ইচ্ছা হয়
লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ০৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৫২:৩১ রাত
মাঝে মাঝে ইচ্ছা হয়
আমার মাথাটাকে দ্বি-খন্ডিত করে দেখি
এই মাথাতে কু-বুদ্ধি কেমনে মারে উঁকি;
কেমনে করে এই মাথাতে করে নানান প্ল্যান
মগজ গুলো থেতলে দেখি কেমন তাহার ঘ্রান।
কেমনি করে ঠান্ডা মাথায় ভাইরে করে খুন
সংসারেতে কেমন করে ধরাই শালা ঘুন।
কেমন করে রাজনীতিতে মানুষ ঠকায় শালা
পরোকিয়ায় নিজ স্ত্রীকে কেমনে মারে ফালা।
কেমনে করে মাথার ভিতর মগজ নড়ে চড়ে
যৌতুকের লাগি কেমন করে বৌকে পেটায় ঘরে।
কেমনে করে এই মগজে বুদ্ধি এত থাকে
দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে নিজের স্বার্থ রাখে।
চুগোলখরি দু-নম্বরী কত কথা আসে
মগজ থেতলে দেখবো আমি থাকে বেটা কিসে।
দ্বি-খন্ডিত করে মাথার দেখবো বাকি প্ল্যান
কেমনে করে অর্থ লুটে নিচ্ছে দেশের প্রাণ।
কেমনে করে মগজ থেকে এত কথা আসে
থেতলে দিয়ে দেখি বেটা বসে থাকে কিসে।
#
বিষয়: সাহিত্য
১২৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন