কোরআন বিজ্ঞানময় গ্রন্থ একে গবেষনা করে ইসলামী বিজ্ঞানীরা কি কি আবিস্কার করেছে?

লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ০৩ জানুয়ারি, ২০১৩, ০২:৫২:২৫ রাত

আমার এমন লেখা দেখে কেউ মনে করবেন না। যে আমি ইসলাম ধর্মকে খাটো করার জন্য এগুলো বলছি। অথবা ভাববেন না আমি ইহুদী,খ্রীষ্টিয়ান। আমার কেবলী বলার আকুতি তথাকথিত ধর্মান্ধদের কথার বিরুদ্ধে। অনেকেই বলে থাকেন যে, এই কোরআনে সব আছে। এই কোরআন রিসার্চ করে আজ বিমান, রেল, পানির জাহাজ থেকে শুরু করে সবই নাকি করেছে বিধর্মীরা ! কোরআন বিজ্ঞানময় গ্রন্থ একে গবেষনা করে ইসলামী বিজ্ঞানীরা কি কি আবিস্কার করেছে?

১। আমার কথা হচ্ছে বিধর্মীরা কোরআন কতটা গবেষনা করেছে?

২। যদি তারা গবেষনা করে সবকিছু আবিস্কার করে থাকে তাহলে তারা কোরআন কিতাবের উপর ইমান আনছে না কেন? কেনইবা বিশ্বাস করছে না ?

৩। কোরআন নিয়ে যারা বড় বড় বাক্য বলে, এই নিয়ে জিহাদ করে তারা গবেষনায় নিরব কেন?

৪। একজন মুসলমানের চেয়ে বিধর্মীরা কি সত্যি কোরআন বেশী বোঝে? যদি বেশী বোঝে তবে তাদের কাছে ইসলামের আলেমদের দিক্ষা নিতে লজ্জা কিশের?

বিষয়: বিবিধ

১৩৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File