ঐ কবি তোর কাব্য থামা

লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ১০ জানুয়ারি, ২০১৫, ০৫:১৮:৪৪ বিকাল

কবিতায় নতুন লিখবি কি আর যখন খুন রাঙ্গা রাজপথ?

কাব্য ফেলে স্বাধীনতার তরে বজ্রমুষ্ঠি নে শপথ।

স্বাধীনতা ফের বিলীন হয়েছে শকুনী হায়েনার ছলে,

দালাল গুপ্তচর সঙ্গী হয়ে জুটেছে তাদের দলে।



ঐ কবি তোর কাব্য থামা বজ্রকন্ঠে কর নিনাদ,

ভেঙ্গে ফেল, গুড়িয়ে দে খুনী হায়েনার কালো হাত।


কবিতায় নতুন লিখবি কি আর যখন জনতার রুদ্ধ বাক,

কাব্য ফেলে স্বাধীনতার তরে উচ্চকন্ঠে জোরসে হাঁক,

কান পেতে শোন, চোখ মেলে দেখ মুক্তিকামীদের হাহাকার,

ফুঁসছে জনতা আসছে ধেয়ে স্বৈরাচারের তখত ভেঙ্গে করতে একাকার।



ঐ কবি তোর কাব্য থামা বজ্রকন্ঠে কর নিনাদ,

ভেঙ্গে ফেল, উপড়ে দে কালনাগিনীর বিষদাঁত।


কবিতায় নতুন লিখবি কি আর আমার ভাইয়ের ঝরছে খুন,

চোখের জলে মায়ের বিলাপ কান পেতে আজ একটু শোন।

অশ্রু মুছে মা নেমেছে, বোন নেমেছে দেখ চেয়ে দেখ ক্রুদ্ধরোষে,

কাব্য ফেলে, কলম ছুঁড়ে আয় নেমে আয় রাজপথে।



ঐ কবি তোর কাব্য থামা বজ্রকন্ঠে কর নিনাদ,

ভেঙ্গে ফেল, উপড়ে দে পিশাচিনীর খুনরাঙ্গা হাত,

আল্লাহ ভরসা, এগিয়ে চল মরণ কামড়ে কর আঘাত।


বিষয়: সাহিত্য

১৩৬৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300068
১০ জানুয়ারি ২০১৫ রাত ১০:২২
300093
১১ জানুয়ারি ২০১৫ রাত ০২:১৯
সিটিজি৪বিডি লিখেছেন : ভালো লাগলো।। আরো চাই
369150
১৫ মে ২০১৬ বিকাল ০৫:২১
নজরুল ইসলাম টিপু লিখেছেন : দারুণ লাগল, আপনার যেহেতু কবিতায় হাত আছে তাহলে গান ও লিখতে পারেন। এটারও খুব প্রয়োজন আছে। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File