশে অট্টালিকা
হাতি বসবাস করে
প্রতিনিয়ত তাদের পায়েতে
ছারপোকা যায় মরে।
অনেকের কপালে ঘটার চিহ্ন
পুঁজিপতি ধনী লোক
যাকাতের বেলা হিসাব কষলে
আঁতকে উঠে চোখ।
সোঁনা-দানা ভুরিভুরি আছে
যাকাত দেয় না তারা
নামাজের বেলা দেখা গিয়াছে
পাঁচ ওয়াক্তে খাড়া।
নামাজেই যদি বেহেশত মিলিত
সব কিছু আজ ফেলি
দুর্নীতিতে ভরে যেত আজ
কপালে ঘটা ফেলি।
এখনও দেখি দেশের জমিনে
দুর্নীতির খড়গ নড়ে
নামাজ পড়লেই বেহেশত মিলিবে
এই বয়ান ফেল ছুড়ে
#
বিষয়: সাহিত্য
১৩৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন