সখি চেতনা কাহারে কয়??!!

লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ১৪ ডিসেম্বর, ২০১৪, ০৩:৫৫:৪৯ দুপুর

সখী, চেতনা কাহারে বলে। সখী, চেতনা কাহারে বলে।

তোমরা যে বলো দিবস-রজনী ‘চেতনা’ ‘চেতনা’—

সখী, চেতনা কারে কয় ! সে কি কেবলই বাকশালময়।

রাজাকার মরিয়া শহীদ বুদ্ধিজীবি চেতনারি জোরে,

লাভের গুড় উঠিয়ে নিয়েছে চেতনাবাজরা ঘরে।

চেতনার ফেরি চলছে হরদম আহারে আহারে!!



সাবাশ বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয়,

ছাত্রলীগ দেখিয়ে দিচ্ছে রোজ চেতনা কাহারে কয়।

ছুরি কিরিচ ককটেল গুলি কি তাহাতে ক্ষতি,

ইহার নামই আধুনিক যুগের শিক্ষা শান্তি প্রগতি।


এ চেতনা নিয়েই তাহারা পাচ্ছে সরকারী চাকুরী,

পড়াশোনা তোমরা মিছেই কর, নয় সেটা জরুরী।

জয় বাংলা বলো সকলে জি হুকুম আচ্ছা

জয় জয় বলে কর সকলে কর চেতনা চর্চা।



কার্তিকের কুকুর দেখেছ কি কেউ কেমন ক্ষ্যাপা পাগলা,

মানিক পরিমল হাজারে হাজার, এবার চেতনা সামলা।

ভার্সিটি পেরিয়ে চেতনাপ্রদর্শনী গড়ালো আদালতে

লজ্জা শরমে মিশিয়ে খেয়েছে চেতনার শরবতে।


নিজেরা করে কিলাকিলি, নিজেরা মারামারি,

এমনি করিয়া মরছে যে রোজ করিয়া কামড়াকামিড়।

কবি বলেছেন- ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়

বিনা পয়সায় তাই হল ক্যান্টিনে ফাও চেতনার জয়।



কি বলিলে জঙ্গি তাহারা এ আর এমন কি ব্যাপার?

মিডিয়াতো আর বলছে না সেটা হোকনা সব ছারখার।

কুরআন হাদীস পড় যদি তবেই তুমি জঙ্গি,

অপরাধ নাহি অস্ত্র নিয়ে হও যদি চেতনাবাজদের সঙ্গী।



অন্তরে তাহাদের ভারত মাথা,

মুখে আওড়ায় চেতনার কথা।

কুকুরের গায়ে জাতীয় পতাকা,

চেতনা ইহারেই কহে

বুঝিনা সেটা মোরা যে বোকা!

বুকে জড়ায় ভারত মাতা,

ইহাই চেতনার ফাইনাল কথা।



সাবাশ বাংলাদেশ এই পৃথিবী অবাক তাকিয়ে রয়,

চেতনার ফেরিওয়ালারা দেখিয়ে দিয়েছে চেতনা কাহারে কয়।


[পটভূমিঃ চবিতে চেতনায় চেতিত হয়ে চেতনাচর্চা (নিজেরা নিজেরা কামড়াকামড়ি) করতে গিয়ে এক চেতনাবাজ নিহত। লিংকঃ কমেন্টে।)]

বিষয়: সাহিত্য

১২৩৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294243
১৪ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : চেতনাকে নিয়ে আজকাল ব্যবসা হয়।
১৫ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২৯
237988
প্রেসিডেন্ট লিখেছেন : খুব লাভজনক ব্যবসা!
294272
১৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভাই কবিতা এবং ছবির কম্বিনেশন দারুণ হয়েছে। আপনাকে অশেষ ধন্যবাদ।

আসলেই আমরা বুঝিনা আসল চেতনা কাহারে কয়! তারাই বুঝে!!!! চেতনা
লুকিয়ে লুঙ্গির ভেতর কখনো দা চেনি পিস্তল চাইনিজ কোরালে।
এগিয়ে যাক দেশ, এগিয়ে যাক চেতনা সমৃদ্ধ ছাত্রলীগ।
১৫ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৩২
237989
প্রেসিডেন্ট লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ। একজন দেশপ্রেমিক হিসেবে কামনা করি -এসব চেতনাবাজরা বিনাশ হয়ে একটি নতুন সূর্য উদিত হবে।
294319
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৪৩
ভিশু লিখেছেন : খুব ভালো বলেছেন।
১৫ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৩২
237990
প্রেসিডেন্ট লিখেছেন : অন্নেক ধন্যবাদ।
294327
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:০৬
শেখের পোলা লিখেছেন : এই চেতনে যতন কর
রতন যদি চাও,
চাক্কু ছুরী রামদা ঘোরাও,
যা পাও তা খাও৷
স্বপ্নে পাওয়া চেতন ইহা
ধনন্তরী মাল,
একমাত্র সোল এজেন্ট
বাংলা দেশী বা'ল৷
জঙ্গী মেরে খতম করে,
আলেমে দেয় ফাঁসী,
গন তন্ত্রের জার্ম মেরে
পাঠায় গয়া কাশী৷
১৫ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২৮
237985
প্রেসিডেন্ট লিখেছেন : দারুণ বলেছেন। Good Luck Good Luck
294338
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অচৈতন্য!!!
১৫ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২৯
237986
প্রেসিডেন্ট লিখেছেন : Good Luck Good Luck Good Luck
294381
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৩৩
লজিকাল ভাইছা লিখেছেন : অন্তরে তাহাদের ভারত মাথা,

মুখে আওড়ায় চেতনার কথা।

কুকুরের গায়ে জাতীয় পতাকা,

চেতনা ইহারেই কহে
১৫ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২৮
237984
প্রেসিডেন্ট লিখেছেন : হুম, ইহারেই চেতনা কহে। Angel Angel Angel
294441
১৫ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:০১
নাছির আলী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৫ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২৯
237987
প্রেসিডেন্ট লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File