জিনিস যেটা দামের, হতে হবে কামের

লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ২৭ আগস্ট, ২০১৪, ১২:০১:০৮ দুপুর

টিভির অত্যন্ত জনপ্রিয় একটি বিজ্ঞাপন এর শ্লোগান, ''জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি''। বলা বাহুল্য, এ অর্ধসত্য কথাটি শ্লোগান হিসাবে বেশ জনপ্রিয়তা পায় এবং বর্তমানে অনেক মানহীন পণ্যের বিজ্ঞাপনেও এটি বা এজাতীয় বাক্য ব্যবহৃত হয়।

কেউ কি ভেবে দেখেছেন, মানুষের অবচেতন মনে একটি ভুল বিশ্বাস কিভাবে প্রোথিত করা হচ্ছে? এর সুদূরপ্রসারী ফলাফল নিয়ে কেউ একটু চিন্তা করেছেন গভীরভাবে? পণ্যমূল্য বৃদ্ধিতে এবং নিম্নমানের পণ্যের জন্য এ বিজ্ঞাপন বেশ ভূমিকা রাখছে।

একটু বিশ্লেষণ করা যাক। বিজ্ঞাপনের ভাষাটি যে আঙ্গিকে সাজানো হয়েছে তাতে বেশি দামের উপর জোর পড়ছে। অর্থাৎ ‘দাম বেশি হলে তার মান ভাল হবে’- এ বার্তাটি ছড়িয়ে দেয়া হচ্ছে। আর এতে অবচেতন মনে একটি বিশ্বাস তৈরি হয়ে যাচ্ছে- ‘দামি জিনিসটিই তবে ভাল। মান বুঝতে হলে দাম বিবেচনা করতে হবে।’

মানুষের অবচেতন মনের এই ভুল বিশ্বাসকে পুঁজি করে চুটিয়ে ব্যবসা করছে দেশি বিদেশী কর্পোরেট হাউজগুলি। বহুজাতিক কোম্পানীগুলোই এক্ষেত্রে এগিয়ে। দাম এবং মান- দুই ভাবেই এরা প্রতারণা করছে ভোক্তার সাথে। বিভিন্ন কায়দায় তারা মনোপলি মার্কেট তৈরি করে নিয়েছে আগেই। দাম বাড়িয়ে দিচ্ছে পণ্যের ইচ্ছেমত, তার বিপরীতে কমিয়ে দিচ্ছে পণ্যের গুণগত মান এমনকি পরিমাণও। আর ভোক্তারা আনন্দচিত্তে বা বাধ্য হয়ে কম পরিমাণের কম মানের পণ্য বেশি দামে কিনছে।

শত শত উদাহরণ দেওয়া যায়। কয়টি দেব? তবুও দু/একটি তুলে ধরছিঃ

১। বছর কয়েক আগে জনপ্রিয় ব্রান্ডের (বোম্বে সুইটস) একটি চানাচুর এর ৪০০ গ্রাম এর প্যাকেট পাওয়া যেত ১২ টাকায়। সে প্যাকেট ছোট হতে হতে এখন ৩৫০ গ্রাম, মান ও কমেছে। আর দাম? ৫৫ টাকা!

২। একটি বহুজাতিক কোম্পানীর (ইউনিলিভার) ১৫৫ গ্রাম ওজনের কাপড় কাঁচা সাবান এর দাম ছিল ৮ টাকা। মানে কমেছে, ওজনে কমেছে অর্ধেকেরও বেশি, মাত্র ৭৫ গ্রাম। আর দাম? ২২ টাকা! তাদের তথাকথিত সৌন্দর্য সাবান ও অন্যান্য পণ্যের এর ক্ষেত্রে ও একই কথা প্রযোজ্য।

মূল্যস্ফীতি বিবেচনায় নিলেও এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ঐকিক নিয়মে হিসেব করলে বুঝবেন কি পরিমাণে ঠকছেন।

৩। বছর কয়েক আগে দেশী ব্রান্ডের যে শার্টগুলি এক হাজার টাকার আশেপাশে পাওয়া যেত, সেগুলি এখন ২,৫০০ টাকা বা তার বেশি। আর মানও আগের মত নেই মোটেই।

৪। আজ হতে আরো তিন বছর আগের কথা। মগবাজার (ওয়ারলেস মোড়ে) বিশাল সেন্টার নামে একটি মার্কেট আছে। সেখানে একবার একটি হাফশার্ট পছন্দ হয়েছিল (স্টোরটির নাম মনে পড়ছে না এখন)।

সেলসম্যান প্যাক করার পর দাম দিতে গিয়ে বিপত্তি। ১,৪০০ টাকা মনে করে যে শার্টটি নিয়েছিলাম সেটির দাম শুনি ১৪,০০০ টাকা। বিব্রত হয়ে না কিনেই ফিরে এলাম। অথচ ১,৪০০ টাকাই আমার কাছে বেশি মনে হচ্ছিল।

পোষাক এর ক্ষেত্রে ব্রান্ড ইমেজ নিয়ে হরিলুট চলছে। একই কাপড়ে শুধু ব্রান্ড ট্যাগ দিয়ে আলোকোজ্জ্বল শো-রুমে তুলে কয়েকগুণ বেশি দাম নেওয়া হচ্ছে। ক্রেতারাও ভাবছে, দাম যখন বেশি, মানতো তবে ভাল। সেলুকাস! এক্ষেত্রে আরো বেশি প্রতারণা করছে বিভিন্ন নামী বিপণী বিতান এর নির্দিষ্ট প্রাইস ট্যাগ ছাড়া (অর্থাৎ দাম উল্লেখ থাকে না) যেসব পোষাকের দোকান-সেগুলি। এদের প্রতারণার শিকার বেশি হয় নারীরা। চকটদার কথার ফাঁদে পড়ে নারীকূল মানহীন পণ্যও অধিক দামে কিনে নিয়ে আসে।

দেখা গেল, একজন মহিলা কোনো এক শোরুমে ঢুকে শাড়ির দাম জিজ্ঞেস করল। দুই হাজার টাকা দাম শুনে পছন্দ হলো না। ভাবল নিশ্চয়ই ভাল শাড়ি নয়, দাম এত কম কেন? কয়েক দোকান ঘুরে দেখা যায়, একই মানের ভিন্ন রঙের শাড়ি ৫ হাজার টাকায় কিনে নিয়েছে। এবার বুঝুন অবস্থা!

প্রশ্ন জাগে, আমাদের দেশের অধিকাংশ জনগণ যারা দারিদ্র সীমার নিচে বাস করে তারা তো 'দামি' বা 'একটু দামি' পণ্য ক্রয় করতে অপারগ, বিশেষ করে কৃষক-শ্রমিক- তাদের কি হবে? যাদের কারণে আমাদের জাতীয় অর্থনীতির চাকা সচল থাকে- তাদের কি হবে? তারা কি তাহলে ভালো পণ্য বা সেবা থেকে বঞ্চিত থাকবে? বড় কোম্পানিগুলোর পণ্য ও সেবা কি শুধু উচ্চবিত্তদের জন্য? সরকার কি তাহলে নিম্নবিত্তদের ভালো পণ্যের চাহিদা পূরণে উদ্যোগ নেবে? নাকি এসব দামি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বলবে, 'আমাদের দেশের সিংহভাগ মানুষ নিম্নবিত্ত, তোমরা যদি তাদের জন্য সাশ্রয়ী মূল্যের মানসম্মত পণ্য উৎপাদনই করতে না পারো তাহলে বাংলাদেশ থেকে বিদায় নাও?'

আমাদের সচেতন হতে হবে। জনগণের কষ্টার্জিত পয়সা যেন মানহীন পণ্য গছিয়ে দিয়ে প্রতারকরা হাতিয়ে নিতে না পারে।

নতুন শ্লোগান তুলতে হবে- “জিনিস যেটা দামের, হতে হবে কামের”।

বিষয়: বিবিধ

১৬০২ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258710
২৭ আগস্ট ২০১৪ দুপুর ১২:১৪
কাহাফ লিখেছেন : চিন্তার জগত কে নাড়া দেয়া পোস্টের জন্য আন্তরিক ধন্যবাদ । Good Luck
২৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:২৯
202402
প্রেসিডেন্ট লিখেছেন : বিজ্ঞাপনের নামে আরো অনেক প্রতারণা আছে। শুধু দামের বিষয় নয়, আমাদের বিশ্বাস/আস্থার জায়গাগুলিতেও তারা কৌশলে আক্রমণ করে যাচ্ছে। সচেতন হতে হবে সবাইকেই। আপনাকেও অনেক ধন্যবাদ।
258711
২৭ আগস্ট ২০১৪ দুপুর ১২:১৪
বাকপ্রবাস লিখেছেন : বিজ্ঞাপন মানেই মিথ্যা বুলি, আমরা সেটা বুঝি, অনেক সময় বুঝেও না বুঝার ভান করি, রং ফর্সা হবার ক্রিম নিত্য নতুন বিজ্ঞাপনে কিনেই চলছি ফর্সা আর হচ্ছি কই, বিজ্ঞাপনের ভুল বার্তা দেবার জন্য কোন সাস্থির ব্যাবস্থা নেই হবেওনা তাই এ থেকে উত্তরনের পথ সচেতনতা, আপনার লেখায় সেই সচেতনতা উঠে আসার জন্য ধন্যাবাদ
২৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:২৯
202403
প্রেসিডেন্ট লিখেছেন : অনেক ধন্যবাদ, উমামার আব্বু।

বিজ্ঞাপনের নামে আরো অনেক প্রতারণা আছে। শুধু দামের বিষয় নয়, আমাদের বিশ্বাস/আস্থার জায়গাগুলিতেও তারা কৌশলে আক্রমণ করে যাচ্ছে। সচেতন হতে হবে সবাইকেই।
258718
২৭ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪০
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আহহারে বিজ্ঞাপন! আমাগো দেশের বনি আদমগুলান যেমুন বেআক্কেল, তেমনই হাবাগোবা! দেশী এবং পরদেশী যত কোম্পানী নিজের পণ্য বিপণণের জন্য যত চটকদার বিজ্ঞাপনের বাহারী প্রচারণা ততবড় প্রতারণা করে বাঙ্গালগোরে ধোকা দেয় হেই খবর রাখার মানুষ নাই। দুনিয়ায় এমন কুনো উদাহরণ আছে যে, কোন কৃষ্ণাঙ্গ বেডি মাজন ঘষণ করে সেতাঙ্গ হইছে?
২৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩১
202404
প্রেসিডেন্ট লিখেছেন : হাহাহা। দারুণ গ্যাঞ্জাইম্যা কমেন্ট দিছেন। বারাক ওবামা আর তার বউ মিশেল এতদিনে বিশ্ব ফর্সা হয়ে যেত এমন ব্যবস্থা থাকলে।
258723
২৭ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫২
হতভাগা লিখেছেন : কয়দিন আগে ঈদের পোশাক কেনার সময় আমার ছোট ভাইকে নিয়ে যাই । সেখানে এক ব্র‍্যান্ডের দোকানে গিয়ে একটা শার্ট দেখে সে খুব কৌতুহলী হয়ে ওঠে এবং মোবাইলে সেটার ছবি তোলে । কারণ একই শার্ট ছিল তার পড়নে । যেটা সে কাপড় কিনে বানাতে দিয়েছিল ।

ব্র‍্যান্ডের দোকানের শার্টের দাম তার পড়নের শার্টের দামের প্রায় দ্বিগুন ছিলো।

************************************************************

এখনকার চিপস্‌ গুলোর কথাই বা বলেন না কেন ? ১০ -১২ টাকায় চিপস্‌ কিনছি না বাতাস কিনছি তাতে দ্বন্দ্ব লেগে যায় । কারণ প্যাকেটের > ৫০% জায়গাই বাতাস দিয়ে ভরা থাকে ।

**************************************************************

মেয়েরা একই জিনিস ২০০০ টাকায় চাইলো বলে কমদামী মনে করে আরেক দোকানে গিয়ে একই জিনিস ৫০০০ টাকা কেন , ৫০০০০ বা ৫০০০০০ টাকাতেও কিনতে পারে । কারণ ১ টাকাই হোক বা ১০০০০০০ টাকাই হোক টাকা তো তার পার্স থেকে যাচ্ছে না !
২৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩২
202405
প্রেসিডেন্ট লিখেছেন : ভাই অপ্রিয় সত্য কথা সব সময় কৈতে নাই। নারীবিদ্বেষী খেতাব পাবেন। Tongue Tongue
258741
২৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:২৩
আহ জীবন লিখেছেন : বাঙ্গালি একে অন্যকে বাঁশ দিয়াই আনন্দ।

গনতন্ত্র আর পুঁজিবাদের ঘেরাটোপে বন্দী সবচেয়ে বেশি আমরা বাঙ্গালী।
২৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩২
202406
প্রেসিডেন্ট লিখেছেন : হুম।
258748
২৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:৫৮
মামুন লিখেছেন : সুন্দর লিখেছেন। আর মেয়েদের ব্যাপারে আপনার বলাটা ১০০ ভাগ সত্যি। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো। Rose Good Luck
২৭ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৪
202437
প্রেসিডেন্ট লিখেছেন : আপনাকেও অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। Rose Rose Rose
258783
২৭ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩০
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০৬
202456
প্রেসিডেন্ট লিখেছেন : ধন্যবাদ বুড়ো দাদু।
258784
২৭ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩০
শফিউর রহমান লিখেছেন : আপনার নামটা বদলে দিন ভাই। প্রেসিডেন্ট এমন করে ভাবে না এবং এমন করে চটকদার বিজ্ঞাপন বাক্যের মাঝে যে জহর (পয়জন) ভরা রয়েছে তা সহজ ভাষায় সবাইকে ধরিয়ে দেয় না। যদি তাই করতো তাহলে দেশ আজ স্বর্ণযুগে অবস্থান করতো।
সত্যি বলতে কি, আপনার লেখা পড়তে শুরু করেও প্রথমে বুঝতে পারি নি কি এমন ভুল বিশ্বাষ প্রোথিত করা হচ্ছে এর মাধ্যমে।

সত্যিই আমাদেরকে ধোঁকা দেয়ার কত মোক্ষম অস্ত্রই না ওরা তৈরী করে! কিন্তু আমরা সাধারণ মানুষ (এমন কি বড় মানুষেরাও) বুঝতেই পারি নি। তারই একটি হলো নারী অধিকারের নামে নারীদেরকে রাস্তায় নামিয়ে সংসার ভাঙনের চটকদার মেকি কান্না।

ধন্যবাদ আপনাকে অনেক অনেক...।
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১২
202462
প্রেসিডেন্ট লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
258948
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৫২
শেখের পোলা লিখেছেন : সহমত৷ বিজ্ঞাপন দেওয়াই হয় অচল চালানোর জন্য৷
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪১
202820
প্রেসিডেন্ট লিখেছেন : Tongue Tongue Tongue Surprised
১০
258964
২৭ আগস্ট ২০১৪ রাত ০৯:২৮
পবিত্র লিখেছেন : বাংলাদেশের সব মহিলা এমন তা কিভাবে বুঝলেন ভাইয়া! গুটি কয়েক এর জন্য পুরো নারীর নামে বলাটা কিন্তু মোটেও ঠিক নয়! এমন কাজ শুধু তারাই করে যারা অন্যকে দেখাতে চায় আমি এত্তো দামী কাপড় নিয়েছি!

২৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪১
202818
প্রেসিডেন্ট লিখেছেন : এখানে মহিলাদের দোষ ধরা হয়নি ব্রাদার/সিসটার। প্রতারিত হয় সেটা বলা হয়েছে। সব মহিলার কথাও বলা হয়নি। আশা করি বুঝতে পারছেন। আপনি ভুল বুঝলে সেটি আমার বুঝানোর ব্যর্থতা।
১১
259069
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৮:১৪
চোরাবালি লিখেছেন : ভাই মাইনসের কথা আর কি কইতাম। আমার তিনি এবং তার বান্ধবী খালাতো বোন এ্ই কাজ করে বসে মাঝে Crying Crying Crying Crying Crying
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪১
202819
প্রেসিডেন্ট লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Happy Happy
১২
259135
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৩
আবু আশফাক লিখেছেন : ঈদের সময় একই ধরণের পাঞ্জাবী স্থান ভিন্ন হওয়ায় ২০০০ আর ৮০০ টাকায় কিনেছি। অবশ্য ২০০০ টাকার পাঞ্জাবী যাকে গিফট করেছি তিনি সাধারণত ঐ মার্কেট থেকেই কাপড় কিনে থাকেন তাই!!
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৮
202932
প্রেসিডেন্ট লিখেছেন : শ্লোগান তুলুন-‌‌'জিনিস যেটা দামের, হতে হবে কামের।'
১৩
259277
২৮ আগস্ট ২০১৪ রাত ১০:২৬
ইকুইকবাল লিখেছেন : বুঝলাম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File