মানবাধিকার তুমি কি বড় জানতে ইচ্ছে করে
লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ১৬ মে, ২০১৫, ০৩:২৫:৪৪ দুপুর
মানবাধিকার তুমি কি বড় জানতে ইচ্ছে করে
আমার জানতে ইচ্ছে করে
কানা মিজানের মুখের বুলি
নাকি হতভাগা লাশের মাথার খুলি?
তুমি নাকি জাতিসংঘের আদুরে বুলি,
পশ্চিমাদের কৌশলী গালি।
আমার জানতে ইচ্ছে করে
মানবাধিকার তুমি কি বড় জানতে ইচ্ছে করে
আমার জানতে ইচ্ছে করে
মানবাধিকার তুমি কি?
গণহত্যায় উস্কানি আর বৃক্ষের জন্য মায়াকান্না
মানবাধিকার তুমি আজ মজলুমের উচ্চারিত তীব্র ঘৃণা।
আমার জানতে ইচ্ছে করে
মানবাধিকার তুমি কি বড় জানতে ইচ্ছে করে
আমার জানতে ইচ্ছে করে
মানবাধিকার তুমি কি?
কারো জন্য তুমি ভেবে পেরেশান,
কারো জন্য কুম্ভকর্ণের নিদ্রাগমন।
মানবাধিকার তুমি বড্ড সাম্প্রদায়িক,
ধিক ধিক তোমাকে শত হাজার ধিক।।
বিষয়: সাহিত্য
১৮৫৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিদেশে অবৈধ পথে গেলে তো এরকম আরও অনেক কষ্টে পড়তে হয় , এটা জেনেও এখন কেন কাহিনী ফাঁদা হচ্ছে ?
পরিবারের সমস্ত সম্পদ উজাড় না করে তার অর্ধেকও যদি দেশে ব্যব হার করতো তাহলে এরকম দিন দেখতে হত না ।
দেশে থাকার সময় কাজ কর্মের কোন বালাই ছিল না , পায়ের উপর পা তুইলা খাইছে । টাকা পয়সা উড়াইছে ।
এরকম কষ্ট করে প্রস্রাব খেয়ে বিদেশে যেতে হবে কেন ? দেশকে ভাল লাগতে ছিল না ?
আবার এসব কষ্টের কথা বেশ জোর করে বলে ! এদের বিন্দুমাত্র দেশপ্রেম এবং আত্মমর্যাদা আছে বলে মনে হয় না ।
এসব আকাইম্যার ধাড়িদের এরকমই হওয়া উচিত।
আপনার যুক্তিটিও তেমন আবালীয়।
দেখেন উনারা আপনার সাথে থাকে কি না । নাকি আপনাকে আবাল প্রমান করে দেয় ।
মুমিনের তাতে নাই অধিকার৷
মুমিনের ভার আল্লারে দেন,
সাথে নিন ইমানের হাতিয়ার৷
মন্তব্য করতে লগইন করুন