আল্লাহই সর্বশ্রেষ্ঠ বিচারক

লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ২৩ নভেম্বর, ২০১৫, ০৯:২৯:৫৯ রাত

وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ

"তোমরা নিরাশ বা মন ভাঙ্গা হয়ো না, দুঃখিত হয়ো না, তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মুমিন হও।" -সূরা আল ইমরান, আয়াত ১৩৯।

প্রকৃতই মুমিনদের হতাশ হওয়ার কোন কারণ নেই। দুনিয়াবী জুলুম, নির্যাতন, অত্যাচার এর উত্তম প্রতিদানতো আখিরাতেই অপেক্ষা করছে। কারণ আল্লাহই সর্বশ্রেষ্ঠ বিচারক।

সুরা আত-ত্বীনে আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেনঃ

أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ

-আল্লাহ কি সকল বিচারকের চেয়ে সর্বশ্রেষ্ঠ বিচারক নন?

সূরা আল আরাফ এর ৮৭ নং আয়াতে বলা হয়েছে-

وَهُوَ خَيْرُ الْحَاكِمِينَ

“আর তিনিই সর্বোত্তম হুকুমদাতা ও শ্রেষ্ঠ বিচারক।”

মানুষকেও আল্লাহ ন্যায়বিচার করার নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ এরশাদ করেন- “নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার ও সদাচরণ করার নির্দেশ দিচ্ছেন।” [সুরা আন নাহল, আয়াত- ৯০]

যারা এই নির্দেশ অমান্য করে অবিচার ও জুলুমকে বেছে নিয়েছে তাদের জন্য পরকালে অপেক্ষা করছে মর্মন্তুদ শাস্তি। শেষ বিচারের সেই ফায়সালাই হবে সর্বোত্তম ফায়সালা। রাজাধিরাজ, মহারাজ, মন্ত্রী, সম্রাট, বিচারপতি কেউই সেদিন পালাতে পারবে না, কেউ না। সকলেই পাকড়াও হবে। আর যারা অন্যায়, অত্যাচার, নির্যাতন আর জুলুমের শিকার হয়েছেন শুধু আল্লাহর হুকুম পালন করার জন্য, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করেছেন তাঁদের জন্যতো রয়েছে চিরসুখের জান্নাত। সেখানেই তাঁরা অনন্তকাল থাকবেন। আর জালিমরা জাহান্নামের প্রজ্জ্বলিত অগ্নিকুন্ডে নিক্ষিপ্ত হয়ে শুধুই মৃত্যু কামনা করবে। কিন্তু তাদের মৃত্যুও হবে না। কারণ তাহলে তো শাস্তি শেষ হয়ে যাবে। তাদের গলিত দেহে পুনরায় অস্থি মাংস গজাবে, আবার আগুনে জ্বলবে, আবার ..........। এভাবে চলতেই থাকবে।

হে আল্লাহ! তাঁদেরকে শহীদ হিসেবে কবুল করুন এবং জান্নাতের উচ্চমর্যাদয় আসীন করুন, যারা আপনার সন্তুষ্টি আদায় করতে গিয়ে জালিমের অন্যায় আক্রোশের শিকার হয়ে হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করেছেন।

“নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার ও সদাচরণ করার নির্দেশ দিচ্ছেন।”

বিষয়: বিবিধ

২১৮৬ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351095
২৩ নভেম্বর ২০১৫ রাত ১১:০৩
আফরা লিখেছেন : হে আল্লাহ! তাঁদেরকে শহীদ হিসেবে কবুল করুন এবং জান্নাতের উচ্চমর্যাদয় আসীন করুন, যারা আপনার সন্তুষ্টি আদায় করতে গিয়ে জালিমের অন্যায় আক্রোশের শিকার হয়ে হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করেছেন। আমীন
২৪ নভেম্বর ২০১৫ সকাল ১১:৫৩
291502
প্রেসিডেন্ট লিখেছেন : আমীন
351100
২৩ নভেম্বর ২০১৫ রাত ১১:৪৭
শেখের পোলা লিখেছেন : আমিন! ইকামতে দ্বীনের উদ্দেশ্যই হল দুনিয়ায় আদল ইনসাফ কায়েম করা৷ সব নবী রসুলগনও এই চেষ্টাই করেছেন৷ধন্যবাদ৷
২৪ নভেম্বর ২০১৫ সকাল ১১:৫৫
291504
প্রেসিডেন্ট লিখেছেন : আমিন
351109
২৪ নভেম্বর ২০১৫ রাত ১২:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন।
২৪ নভেম্বর ২০১৫ সকাল ১১:৫৪
291503
প্রেসিডেন্ট লিখেছেন : আমীন
351176
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ১২:০৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমিন। অনেক ধন্যবাদ..
353123
০৭ ডিসেম্বর ২০১৫ রাত ১০:১৯
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : وَهُوَ خَيْرُ الْحَاكِمِينَ
“আর তিনিই সর্বোত্তম হুকুমদাতা ও শ্রেষ্ঠ বিচারক।”

অনেক অনেক ধন্যবাদ সুন্দর পোস্টটির জন্য
353939
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:০৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File