তোমরা যারা সরকারি নাশকতার দায় বিরোধী দলের ওপর চাপাও আর গুলি করে নিরপরাধ মানুষ হত্যার ব্যাপারে চুপ থাকো
লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ০৭ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:৩২:৪৯ দুপুর
হ্যা, তোমাকেই বলছি। সুশীল আর নিরপেক্ষ সাজার চেষ্টা করো। কিন্তু লেবাস দিয়েও তোমাদের দালালিপনার নোংরামি ঢাকতে পারো না। পেট্রোল বোমার ধ্বংসযঞ্জের দায়ভার বিরোধী দলের ওপর চাপিয়ে প্রচার প্রচারণা চালাও।
তোমাদের বিবেক কি অন্ধ? নাকি তোমরা দালাল? তোমরা শাহবাগীদের বন্ধু?
শাহবাগীরা যে ভাষায় কথা বলে, তোমরাও সে ভাষায় কথা বলো। দালাল মিডিয়ার তথ্যসন্ত্রাস আর তোমাদের অপপ্রচারের ভাষা একই। তোমরা আবার কেউ কেউ নিজেদের নোংরামি ঢাকতে ইসলামকে অপব্যবহার করো। জনগণ কি এত্ত বোকা? ফরিদউদ্দীন মাসউদরা কি লেবাস দিয়ে মুসলমানদের ধোঁকা দিতে পেরেছে? নিজেদের মুখোশ লুকাতে তোমরা যতই আহলে হাদীস দাবি করো না কেন, যতই ‘রাজনীতি ফিতনা ফিতনা’ বলে ফতোয়া জারি করো না কেন, প্রকৃত আহলে হাদীস ভাইরা ঠিকই তোমাদের লেঞ্জা চিনে ফেলেছে। ‘লেঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড’। তোমরা আবদুল্লাহ ইবনে উবাই এর মত, ফরিদউদ্দীন মাসউদ এর মত লেবাসধারী শয়তান। সোজা বাংলায় ‘মিছকা শয়তান’।
যখন বাড়ি হতে ধরে নিয়ে অমানুষিক নির্যাতন করে হাত পা ভেঙ্গে আবার পরে গুলি করে শত মায়ের বুক খালি করা হয়, শিশুকে করা হয় বাবা হারা, অন্তঃসত্ত্বাকে করা হয় বিধবা; যখন বাবাকে না পেয়ে কন্যাকে নৃশংসভাবে হত্যা করে সরকারি সন্ত্রাসীরা, যখন কৃষ্ঞপদ রায়রা ১৬ টি গুলি করে হত্যা করে বিরোধী দলের কর্মীকে, উত্তম কুমার দাসরা হা পা ভেঙ্গে গুলি করে হত্যা করে বিরোধী দলের নেতাকে - তখন তোমরা কুম্ভকর্ণের নিদ্রায় মগ্ন থাকো। হয়তো তখন তোমরা পিশাচের মতো উল্লাস করো।
যখন ছাত্রলীগ কর্মীরা পেট্রোলবোমা সহ হাতে নাতে ধরা পড়ে, তখন তোমরা কেন চোখ বুঁজে থাক? প্রমাণ চাও? কত শত প্রমাণ দরকার। রোজই ধরা পড়ছে ছাত্রলীগ কর্মীরা হাতে নাতে। বেশিরভাগই থানায় যাওয়ার আগেই খালাস!
১। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র রেজাউল ইসলামকে পেট্রোলবোমাসহ হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ।
http://www.now-bd.com/bdpratidin/2015/02/06/63073.htm
২। ফেসবুকে পেট্রল বোমা মারার দায় স্বীকার ছাত্রলীগের! http://web.archive.org/…/www…/current-news/2015/02/05/216060
৩। বোমা বানাতে গিয়ে ৪ ছাত্রলীগ নেতা আহত।
http://mzamin.com/details.php…
৪। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের কেসকি মোড় এলাকা থেকে পেট্রোলবোমাসহ মানিক ও বাবুল নামে দুই যুবলীগের নেতাকে আটক করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ১১টার দিকে জগন্নাথ দীঘি ইউনয়নের দুই যুবলীগ নেতাকে আটক করে।
http://www.thedailynews24.com/?p=48801
৫। আমি আ'লীগ করি, আমার বড় ভাই যুবলীগ নেতা হুমায়ুন কবির মুরাদ- পেট্রোল বোমা নিক্ষেপকারী মুন্না। (ইউটিউব লিংকঃ https://www.youtube.com/watch?v=N725SK02hMU)।
৬। বিভিন্ন স্থানে পেট্রলবোমাসহ আটক যুবলীগ-ছাত্রলীগ কর্মী।
http://www.newsgarden24.com/?p=2691
৭। লক্ষ্মীপুর পৗরসভার ৪ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা কামরুল হোসেনের নেতৃতে গত ১ জানুয়ারী রাতে লক্ষ্মীপুর মহিলা কলেজের সামনে যাত্রীবাহী সিএনজিতে পেট্রলবোমা হামলা চালানো হয়। এ হামলায় অংশ নেয় স্থানীয় দর্জি দোকান কর্মচারী ও যুবলীগ কর্মী পিচ্ছি রুবেল, শামীম, মাসুদ ও জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক মুরাদ হোসেন জয়সহ ১০ থেকে ১২জন। এই ঘটনা এলাকাবাসী প্রত্যক্ষ করেছে বলে অভিযোগ করা হয়।
http://www.amardeshonline.com/pag…/details/2015/…/05/268872…
৮। পেট্রলবোমা হামলায় ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ।
http://www.amardeshonline.com/pag…/details/2015/…/07/269133…
বিষয়: রাজনীতি
১৮৯৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ যেন শেষ মুহুর্তে মরণের সময়েও এদেশের মজলুম জনতার রক্ত পান করেই শেষ নিশ্বাস ত্যাগ করার ইচ্ছা!!
মন্তব্য করতে লগইন করুন