কোথাও তোমার দেখা মেলেনি
লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৫৯:৩১ সকাল
শ্রাবণের মেঘের ভেলায় চড়ে তোমায় খুঁজলাম
মাঠ-ঘাট, বৃক্ষ, টিনের চাল, পুকুর, নদী-নালা, খাল-বিল কিন্তু,
কোথাও তোমার দেখা মেলেনি।
সেদিন কি-যেন বার মনে পড়ছে না--
সূর্যের কিরনে মাটি ভেদ করে কাঁদা-মাটির মিলনে
মাটির দারুন সুগন্ধ বের হচ্ছিল,
পথের পাশে দুবলা ঘাসে সারি সারি ঘাস ফড়িং
ভাবলাম তুমি এই পথে নুপুর পায়ে জলকে গেছো,
ছুটলাম এপ্রান্ত থেকে সানবাঁধানো ঘাটে কিন্তু,
কোথাও তোমার দেখা মেলেনি।
ঠা-ঠা রোদেলা দুপুর, মাঠে কৃষাণের বিরতি পর্ব
জোয়াল কাঁধে গরু বটের ছায়ায় শরীর জুড়াচ্ছে
লিচু গাছের ডালে লতাপাতা বেঁধে দোল খাচ্ছে গ্রাম্য কিশোরী
ভাবলাম এমন সময় তুমি চঞ্চলা হরিণীর মতো
পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত,
ছুটে গেলাম তাল তলা পেরিয়ে
পুকুর পাড়ের জাম গাছটির তলায় কিন্তু,
কোথাও তোমার দেখা মেলেনি।
আজ সন্ধ্যায় আকাশ পানে নীলিমার নীলে
ঘটা করে চাঁদ উঠেছে
জোস্নার বিকিরণ এর আগে কখনও এতো ভালো লাগেনি
ভাবলাম সবকিছু এতো সুন্দর লাগছে
তুমি হয়তো পৌড় বাড়ীটার ছাদে উঠেছো,
বাড়ীর প্রধান ফটক থেকে শুরু করে
হাজার দুয়ার খুঁজে গুপ্ত পথ বেয়ে ছাদে উঠলাম কিন্তু,
কোথাও তোমার দেখা মেলেনি।
নববধু পালকি চড়ে তোমার গাঁয়ের পথ ধরে যাচ্ছে
বেহারাদের হুন-হুনা শব্দে কলাগাছের পাতা সরিয়ে,
ঘরের বেড়া ফাঁক করে, গলির দরজায় চটের পর্দা সরিয়ে
অনেকেই দেখছে বিয়ের বর,
সেই সব চোখের মাঝে তোমায় আমি খুঁজলাম কিন্তু,
কোথাও তোমার দেখা মেলেনি।
তোমার বাড়ীর সামনে সফেদা গাছ তলায়
বায়োস্কোপে সুর ধরেছে,
--তার পরেতে দেখো ভালো কি চমৎকার দেখা গেলো;
বায়োস্কোপে আবাল বৃদ্ধা বনিতা থেকে শুরু করে
সুন্দর এক কিশোরীকে দেখলাম পেছেন থেকে
পায়ে আলতা, মাথার দুই পাশে লাল ফিতায় বিয়ানী জোড়া
কাজল টানা চোখ
ভাবলাম এই বুঝি তুমি, পরক্ষণে দেখি--
কোথাও তোমার দেখা মেলেনি।
#
বিষয়: সাহিত্য
১১০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন