বল বীর-চির উন্নত মম শির

লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ২৫ মে, ২০১৪, ০১:০২:৪৫ দুপুর



‌ ‘মহাবিদ্রোহী রণক্লান্ত

আমি সেইদিন হব শান্ত,

যবে উৎপীড়িতের ক্রন্দনরোল

আকাশে বাতাসে ধ্বনিবেনা,

অত্যাচারীর খড়গ কৃপাণ

ভীম রণ-ভূমে রণিবে না’


মহাগর্জনে এমন বিদ্রোহী সুর উচ্চারণের হিম্মত আর কয়জনের আছে?

আর কার আছে এমন বুকের পাঠা যে অত্যাচারী ফ্যাসিস্ট শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে উচ্চারণ করে?

‘কারার ঐ লৌহ-কপাট

ভেঙ্গে ফেল্ কর রে লোপাট রক্ত-জমাট..

.......................

লাথি মার, ভাঙরে তালা! যত সব বন্দী-শালায়-

আগুন জ্বালা, আগুন জ্বালা, ফেল্ উপাড়ি ॥’





শির উঁচু করে আর কয়জন বলেছে?

“বল বীর- বল উন্নত মম শির!

শির নেহারী' আমারি নতশির

ওই শিখর হিমাদ্রীর!”




হ্যা, যার কন্ঠে বেজেছে এমন শ্বাশত বিদ্রোহের সুর তিনি আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি বিশ্বের শ্রেষ্ঠ কবিদের অন্যতম। না শুধু কবি হিসেবেই সীমাবদ্ধ নয় এ অসাধারণ প্রতিভার পরিচয়। প্রেম, দ্রোহ ও মানবতামুক্তির মন্ত্র আওড়ে গেছেন কবিতা, গানে, উপন্যাস, গল্প, প্রবন্ধ ও চিঠিতে। শুধু সাহিত্যেও সীমাবদ্ধ নয় এ ক্ষণজন্মা প্রতিভাবান এর অবদান। তিনি ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক ও দার্শনিক। ব্রিটিশবিরোধী আন্দোলন করতে গিয়ে নির্যাতিত নিপীড়িত হয়েছেন কারার অন্ধপ্রকোষ্ঠে।





সৈনিক নজরুল

অসংখ্য কালজয়ী সৃষ্টিতে অমর হয়ে আছেন এ বিদ্রোহী নজরুল।



শিশুদের জন্যও তিনি লিখেছেন প্রচুর।

"আমি হব সকাল বেলার পাখি

সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি।

সুয্যি মামা জাগার আগে উঠব আমি জেগে,

‘হয়নি সকাল, ঘুমোও এখন', মা বলবেন রেগে....
..” এখনও শিশুদের মুখে মুখে।

কিংবা

“কাঠবেড়ালি! কাঠবেড়ালি! পেয়ারা তুমি খাও?

গুড়-মুড়ি খাও? দুধ-ভাত খাও? বাতাবি নেবু? লাউ?

বেড়াল-বাচ্চা? কুকুর-ছানা? তাও?-- - “



অসংখ্য মনোমুগ্ধকর সুরে বাংলাগান ও গজলকে তিনি করেছেন সমৃদ্ধ। যেখান কবির উঁচুমাত্রার দার্শনিক সত্ত্বার প্রকাশও ঘটেছে চরমভাবে।

আমার গানের মালা

আমি করব কারে দান


মালার ফুলে জড়িয়ে আছে

করুণ অভিমান

মালা করব কারে দান

চোখে মলিন কাজল রেখা

কন্ঠে কাঁদে কুহু কেকা

কপোলে যার অশ্রু রেখা

একা যাহার প্রান

শাঁখায় ছিল কাঁটার বেদন

মালায় শুচির জ্বালা

কন্ঠে দিতে সাহস না পাই

অভিশাপের মালা

বিরহে যার প্রেম- আরতি

আঁধার লোকের অরুন্ধতি

নাম না জানা সেই তপোতী

তার তরে এই গান

মালা করব তারে দান
।।”

“হারানো হিয়ার নিকুঞ্জ পথে

কুড়ায়ে ঝরা ফুল একেলা আমি

তুমি কেন হায় আসিলে হেথায়

সুখের স্বরগ হইতে নামি ।


চারিদিকে মোর উড়িছে কেবল

শুকানো পাতা মলীণ ফুলদ্বয়

বৃথাই সেথা হায় তব আঁখিজল

ছিটাও অবিরল দিবসযামী ।

এলে অবেলায় পথিক বেভুল

বিদিছে কাটা নাহি পাবে ফুল

কি দিয়ে বরণ করি ও চরণ

নিভিছে জীবন জীবনস্বামী ।


“নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল

ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল।।


ফুল যদি নিই তোমার হাতে

জল রবে গো নয়ন পাতে

অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল।।

মালা যখন গাঁথ তখন পাওয়ার সাধ যে জাগে

মোর বিরহে কাঁদ যখন আরও ভালো লাগে।

পেয়ে তোমায় যদি হারাই

দূরে দূরে থাকি গো তাই

ফুল ফোটায়ে যায় গো চলে চঞ্চল বুলবুল।।”




‘মোর প্রিয়া হবে এসো রাণী

দেব খোঁপায় তারার ফুল.......’


‘আমায় নহেগো ভালবাস শুধু ভালবাস মোর গান.......’

‘শাওনো রাতে যদি স্মরনে আসে মোরে

বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে......’




নজরুল এর কিছু অসাধারণ সাহিত্যকর্ম

কবিতা:

অগ্নিবীণা (১৯২২) • সঞ্চিতা (১৯২৫) • ফনীমনসা (১৯২৭) • চক্রবাক (১৯২৯) • সাতভাই চম্পা (১৯৩৩) • নির্ঝর (১৯৩৯) • নতুন চাঁদ (১৯৩৯) • মরুভাস্কর (১৯৫১) • সঞ্চয়ন (১৯৫৫) • নজরুল ইসলাম: ইসলামী কবিতা (১৯৮২)

কবিতা ও সংগীত:

দোলন-চাঁপা (১৯২৩) • বিষের বাঁশি (১৯২৪) • ভাঙ্গার গান (১৯২৪) • ছায়ানট (১৯২৫) • চিত্তনামা (১৯২৫) • সাম্যবাদী (১৯২৬) • পুবের হাওয়া (১৯২৬) • সর্বহারা (১৯২৬) • সিন্ধু হিন্দোল (১৯২৭) • জিঞ্জীর (১৯২৮) • প্রলয় শিখা (১৯৩০) • শেষ সওগাত (১৯৫৮) •

সংগীত:

বুলবুল (১৯২৮) • সন্ধ্যা (১৯২৯) • চোখের চাতক (১৯২৯) • নজরুল গীতিকা (১৯৩০) • নজরুল স্বরলিপি (১৯৩১) • চন্দ্রবিন্দু (১৯৩১) • সুরসাকী (১৯৩২) • বনগীতি (১৯৩১) • জুলফিকার (১৯৩১) • গুল বাগিচা (১৯৩৩) • গীতি শতদল (১৯৩৪) • সুর মুকুর (১৯৩৪) • গানের মালা (১৯৩৪) • স্বরলিপি (১৯৪৯) • বুলবুল দ্বিতীয় ভাগ (১৯৫২) • রাঙ্গা জবা (১৯৬৬) •

ছোট গল্প:

ব্যাথার দান (১৯২২) • রিক্তের বেদন (১৯২৫) • শিউলি মালা (১৯৩১) •

উপন্যাস:

বাঁধন হারা (১৯২৭) • মৃত্যুক্ষুধা (১৯৩০) • কুহেলিকা (১৯৩১) •

নাটক:

ঝিলিমিলি (১৯৩০) • আলেয়া (১৯৩১) • পুতুলের বিয়ে (১৯৩৩) • মধুমালা (১৯৬০) • ঝড় (১৯৬০) • পিলে পটকা পুতুলের বিয়ে (১৯৬৪) •

প্রবন্ধ এবং নিবন্ধ:

যুগবানী (১৯২৬) • ঝিঙ্গে ফুল (১৯২৬) • দুর্দিনের যাত্রী (১৯২৬) • রুদ্র মঙ্গল (১৯২৭) • ধুমকেতু (১৯৬১) •

অনুবাদ এবং বিবিধ:

রাজবন্দীর জবানবন্দী (১৯২৩) • দিওয়ানে হাফিজ (১৯৩০) • কাব্যে আমপারা (১৯৩৩) • মক্তব সাহিত্য (১৯৩৫) • রুবাইয়াতে ওমর খৈয়াম (১৯৫৮) • নজরুল রচনাবলী ১-৪ খন্ড (১৯৯৩) •

শহীদি ঈদ -

কাজী নজরুল ইসলাম


....................................

চাহি না ক গাভী দুম্বা উট,

কতটুকু দান? ও দান ঝুট।

চাই কোরবানি, চাই না দান।

রাখিতে ইজ্জত ইসলামের

শির চাই তোর, তোর ছেলের,

দেবে কি? কে আছ মুসলমান?

ওরে ফাঁকিবাজ, ফেরেব-বাজ,

আপনারে আর দিস্নে লাজ,-

গরু ঘুষ দিয়ে চাস্ সওয়াব?

যদিই রে তুই গরুর সাথ

পার হয়ে যাস পুলসেরাত,

কি দিবি মোহাম্মদে জওয়াব!

গরুরে করিলে সেরাত পার,

সন্তানে দিলে নরক নার

মায়া দোষে ছেয়ে গেল দোজখ।

কোরবানী দিলি গরু ছাগল

তাদেরই জীবন হ'ল সফল

পেয়েছে তারা বেহেশতলোক।

শুধু আপনারে বাঁচায় যে,

মুসলিম নহে, ভন্ড সে!

ইসলাম বলে - বাঁচ সবাই!

দাও কোরবানি জান্ ও মাল,

বেহেশ্ত তোমার কর হালাল।

স্বার্থপরের বেহেশ্ত নাই।


খেয়ে খেয়ে গোশ্ত রুটি তো খুব

হয়েছ খোদার খাসি বেকুব,

নিজেদের দাও কোরবানি।”

তিনি লিখেছেন,

'' ধর্মের পথে শহীদ যাহারা ,

আমরা সেই সে জাতি ।

সাম্য মৈত্রী এনেছি আমরা ,

বিশ্বে করেছি জ্ঞাতি ,

আমরা সেই সে জাতি ।”


'' বাজিছে দামামা , বাঁধরে আমামা

শির উঁচু করি মুসলমান ।

দাওয়াত এসেছে নয়া জামানার

ভাঙ্গা কিল্লায় ওড়ে নিশান ।''


এমন অসংখ্য কালজয়ী সৃষ্টিতে অমর হয়ে আছেন অগ্নি বীনার স্রষ্টা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ এ দিনে মহান আল্লাহর কাছে তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।

বিষয়: সাহিত্য

২৮৭৯ বার পঠিত, ৬১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

225925
২৫ মে ২০১৪ দুপুর ০১:০৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
225930
২৫ মে ২০১৪ দুপুর ০১:১৫
ভিশু লিখেছেন : নজরুল, আমার নজরুল!
খুব ভালো লাগ্লো...Happy Good Luck
২৫ মে ২০১৪ দুপুর ০২:৩৪
172961
প্রেসিডেন্ট লিখেছেন : ধন্যবাদ ভিশু ভাই
225936
২৫ মে ২০১৪ দুপুর ০১:২৬
শাহ আলম বাদশা লিখেছেন : এককথায় চমৎকার!! আমার মনের কথাই লিখেছেন!

নজরুল না হলে বাংলাদেশ ইসলামী সংগীতের ধারা চালু হতোনা--আমরা-মল্লিক্ক ভাইরাও লিখতাম না।

আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসে উপযুক্ত সম্মান দাও। আপনাকে অনেক ধন্যবাদ
২৫ মে ২০১৪ দুপুর ০২:৩৬
172967
প্রেসিডেন্ট লিখেছেন : আমিন।
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। কবি নজরুল ইসলাম আজ রাষ্ট্রীয়ভাবে উপেক্ষিত।
225937
২৫ মে ২০১৪ দুপুর ০১:২৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
225964
২৫ মে ২০১৪ দুপুর ০২:১৫
প্যারিস থেকে আমি লিখেছেন : যাক অবশেষে মডুদের ঘুম ভাংলো তারা অন্তত এই পোষ্টখানা স্টিকি করেছে। আমারতো মনে হয় এখন আর তারা বেশ পড়াশুনা বা দেখাশুনা করেনা।তাই দিনের পর দিন গেলেও পোষ্ট ষ্টিকি করেনা।
২৫ মে ২০১৪ দুপুর ০২:৪২
172973
জুলকারনাইন সাবাহ লিখেছেন : আমিও কিছুদিন থেকে তা-ই ভাবছিলাম যে, মডুরা বেড়াতে গেছেন হয়তো ব্লগ ছেড়ে। তবে এখন আছেন দেখে ভালো লাগলো।
২৫ মে ২০১৪ দুপুর ০২:৫৯
172986
প্রেসিডেন্ট লিখেছেন : :Thinking :Thinking :Thinking :Thinking <:-P <:-P <:-P <:-P
225968
২৫ মে ২০১৪ দুপুর ০২:১৮
চোরাবালি লিখেছেন : ভাল লাগলো দেখে
২৫ মে ২০১৪ দুপুর ০৩:০০
172987
প্রেসিডেন্ট লিখেছেন : ধন্যবাদ আপনাকে।Good Luck Good Luck
225971
২৫ মে ২০১৪ দুপুর ০২:২০
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : কবি নজরুলের অনেক তত্ব জানতে পারলাম।
২৫ মে ২০১৪ দুপুর ০৩:০১
172989
প্রেসিডেন্ট লিখেছেন : কবি নজরুল ইসলামকে আজ রাষ্ট্রীয়ভাবে উপেক্ষা করা হচ্ছে। রাষ্ট্র আজ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে সুচিত্রা সেন এর স্মৃতিরক্ষার নামে নর্তকীশালা বানাচ্ছে।
২৫ মে ২০১৪ বিকাল ০৫:১৪
173051
নোমান২৯ লিখেছেন :




রাষ্ট্রীয়ভাবে হেয় করা হচ্ছে । একদম ঠিক কথা । তবে যা একটু-আদটু সম্মান দেয়া হয় একান্তই পঁচানি ছাড়া আর কিছু না। Good Luck Good Luck
225980
২৫ মে ২০১৪ দুপুর ০২:৫৪
নেহায়েৎ লিখেছেন : ব্যাপক তথ্যবহুল লেখা। মডুদের অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পোষ্ট ষ্টিকি করার জন্য।
২৫ মে ২০১৪ দুপুর ০৩:৩৭
173013
প্রেসিডেন্ট লিখেছেন : সাথে থাকার জন্য ধন্যবাদ গ্রহণ করুন নেহায়েৎ ভ্রাতা।Angel Angel
225984
২৫ মে ২০১৪ দুপুর ০২:৫৮
আমীর আজম লিখেছেন : ভালো লাগল।
২৬ মে ২০১৪ বিকাল ০৪:০৩
173404
প্রেসিডেন্ট লিখেছেন : জাযাকাল্লাহ।
১০
225986
২৫ মে ২০১৪ দুপুর ০৩:০৪
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : নজরুল আমার প্রাণ নজরুল আমার অহংকার।
২৬ মে ২০১৪ বিকাল ০৪:০৪
173405
প্রেসিডেন্ট লিখেছেন : Good Luck Good Luck Good Luck
১১
225989
২৫ মে ২০১৪ দুপুর ০৩:০৮
আফরা লিখেছেন : আমার দেশের জাতীয় কবি নজরুল ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম ।এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
২৫ মে ২০১৪ দুপুর ০৩:৪০
173018
প্রেসিডেন্ট লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ মিস আফরা।
১২
225995
২৫ মে ২০১৪ দুপুর ০৩:১৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : এমন বিদ্রোহী সুর উচ্চারণের হিম্মত আর কয়জনের আছে?
আর কার আছে এমন বুকের পাঠা যে অত্যাচারী ফ্যাসিস্ট শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে উচ্চারণ করে?


‘কারার ঐ লৌহ-কপাট
ভেঙ্গে ফেল্ কর রে লোপাট রক্ত-জমাট..
লাথি মার, ভাঙরে তালা! যত সব বন্দী-শালায়-
আগুন জ্বালা, আগুন জ্বালা, ফেল্ উপাড়ি ॥’
২৫ মে ২০১৪ দুপুর ০৩:৩৮
173015
প্রেসিডেন্ট লিখেছেন : হুম।
আর কে আছে এমন শতযুবকের প্রাণশক্তিতের ভরপুর নওজোয়ান?
১৩
226001
২৫ মে ২০১৪ দুপুর ০৩:৩০
প্রবাসী মজুমদার লিখেছেন : কবিতার শব্দ যে এ্যাটমিক বোমার চেয়েও অনেকগুণ শক্তিশালী, নজরুল তা দেখিয়ে গেছেন। এ্যাটমিক বোমার রিএ্যাকশান কয়েক বছর থাকলেও নজরুলের এ্যাটমিক কবিতার তেজস্ক্রীয়ায় আজও অনেক যুবক বিস্ফোরিত হয়। আগুন জ্বালে বিদ্রোহী প্রাণে। ক্ষ্যাপে উঠে জীবন দেয়ার জন্য।

চেতনার এ কবিকে নিয়ে পোস্ট দেয়ার জন্য এ ব্লগের মহামান্য প্রেসিডেন্টকে ধন্যবাদ।
২৫ মে ২০১৪ দুপুর ০৩:৪০
173017
প্রেসিডেন্ট লিখেছেন : নজরুলের বিদ্রোহী সুরের কবিতাগুলি রক্তে আগুন ধরিয়ে দেয়। বজ্রকন্ঠে নজরুলের মত গর্জন করে ইচ্ছে হয় তছনছ করে ফেলি জালিমের মসনদ।
১৪
226011
২৫ মে ২০১৪ দুপুর ০৩:৪০
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমার অত্যন্ত প্রিয় কয়েকটি লাইন হচ্ছে
......
ঘুমিয়ে ক্বাজা করেছো ফজর
তখনও জাগনি যখন জোহর
হেলায় খেলায় কেটেছে আসর
মাগরিবের ঐ শুনি আজান
জামাতে শামীল হওরে এশাতে
এখনও জামাতে আছে স্থান ।
এই হৃদয়স্পর্শী কথামালা যিনি সাজিয়েছেন আজকে তাঁর জন্মদিন । হে আল্লাহ, প্রিয় নজরুলকে তুমি জান্নাতের বাগানের পাঁখি বানিয়ে দাও ।
২৫ মে ২০১৪ বিকাল ০৪:২৮
173031
প্রেসিডেন্ট লিখেছেন : আমিন।
১৫
226025
২৫ মে ২০১৪ বিকাল ০৪:০৫
ফাতিমা মারিয়াম লিখেছেন :


'ধর্মের পথে শহীদ যাহারা
আমরা সেই সে জাতি.....'

প্রিয়কবিকে নিয়ে লেখার জন্য আপনাকে ধন্যবাদ।
২৫ মে ২০১৪ বিকাল ০৪:২৮
173030
প্রেসিডেন্ট লিখেছেন : প্রিয় কবিকে আজ বিস্মৃত করার ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সচেতন হতে হবে।
১৬
226073
২৫ মে ২০১৪ বিকাল ০৫:১৬
নোমান২৯ লিখেছেন :






ভাল লাগ্লো । Good Luck Good Luck Rose Rose
স্টিকি পোস্টের জন্যি অভিনন্দন ।





২৬ মে ২০১৪ দুপুর ০৩:১৯
173372
প্রেসিডেন্ট লিখেছেন : ধন্যবাদ।Angel
১৭
226098
২৫ মে ২০১৪ বিকাল ০৫:৫৪
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো লিখাটি
২৬ মে ২০১৪ দুপুর ০৩:১৯
173374
প্রেসিডেন্ট লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।Good Luck
১৮
226105
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Rose Rose Good Luck Good Luck Rose Rose অন্নেক ভালো লাগলো Good Luck Good Luck যাজাকাল্লাহু খাইর।
২৬ মে ২০১৪ দুপুর ০৩:১৯
173375
প্রেসিডেন্ট লিখেছেন : ধন্যবাদ, বারাকামুল্লাহ ফিক।
১৯
226145
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এক বিশ্ববিদ্যালয় অধ্যাপক কবি লিখেছিলেন কবি নজরুল ইসলাম নাকি শুধু একজন পদ্যকার তার সৃষ্টির সামান্য অংশই নাকি কবিতা!! সেই অধ্যাপক নিজে কতবড় কবি ছিলেন জানিনা তবে তার কোন কবিতা সাধারন মানুষের মুখেমুখে চোখে পড়েনি। কিন্তু আমার তিন বছর বয়সি কন্যা যখন আমি হবো সকাল বেলার পাখি আবৃতি করে তখন বুঝাযায় নজরুল এর অবস্থান কোথায়। যদিও এই দেশের বাংলা ভাষায় অনার্স-মাষ্টার্স এর নজরুল কে প্রায় বাদ দিয়ে রাখা হয়েছে। আর এর পিছনে এই অধ্যাপকদের মত মানুষগুলি আছে।
এই আঁতেলদের শত চেষ্টাতেও নজরুল কখনই মুছে যাবেননা সাধারন মানুষের হৃদয় থেকে। তাকে স্মরন রাখার জন্য তার "রমজানের ওই রোজার শেষে" ই যথেষ্ট।
২৬ মে ২০১৪ দুপুর ০৩:২০
173376
প্রেসিডেন্ট লিখেছেন : ঠিক বলেছেন। তাদের অপচেষ্টা নজরুলকে মুছতে পারবেনা।Good Luck Good Luck Good Luck
২০
226169
২৫ মে ২০১৪ রাত ০৮:৩০
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : দুঃখ মিয়ার দুঃখ গোছাবার জন্য আজ মনে হচ্ছে হাজার হাজার দুঃখ মিয়ার জন্ম অইছে। যেন্ডে যা এ্যন্ডেই নতুন দুঃখ মিয়াদের পদচারণা।
২১
226172
২৫ মে ২০১৪ রাত ০৮:৪৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ তেমন আয়োজন দেখলাম না অতচ বিদেশী কবিদের জন্ম বলেন আর মৃত্যু আমাদের দেশের বেকুবের কি যে মায়া কান্না করে। হায়রে বেকুবের বেকুব।
অনেক ধন্যবাদ ভাইয়া Good Luck Rose
২৬ মে ২০১৪ দুপুর ০৩:২১
173378
প্রেসিডেন্ট লিখেছেন : অর্ধন্যাংটা সুচিত্রা সেন নিয়ে আমাদের মাতামাতি। নজরুলকে মুছে ফেলার ষড়যন্ত্র হচ্ছে যেটা সফল হবেনা ইনশাল্লাহ।
২২
226204
২৫ মে ২০১৪ রাত ১০:১১
চেয়ারম্যান লিখেছেন : বাংলাদেশে বর্তমান পর্গতিশীল সমাজে নজরুলকে সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না। এমনকি ইসলামপন্থীরা ও না।
নজরুলকে সবার কাছে আরো ভালোভাবে পৌছিয়ে দিতে হবে
২৬ মে ২০১৪ দুপুর ০৩:২১
173379
প্রেসিডেন্ট লিখেছেন : ঠিক বলেছেন। নজরুলকে অবহেলা করা হচ্ছে আজ জাতীয়ভাবে। আমাদের সচেতন হতে হবে।
২৩
226225
২৫ মে ২০১৪ রাত ১১:০০
আবু জারীর লিখেছেন : বাংলার জাতীয় কবি আজ বাংলা ভূমে দারুন ভাবে অবহেলিত। নজরুলের যথা যথ মূল্যায়ন এখন সময়ের দাবী।
ধন্যবাদ।
২৬ মে ২০১৪ বিকাল ০৪:০৩
173402
প্রেসিডেন্ট লিখেছেন : সুচিত্রা সেন এর মত অর্ধনগ্ন নর্তকীদের আজ প্রমোট করা হচ্ছে। নজরুলকে নিয়ে তাদের ভাবার সময় কোথায়?
২৪
226254
২৫ মে ২০১৪ রাত ১১:৫২
শহীদ ভাই লিখেছেন : কবি নজরুলেরর জীবনের শেষ অভি-ভাষন
আমাকে ভীষন নাড়া দেয়।
...............
.........

যেদিন আমি চলে যাব, সেদিন হয়ত বা বড় বড় সভা হবে। কত প্রশংসা কত কবিতা বেরুবে হয়ত আমার নামে। দেশপ্রেমী,ত্যাগী,বীর,বিদ্রোহী- বিশেষনের পর বিশেষন। টেবিল ভেঙে ফেলবে থাপ্পর মেরে। বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের প্রার্থ্য দিনে বন্ধু তুমি যেন যেও না। যদি পার চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোন একটি কথা স্মরণ কোর। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেষা ফুল পাও, সেইটিকে বুকে চেপে বোল বন্ধু আমি তোমায় পেয়েছি।

তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না,

কোলাহল করে সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না।

নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকী গন্ধবিধুর ধূপ।
২৬ মে ২০১৪ বিকাল ০৪:০৩
173403
প্রেসিডেন্ট লিখেছেন : অনেক ধন্যবাদ।
২৫
226264
২৬ মে ২০১৪ রাত ০১:১৬
ওয়াচডগ বিডি লিখেছেন : এই ধরনের একটা লেখা উপহার দেওয়ার জন্য লেখককে অসংখ্য ধন্যবাদ।
২৬ মে ২০১৪ বিকাল ০৪:০১
173400
প্রেসিডেন্ট লিখেছেন : আপনার শাণিত কলম হতেও সুন্দর সুন্দর লেখা চাই। চমৎকার লিখেন আপনি। এগিয়ে যান, শুভকামনা সবসময়। Good Luck Good Luck
২৬
226267
২৬ মে ২০১৪ রাত ০১:২৯
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : খুব ভাল লেগেছে। অনেক ধন্যবাদ।
২৬ মে ২০১৪ বিকাল ০৪:০১
173401
প্রেসিডেন্ট লিখেছেন : আপনাকেও Good Luck Good Luck
২৭
226275
২৬ মে ২০১৪ রাত ০২:২৬
আবু সাইফ লিখেছেন : প্রেসিডেন্টের উপযুক্ত কাজই করেছেন- Thumbs Up Rose
জাযাকাল্লাহ... Praying


২৬ মে ২০১৪ বিকাল ০৪:০০
173399
প্রেসিডেন্ট লিখেছেন : বারাকামুল্লাহ ফিক।
২৮
226328
২৬ মে ২০১৪ সকাল ১০:৩২
লোকমান লিখেছেন : আজ একজন বিদ্রোহী নজরুলের খুব বেশি প্রয়োজন।
২৬ মে ২০১৪ দুপুর ০৩:৫৯
173398
প্রেসিডেন্ট লিখেছেন : সত্যি খুব প্রয়োজন।
২৯
226418
২৬ মে ২০১৪ দুপুর ০৩:১৯
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : ‘মহাবিদ্রোহী রণক্লান্ত

আমি সেইদিন হব শান্ত,

যবে উৎপীড়িতের ক্রন্দনরোল

আকাশে বাতাসে ধ্বনিবেনা,

অত্যাচারীর খড়গ কৃপাণ

ভীম রণ-ভূমে রণিবে না’
২৬ মে ২০১৪ দুপুর ০৩:৫৮
173397
প্রেসিডেন্ট লিখেছেন :
মহাগর্জনে এমন বিদ্রোহী সুর উচ্চারণের হিম্মত আর কয়জনের আছে?
৩০
226434
২৬ মে ২০১৪ দুপুর ০৩:৪০
নিঝুমদ্বীপের রাজকন্যা লিখেছেন : অনেক অনেক ভালো লাগলো। শুকরিয়া।
২৬ মে ২০১৪ দুপুর ০৩:৫৮
173396
প্রেসিডেন্ট লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
৩১
370117
২৫ মে ২০১৬ রাত ১০:৫০
শেখের পোলা লিখেছেন : কলকাতার ওয়াসেল মোল্লার বিখ্যাত ডিপার্টমেন্টাল স্টোরের দো তলায় মিলাদের আয়োজন, আব্বাস উদ্দীন, নজরুল ইসলাম, শেরে বাংলাও সেখানে অনেকের মধ্যে উপবিষ্ট, মিলাদ শেষ, মিষ্টি বিতরণে শেষেই শেরে বাংলা দরাজ কলায় বললেন,'কিহে আব্বাস,চুপকরে কি বসেই থাকবে? হারমনিয়াম খানা ধরো। মৌলানারা মুখ চাওয়া চাওয়ি করছে। কিন্তু শেরা বাংলার সামনে কথা বলার সাহস ক' জনার থাকে? অগত্যা তারা চুপচাপ উঠে হাঁটা দিল। সিঁড়িতেই তাদের কানে গেল,'তোরা দেখেযা আমিনা মায়ের কোলে,মধু পুর্ণিমারই সেথা চাঁদ দোলে,' মৌলানারা ফিরে এলেন। (শেরে বাংলার জীবনী থেকে)
২৬ মে ২০১৬ সকাল ০৯:৩০
307165
প্রেসিডেন্ট লিখেছেন : সুন্দর তথ্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File