নিজেকে কিভাবে বিজ্ঞানমনস্ক হিসেবে পরিচিত করবেন?
লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ০১ মার্চ, ২০১৫, ০৪:০৫:৩৭ বিকাল
না, মোটেই ঘাবড়াবেন না। এটি আদৌ কঠিন কোন কর্ম নয়।
কি বললেন? আপনি বিজ্ঞানের ছাত্র নন?
ধূর মশাই। বিজ্ঞানের ছাত্র হলেইতো বরং সমস্যা।
চুপি চুপি বলছি, মনোযোগ দিয়ে শুনুন- বিজ্ঞান এর সাথে হাল আমলের বিজ্ঞানমনস্কতার(!) দূরতম সম্পর্কও নেই। আপনি বরং চারুকলা কিংবা বাংলার ছাত্র হলে ভাল বিজ্ঞানমনস্ক হতে পারবেন। এটাও গুরুত্বপূর্ণ নয় খুব। বিএ ফেল হলেও সমস্যা নেই।
নিন কিছু টিপস দিচ্ছি মুফতেঃ
১। ভাবসাবে চালচলনে একটু প্রগতিশীল হন। এই ধরুন- কানে দুল, হাতে ব্যান্ড, কাঁধে শান্তিনিকেতনী ব্যাগ, খদ্দরের পাঞ্জাবী, লম্বা চুল, বিশেষ স্টাইলের দাঁড়ি, পায়ে চপ্পল, একটু নোংরা টোংরা থাকা- এইসব আর কি! আর শাহবাগে একটু বেশি বেশি যাবেন। আপনার গুরুদের আনাগোনাটাও সেখানে বেশি কিনা।
২। কিছু কবিতা টবিতা লিখে ফেলুন। কি বললেন? সাহিত্য আপনাকে দিয়ে হয় না। আরে ধূর মশাই। কাট কপি পেস্ট, কবিতা ইজ দ্য বেস্ট! ঐ যে এক ষাঁড় যেমন লিখেছেন ‘রেইন ট্রি এর সন্ধানে’। কপি পেস্ট এ অরুচি থাকলে চলবে না। আর ডিকশনারী বহির্ভূত ‘চ’ বর্গী শব্দের ব্যবহার বেশি বেশি করতে হবে। এ ক্ষেত্রে অমি পিয়ালকে আপনার আদর্শ হিসেবে নিতে পারেন। চাই কি ২/১ টি পুরস্কার টুরস্কারও জুটে যেতে পারে।
৩। সবসময় চাপাবাজি আর ঝাড়ির ওপর থাকবেন। জ্ঞান আপনার যাই থাকুক নিজেকে মহাজ্ঞানী দার্শনিক হিসেবে জাহির করবেন। বুঝুন আর না বুঝুন দর্শনতত্ত্বের হাই ফিলসফি টাইপ কিছু বাণী মাঝে মাঝে নিজ নামে ছড়িয়ে দিবেন।
৪। কিছু শব্দ সদা সর্বদা জিভের আগায় রাখবেন, প্রয়োজনমত বর্ষন করিতে দ্বিধা করবেন না। এই যেমনঃ মৌলবাদী, সাম্প্রদায়িকতা, জঙ্গি, প্রগতিশীলতা, মধ্যযুগীয় বর্বরতা, মুক্তিযুদ্ধের চেতনা, সাম্যবাদ, প্রতিক্রিয়াশীল, ধর্মান্ধ ইত্যাদি ইত্যাদি।
৫। বুঝুন আর না বুঝুন ডারউইন এর বিবর্তনবাদ কপচাবেন যত্রতত্র। (কোথাও ফ্রী উত্তম মধ্যম মিললে আমাকে দায়ী করা চলবে না)।
তবে মনে রাখবেন-বিবর্তনবাদ স্রেফ একটা হাইপোথিসিস, পর্যাপ্ত প্রুফের অভাবে বিজ্ঞান কখনোই নিতে পারে নাই এইটা; স্রেফ বর্ণবাদের উস্কানিদাতা একটি খুবই বিতর্কিত তত্ত্ব হিসেবে টিকে আছে এটি। (একটু সতর্ক করলাম। কোন রিয়েল বিজ্ঞানী চ্যালেঞ্জ করে বসলে পাছে আবার মাইর খেয়ে বসেন)।
আল জাবির, ইবনে সিনা, মুহাম্মদ ইবনে মুসা, আইনস্টাইন, নিউটন বা ভিঞ্চি বিজ্ঞান বিজ্ঞান করে কি পেলেন? রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, গণিত, শক্তির অবিনাশিতাবাদ সূত্র, ক্যালকুলাস, অপটিক্স, ডিনামিক্স, প্লেন, ট্যাঙ্ক, ফিজিওলজি দিয়ে কি শরবত গুইলা খাইবেন?
বিজ্ঞানের নিকুচি করেন, ক্ষ্যাতা পুড়েন।
এগিয়ে চলুন বিজ্ঞানমনস্কতার দিকে।
বিজ্ঞানমনস্ক হোন। জয় বিজ্ঞানমনস্কতার জয়!
বিষয়: সাহিত্য
১৮৭৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এমনকি সাইন্স ফিকশন লিখাও জরুরি(না পারলে চুরি করেন অন্যের লিখা)!
অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন