ধর্ম কোথায়?
লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ২৬ এপ্রিল, ২০১৩, ০১:১৫:৩৯ রাত
ভবন ধ্বসে পড়েছে চাপা
দেখেছি মানুষ তারা,
ধর্ম তাদের নানান গত্র
বিবেক করেনি তাড়া?
হেফাজতে ইসলাম,
জামায়াতে ইসলাম
শোন মনো দিয়ে বলি;
ধর্মের লেবাস তোমাদের গায়ে
চেনোকি ধর্মের গলি?
শরীয়তি লেবাস তোমাদের গায়ে
ধর্মতো দেখিনী কভু,
মানুষের বিপদে দাঁড়ীয়ে থেকো
বলেছেকি তোমাদের প্রভু?
আল্লাহ্ রাসুলের দোহায় দিয়ে
রাজপথে বলো শুনি
প্রকৃত মুমিম তোমরাই যেন
অন্যরা মুশরেক জানি!
ওরে কুলাঙ্গার মূখ্য কানা
পড়ে দেখ কিতাব কোরআন,
আল্লাহ্ আছে মানুষের মাঝে
কোরআন‘ই তাঁর প্রমাণ।
ব্লাগাররা নাস্তি বলে
দিয়েছো কতগালি
এই ব্লগাররা এই বিপদে
এসেছে প্রদীপ জ্বালি।
রক্ত দেওয়া সেবা সুস্থতা
করছে নানান কাজ
ওরে ইসলামের শাত্রকানা
কেন মিছে এই মোমিম সাজ?
বেদ-বিধি বাইবেল কোরআন
পড়ে কেবল জানা যায়
সবার উপর মানুষ সত্য
তাহার উপরে নাই।
#
বিষয়: বিবিধ
১৬০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন