বাংলা দেখিনি যেন
লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ০৪ জানুয়ারি, ২০১৩, ০২:১৫:৫২ রাত
আমি এদেশ থেকে বিদেশ ঘুরেছি
যায়না যেখানে কেন,
মায়ের মত মা দেখেছি
বাংলা দেখিনি যেন।
মাঠ ভরা ধান কৃষান-কৃষানী
সারি সারি তালগাছ,
নদীর বুকে পাল তোলা নাও
নক্সীকাঁথার মাঠ।
টোপর তুলে ধূলো মাটি মেড়ে
যায় যে গরুর গাড়ী,
ভেতরে আছে নব রাঙ্গাবধু
যায় যে কুটুম বাড়ী।
সারি সারি হাঁস জলকেলী করে
সাধ বাঁধানো ঘাটে,
টুপরী কিংবা ধামা কাঁধে মানুষ
বটতলার হাটে ছোটে।
হাট যেন নয় মিলন মেলা
গাঁ-গ্রামেই বসে,
বর্ষায় আবার অনেই দেখি
নৌকায় চড়ে আসে।
ঐ দেখা যায় হিজল তলা
পাশেই আছে মাঠ,
রাখাল বালক হেথায় খেলে
গরু খায় পাশে ঘাস।
কেউবা আবার লাটায় হাতে
ঘুড়ি উড়াই আইলেতে,
কোন রাখালের বাঁশি এসে যেন
হৃদয় নিয়ে যায় সাথে।
সূর্য যখন পাঠে নেমে যায়
বসে গানের পালা,
হারিকেন জ্বলে বাঁশের মাচায়
বসে যায় লোকের মেলা।
পালা করে গান সারা রাত চলে
জ্বোনাক জ্বলে নিম গাছে,
এমন গাঁয়ের সন্ধান নিলে
চলে এসো মোর কাছে।
#
বিষয়: সাহিত্য
১১৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন