সহজেই শিখুন আরবী টাইপ
লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ০৪ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৩৬:১১ দুপুর
আরবী কুরআনের ভাষা, রাসূলুল্লাহ(সা) এর ভাষা। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, মুসলমান হলেও মর্যাদাবান আরবী ভাষা শিখার প্রতি আমরা উদাসীন।
আমরা অনেকেই ভাবি, আরবী ভাষা টাইপ অনেক কঠিন। আসলে তা নয়। সহজেই আরবী টাইপ শিখতে পারেন আপনি। অন্যান্য ভাষার মতই আরবী ভাষা শিক্ষা ও আরবী টাইপ দুটি ভিন্ন বিষয়। এ নিয়ে সন্দেহের অবকাশ নেই। তবুও মুসলমান হিসাবে আরবী ভাষার পাশাপাশি আরবী টাইপ জানাও আমাদের কর্তব্য।
প্রথমে আপনার কম্পিউটার(পিসি/ল্যাপটপ) এর Control Panel হতে Region and Language এ যান। Arabic (Saudi Arabia) সিলেক্ট করুন। এবার Apply/Ok দিয়ে বের হয়ে আসুন। ব্যাস আপনার কম্পিউটার এখন আরবী টাইপ করার জন্য প্রস্তুত।
টাইপিং এর আগে শুধু Alt+Shift চাপুন। বিজয় বায়ান্ন বা অন্য কোনো বাংলা সফ্টওয়্যার ইনস্টল করা থাকলে আইকনটি English Mode এ রাখুন।
এবার লে-আউট দেখে নেওয়া যাকঃ
Aش Sس Dي Fب Gل Hا Jت Kن Lم
;ط ' ك
Qض Wص Eث Rق Tف Yغ Uع Iه Oخ Pح [ج ]د
Zئ Xء Cؤ Vر Bلا Nى Mة
, ز . ظ / و
[b][/b
বিষয়: সাহিত্য
২৮৮৮ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটি একটি লার্নিং পোস্ট। আপনিও শিখুন, কাজে লাগবে।
আমি আগ্রহ বোধ করছি। আজ থেকেই শেখার চেষ্টা করব ইনশা আল্লাহ।
শুভেচ্ছা আপনার জন্য।
এটি একবার শিখেছিলাম।
আবার ভুলে গিয়েছিলাম।
চেষ্টা করব।
আমাদের ধর্মীয় গ্রন্থ আরবীতে হলেও আমারা শিখতে চায় না অন্যদিকে হিন্দি শিখি ছবি বোঝার জন্য আর ইংরেজী শিখি পেটের দায়ে
eiktub নামে একটা পাইছিলাম – বেশ সহজ, কিন্তু সফটওয়্যারের প্যানেলেই টাইপ হয়, তারপর ওয়ার্ড/এক্সেল এ কপি-পেষ্ট করতে হয়!
আরবি লিখতে শিখেছিলাম স্কুলে কিন্ত এখন এক্কেবারে ফরগটেন!!!!
মন্তব্য করতে লগইন করুন