যে লেখা লেখা নয়
লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ২৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৬:২১:৩৪ সন্ধ্যা
ধর্ষিতা মেয়ে নিভৃত্তে কাঁদে,সমাজ সভ্যতার কাছে
হায়নাদের থাবায় ক্ষত-বিক্ষত বোন
ধিক দেয়, আত্মহুতি দেয়,
দারিদ্রতার কষাঘাতে দলীত হয়ে দেহ বিকায়
শহরের গলিঘুঁজিতে;
পণ্যের সারিতে নারী,
এসিড দগ্ধ, যৌতুকের বলী নারী,
ফতোয়ার দোররায় তবু নির্যাতিতা,
অবলা, অসহায়;
সমাজের বেড়াজালে আষ্টে-পৃষ্টে বাঁধা
লাথি মারি সমাজকে
যে সমাজ,আদিম সভ্যতাকে ছাড়িয়ে গেছে;
লেখ কলামিষ্ট, প্রতিবাদে জাগো
চক্ষু রক্তে স্লান করাও উজবুকদের,
লেপটে দাও প্রতিবাদের কালিমা;
অভিশংসন কর
কবিতায়, প্রবন্ধে, রচনায়, সংবাদে
লেখতে হবে, বলতে হবে;
লেখার মাঝে এসব ঘটনা যে লেখতে পারে না
সে লেখা লেখা নয়।
স্বৈরাচার, দুর্নীতি, বখরা আদায়ের বিরুদ্ধে
লেখতে যে কলম থেমে যায়
যার হৃৎপিন্ড কম্পিত হয়,
তাকে আমি ঘৃণা করি।
যে কলামিষ্ট, সাংবাদিক, নাট্যকার
টাকার কাছে নুইয়ে পড়ে
তার কথা লিখ;
পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ, সব-সব ঘটনা;
লেখার মাঝে এসব যে লেখতে পারে না
সে লেখা লেখা নয়।
দুর্বলকে আঘাত করে মজা লুটে,
অসৎ-এর কাছে সততার হার,
লাল ফিতায় বাঁধা মুক্তিহীন ফাইলের পাহাড়;
চোর-পুলিশের ইদুর-বিড়াল খেলা,
রাজনৈতিক মদদে অপরাধীর গলাবাজি,
থানা প্রশাসন চলে হাই কমান্ডে;
সব অন্যায়ের বিরুদ্ধে জাগো,
লাথি মারো, ভাঙো দুর্জ্ঞেয়
প্রতিবাদে জাগো;
লেখো, লেখা এখনি লেখতে হবে;
লেখ কলামিষ্ট, প্রতিবাদে জাগো
ঘৃণার ঝুলি পরিধান করাও, অনীপ্সত কর;
কলমের খোচায়, পদাঘাত করো কেউটের।
লেখার মাঝে এসব কথা যে লেখতে পারে না
সে লেখা লেখা নয়।
#
বিষয়: সাহিত্য
১৬৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন