সখি চেতনা কাহারে কয়??!!
লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ১৪ ডিসেম্বর, ২০১৪, ০৩:৫৫:৪৯ দুপুর
সখী, চেতনা কাহারে বলে। সখী, চেতনা কাহারে বলে।
তোমরা যে বলো দিবস-রজনী ‘চেতনা’ ‘চেতনা’—
সখী, চেতনা কারে কয় ! সে কি কেবলই বাকশালময়।
রাজাকার মরিয়া শহীদ বুদ্ধিজীবি চেতনারি জোরে,
লাভের গুড় উঠিয়ে নিয়েছে চেতনাবাজরা ঘরে।
চেতনার ফেরি চলছে হরদম আহারে আহারে!!
সাবাশ বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয়,
ছাত্রলীগ দেখিয়ে দিচ্ছে রোজ চেতনা কাহারে কয়।
ছুরি কিরিচ ককটেল গুলি কি তাহাতে ক্ষতি,
ইহার নামই আধুনিক যুগের শিক্ষা শান্তি প্রগতি।
এ চেতনা নিয়েই তাহারা পাচ্ছে সরকারী চাকুরী,
পড়াশোনা তোমরা মিছেই কর, নয় সেটা জরুরী।
জয় বাংলা বলো সকলে জি হুকুম আচ্ছা
জয় জয় বলে কর সকলে কর চেতনা চর্চা।
কার্তিকের কুকুর দেখেছ কি কেউ কেমন ক্ষ্যাপা পাগলা,
মানিক পরিমল হাজারে হাজার, এবার চেতনা সামলা।
ভার্সিটি পেরিয়ে চেতনাপ্রদর্শনী গড়ালো আদালতে
লজ্জা শরমে মিশিয়ে খেয়েছে চেতনার শরবতে।
নিজেরা করে কিলাকিলি, নিজেরা মারামারি,
এমনি করিয়া মরছে যে রোজ করিয়া কামড়াকামিড়।
কবি বলেছেন- ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
বিনা পয়সায় তাই হল ক্যান্টিনে ফাও চেতনার জয়।
কি বলিলে জঙ্গি তাহারা এ আর এমন কি ব্যাপার?
মিডিয়াতো আর বলছে না সেটা হোকনা সব ছারখার।
কুরআন হাদীস পড় যদি তবেই তুমি জঙ্গি,
অপরাধ নাহি অস্ত্র নিয়ে হও যদি চেতনাবাজদের সঙ্গী।
অন্তরে তাহাদের ভারত মাথা,
মুখে আওড়ায় চেতনার কথা।
কুকুরের গায়ে জাতীয় পতাকা,
চেতনা ইহারেই কহে
বুঝিনা সেটা মোরা যে বোকা!
বুকে জড়ায় ভারত মাতা,
ইহাই চেতনার ফাইনাল কথা।
সাবাশ বাংলাদেশ এই পৃথিবী অবাক তাকিয়ে রয়,
চেতনার ফেরিওয়ালারা দেখিয়ে দিয়েছে চেতনা কাহারে কয়।
[পটভূমিঃ চবিতে চেতনায় চেতিত হয়ে চেতনাচর্চা (নিজেরা নিজেরা কামড়াকামড়ি) করতে গিয়ে এক চেতনাবাজ নিহত। লিংকঃ কমেন্টে।)]
বিষয়: সাহিত্য
১২৩৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলেই আমরা বুঝিনা আসল চেতনা কাহারে কয়! তারাই বুঝে!!!! চেতনা
লুকিয়ে লুঙ্গির ভেতর কখনো দা চেনি পিস্তল চাইনিজ কোরালে।
এগিয়ে যাক দেশ, এগিয়ে যাক চেতনা সমৃদ্ধ ছাত্রলীগ।
রতন যদি চাও,
চাক্কু ছুরী রামদা ঘোরাও,
যা পাও তা খাও৷
স্বপ্নে পাওয়া চেতন ইহা
ধনন্তরী মাল,
একমাত্র সোল এজেন্ট
বাংলা দেশী বা'ল৷
জঙ্গী মেরে খতম করে,
আলেমে দেয় ফাঁসী,
গন তন্ত্রের জার্ম মেরে
পাঠায় গয়া কাশী৷
মুখে আওড়ায় চেতনার কথা।
কুকুরের গায়ে জাতীয় পতাকা,
চেতনা ইহারেই কহে
মন্তব্য করতে লগইন করুন