একটি অপ্রকাশিত সত্য

লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ০৬ আগস্ট, ২০১৪, ০৩:৪৯:৩৯ দুপুর



যারা ফেসবুকে নিয়মিত লেখালেখি করে থাকেন, উপরের ছবিটির সাথে কমবেশি পরিচিত। জনপ্রিয় ইতিহাস বিশ্লেষক ও অনেক সাড়া জাগানো ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষী তিনি যিনি ‘জাতির নানা’ নাম নিয়ে লেখালেখি করেন। বেদনাদায়ক বিডিআর হত্যাকান্ডের অনেক অজানা ঘটনা তথ্য-প্রমাণ ও বিশ্লেষণসহ তুলে ধরেছিলেন তিনি। জাতির নানাকে আমি কখনো অন্তত বোগাস খবর বিলোতে দেখবে না।

৭২ হতে ৭৫ এ আমাদের প্রিয় মাতৃভূমিতে ঘটে যাওয়া হাজারো কদর্য্য ঘটনার একটি উঠে এসেছে ‘জাতির নানার’ কালির আঁচড়ে। পড়ুন এবং সত্যকে নতুন করে জানুন।

https://www.facebook.com/jatir.nana3?fref=nf



জাতির নানার লেখাটি হুবহু তুলে ধরলাম পাঠকদের জন্য-



১৯৭৪ সালের এক বিকেল। মিতু নিউমার্কেট গেল শপিং করতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র অনার্স শেষ করেছে। বয়স ২৩/২৪। অসাধারন সুন্দরী। বাবা-মায়ের একমাত্র সন্তান। মিতুর বাবা ৪৭ সালে ভারত থেকে বাংলাদেশে মাইগ্রেট করেন। খুব ধনী পরিবার। শিপিং বিজনেস। জুট এক্সপোর্ট তাদের মেইন বিজনেস। একজন সত্যিকার বাংলাদেশি। স্বাধীনতা চাইতেন মন থেকেই। সেই সময় আওয়ামী লীগকে ২ কোটি টাকা ডোনেটও করেন।

মিতুর দিকে দৃষ্টি পড়ে শেখ কামালের। শেখ কামাল তখন পরিচিত ছিল 'কিং কোবরা' হিসেবে। rape was very common factor for him। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি রুম বরাদ্ধ ছিল শুধু এই কাজের জন্য। মেয়েরা বাধ্য হত সেই রুমে ঢুকতে। কে চায় মারা যেতে ? কে চায় তার পরিবারকে ধংস হতে দেখতে? শেখ কামালের একটি গ্যাং ছিল এই কাজের জন্য। সেই সময় এই গ্যাং ফেমাস ছিল। তাদের ফান করার স্হান ছিল আবাহনী ক্লাব। কারা ছিল গ্যাং এ ? বর্তমানের বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান, এসপি মাহবুব ছিল এই গ্যাং এর কী পারসন। মাহবুব মুন্সিগন্জের and he was the head of killer force.

মিতুকে শেখ কামাল এবং তার গ্যাং তুলে নেয় নিউমার্কেট থেকে। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়, পরে আবাহনী ক্লাব। মিতু গ্যাং রেপের শিকার হয়।

এই ঘটনা শুনে শেখ মুজিবের মন্তব্য ছিল "that is why i have made BAKSAL"

ঘটনার পর মিতু এবং তার পরিবার সমস্ত বাংলাদেশিকেই ঘৃনা করতে শুরু করে। কানাডাতে চলে যায় তারা। মন্ট্রিলে আছে বর্তমানে। মিতু বিয়ে করে একজন পাকিস্হানীকে। তারা আর কখনোই বাংলাদেশে ফিরে আসেনি। কোন বাংলাদেশির সাথে যোগাযোগও রাখেনি।

শেখ মুজিব তার ছেলের বিচার করেনি। বাংলাদেশের জনগন সেই বিচার করেছে ১৫ আগষ্ট। আর সালমান এফ রহমানের বিচার করেছে আল্লাহ। তার একমাত্র মেয়ে প্রায় ৮ বছর আগে ইংল্যান্ডে পড়াশোনা করত যখন, মাতাল অবস্হায় গ্যাং রেপ হয় তারপর বাঁচতে গিয়ে ৮তলা থেকে লাফ দিয়ে মারা যায়।

উপরে শেখ কামালের একটি মাত্র ঘটনা জানা গেল। আরো কত এমন ঘটনা লোকচক্ষুর আড়ালে লুকিয়ে আছে.....!!

বিঃদ্রঃ 'মিতু' ছদ্ম নাম হিসাবে দিলাম। আসল নাম দিলে বাংলাদেশের অনেকেই চিনে ফেলবে কারন মিতু বাংলাদেশের এক বনেদী পরিবারের সন্তান। বর্তমানে তিনি বৃদ্ধা, পুত্র-কন্যা নাতি নাত্নিদের নিয়ে প্রবাসে দিন পার করছেন। কিছু সময় সোস্যাল মিডিয়াতে লেখালেখি করেন। তার সাথে আমার ইনবক্সের দীর্ঘ আলাপের আংশিক হুবুহু এবং কিছু অংশ এডিট করে দিলাম। লেখাটা তার অনুমতি সাপেক্ষে প্রকাশ করলাম।

বিষয়: রাজনীতি

১৮২৮ বার পঠিত, ৩৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251487
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০১
কাজি সাকিব লিখেছেন : অবাক হলেও আজিব নয়,শেখ পরিবারের বেঁচে থাকা এক ডাইনীরই যেরুপ দেখছি তাতে সে পরিবারের যেগুলো মরেছে তাদের চরিত্র কেমন ছিল তা বুঝার অপেক্ষা রাখে না!
০৭ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৪
195988
প্রেসিডেন্ট লিখেছেন : :Thinking :Thinking :Thinking
251493
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৭ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৪
195989
প্রেসিডেন্ট লিখেছেন : ভাল লাগার মত কোনো বিষয় নয়।
251497
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১১
আমি মুসাফির লিখেছেন : এত নিকৃষ্ট পরিবার থেকে আসা মানুষদের দেখলে সত্যিই ঘৃণা হয় ।
০৭ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৪
195990
প্রেসিডেন্ট লিখেছেন : :Thinking :Thinking
251510
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৬
ইমরান ভাই লিখেছেন : Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised বলেন কি Surprised Surprised Surprised
তাহলেতো ১৫ আগষ্ট শোক দিবস না করে আনন্দ দিবস করা উচিত। At Wits' End
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
195668
ইমরান ভাই লিখেছেন :

দারুন লাগলো কবিতাটি তাই দিলুম... Tongue
০৭ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৫
195991
প্রেসিডেন্ট লিখেছেন : <:-P <:-P <:-P <:-P
251513
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫০
প্যারিস থেকে আমি লিখেছেন : মানুষ এমনি এমনি কি ১৫ আগস্টে মিষ্টি বিতরন করেছিলো ?
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫৫
195633
প্রেসিডেন্ট লিখেছেন : :Thinking :Thinking :Thinking :Thinking
251521
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : বাংলাদেশে তিনটি মাস শুরু হলে বিভিন্ন পত্র পত্রিকায় পহেলা তারিখ থেকেই সংশ্লিষ্ট মাসে গঠিত জাতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা হয়। মাসগুলো যথাক্রমে ফেব্রুয়ারী, মার্চ এবং ডিসেম্বর। ফেব্রুয়ারী বিখ্যাত ভাষার মাস হিসেবে, মার্চ স্বাধীনতা ঘোষণার মাস হিসেবে আর ডিসেম্বর বিখ্যাত বিজয়ের মাস হিসেবে।
আমার মনে হয় আগষ্ট মাসকেই সব চেয়ে গুরুত্ব দিয়ে এ মাসের ফজিলত, এ মাসেই জাতিকে ইতিহাসের নব্য নমরুদের কবল থেকে মুক্তির বিষয়াদি নিয়ে গোড়া মাসব্যাপি আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদি চালু রাখা উচিত।
০৭ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৬
195994
প্রেসিডেন্ট লিখেছেন : Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone
251522
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : কাপড়ের নিচে ঢোলের বারি লুকানো যায়না! ঢোলে হাত পড়লেই শব্দও বেড়িয়ে আসে!
০৭ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৫
195992
প্রেসিডেন্ট লিখেছেন : রাইট।
251525
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২১
প্রবাসী মজুমদার লিখেছেন : স্বাধীনতার জন্য জীবন দেয়া মানুষদের রক্ত দেখেনি এ জাতির তথাকথিত পিতা। পিতা তার দায়ীত্ব পালন না করে একদলীয় শাসন কায়েম করে যেন এ জাতিকে হাসিনার মতই একটি খোলা জেলে বন্দী করেছিল। ত্যাগের মহিমাহীন চাপিয়ে দেয়া একজন জাতির পিতার ভাগ্য র্ঘণা বৈ আর কি দিতে পারি আমরা?
০৭ আগস্ট ২০১৪ সকাল ০৮:২২
195955
কাহাফ লিখেছেন : এত সুন্দর করে কেন লিখেন........প্রবাশী মজুমদার ভাই..........?
০৭ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৫
195993
প্রেসিডেন্ট লিখেছেন : :Thinking :Thinking :Thinking
251558
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই ঘটনার কথা আগে শুনেছি। এবং সেই খবর এর উৎসও ছিল শেখ মুজিবুর রহমান এর একজন ব্যাক্তিগত বন্ধু। অসম্ভব নয়।
০৭ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৪
195987
প্রেসিডেন্ট লিখেছেন : অনেক ঘটনার ভিড়ে একটি ঘটনা মাত্র!
১০
251589
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
আফরা লিখেছেন : ১৫ই আগষ্ট তো আর এমনি এমনি হয়নি !!

০৭ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৩
195986
প্রেসিডেন্ট লিখেছেন : Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone
১১
251596
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
চিরবিদ্রোহী লিখেছেন : সুন্দর ও উপকারী আলোচনা, অনেক ভাল লাগলো। জাযাকাল্লাহ খইর।
০৬ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৬
195773
চিরবিদ্রোহী লিখেছেন :
সরি ভাই, ভূলে কুইক কমেন্ট পড়ে গেল। দুইটা ট্যাব একসাথে খুলেই ঝামেলা!!


ওনার এই মাহাত্মের কৃতি তো ছোটবেলা থেকেই শুনে আসছি। কিন্তু গতকাল এক বন্ধুর দেয়া লিঙ্কে দেখলাম আমু তে একজন খ্যাতনামা ব্লগার ওনার নিজ কর্ণ বিভাজনীত বর্ণনা দিয়ে বলেছেন- "শেখ কামালের নামে প্রচলিত এ সব কথাই ভূয়া। উনি নাকি এগুলোর ধারে কাছেও ছিলেন না।" এবং উনি নাকি নিজে স্বয়ং মেজর ডালিম ও গং দের কাছ থেকে শেখ কামালের চারিত্রিক সনদ হাসিল করেছেন!

০৭ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৩
195985
প্রেসিডেন্ট লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১২
251716
০৬ আগস্ট ২০১৪ রাত ১০:৫৪
সজল আহমেদ লিখেছেন : আসসালামু আলাইকুম ভাইয়া
আমার মা অপারেসন থিয়েটারে !!
প্লিজ ভাইয়া বেশি কিছু আপনার কাছে চাইবনা ,শুধু চাইব একটু দুআ!!
আমার মায়ের জন্য একটু আল্লাহ্'র কাছে দুআ করুন ।
০৭ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪২
195983
প্রেসিডেন্ট লিখেছেন : ওয়ালাইকুম সালাম। আল্লাহ আপনার মাকে সুস্থ করে নেক হায়াত দান করুন। আমিন।
১৩
251808
০৭ আগস্ট ২০১৪ সকাল ০৮:১৪
চোরাবালি লিখেছেন : পাপ বাপকেও ছাড়ে না; হয়তো আজ অথবা কাল কারো কারো হয়তো সে পরিননি বোঝার ক্ষমতা থাকে না। ভাল লাগল
০৭ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৩
195984
প্রেসিডেন্ট লিখেছেন : সময় আসিবে ফিরে....:Thinking :Thinking
১৪
251809
০৭ আগস্ট ২০১৪ সকাল ০৮:২৩
কাহাফ লিখেছেন : ১৫ই আগস্ট মালেক ভাইয়ের শাহাদাত দিবস।
০৭ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪১
195982
প্রেসিডেন্ট লিখেছেন : আল্লাহ উনাকে জান্নাতে উপযুক্ত মর্যাদা দান করুন।
১৫
251840
০৭ আগস্ট ২০১৪ সকাল ১০:০৫
কাহাফ লিখেছেন : আমিন.............।
১৬
251943
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১৮
হতভাগা লিখেছেন : এই সময় এরকম পোস্ট কেন দেন রে ভাই ?

জানেন এই ব্লগের উপর সবসময়ই একটা খড়গ ঝুলে থাকে । কিছু দিন একটু ঝামেলামুক্তভাবে ব্লগিং করতেছিলাম , তাও আপনাদের হাউ কাউতে আর পারা যাবে বলে মনে হয় না ।

ঐ দিকে তথ্য মন্ত্রনালয় আবার কি সব নিয়ন্ত্রন আইন বাইর করতেছে ....

ভাইরে , একটু রয়ে সয়ে ব্লগিং কইরেন ।
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৭
196112
প্রেসিডেন্ট লিখেছেন : হুম....
১৭
252805
১০ আগস্ট ২০১৪ সকাল ১১:০৫
ওয়াচডগ বিডি লিখেছেন : আগষ্ট মাসকে আখ্যায়িত করা হচ্ছে শোকের মাস হিসাবে। পাশাপাশি বাঙ্গালিকে বলা হচ্ছে কাঁদতে। ক্ষমতার মধু সরোবরে যারা বাস করেন তাদের হয়ত জানা নেই, দেশের ১৬ কোটি মানুষের জন্যে ১২টা মাসই এখন শোকের মাস। বিশেষ একট দিন নয়, বছরের ৩৬৫টা দিনই এখন কান্নার দিন। প্রতিদিন কেউ না কেউ, কোথাও না কোথাও খুন হচ্ছে। যারা খুন হচ্ছে তারাও কারও না কারও পিতা, মাতা, সন্তান, ভাই অথবা বোন। ।
১০ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৮
197002
প্রেসিডেন্ট লিখেছেন : এ পোস্টের সবচেয়ে দামি মন্তব্যটি আপনি করলেন। ধন্যবাদ এ সত্য উচ্চারণের জন্য।
১৮
253607
১২ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০৮
আহমদ মুসা লিখেছেন : ওয়াচডগ বিডি লিখেছেন : আগষ্ট মাসকে আখ্যায়িত করা হচ্ছে শোকের মাস হিসাবে। পাশাপাশি বাঙ্গালিকে বলা হচ্ছে কাঁদতে। ক্ষমতার মধু সরোবরে যারা বাস করেন তাদের হয়ত জানা নেই, দেশের ১৬ কোটি মানুষের জন্যে ১২টা মাসই এখন শোকের মাস। বিশেষ একট দিন নয়, বছরের ৩৬৫টা দিনই এখন কান্নার দিন। প্রতিদিন কেউ না কেউ, কোথাও না কোথাও খুন হচ্ছে। যারা খুন হচ্ছে তারাও কারও না কারও পিতা, মাতা, সন্তান, ভাই অথবা বোন। ।
১৯
253619
১২ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩৭
সায়িদ মাহমুদ লিখেছেন : অপস আসলেই খুব ট্রেজীক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File