প্রসঙ্গঃ বেসরকারী মেডিকেল কলেজ; কি উৎপাদন করছে-ডাক্তার নাকি ডাকাত?
লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ২২ মে, ২০১৪, ০৪:২৬:২০ বিকাল
দুইদিন আগে বলেছিলাম ডাক্তার বনাম সাংঘাতিক(!) দ্বৈরথ এর কথা। আজ কিছু বিপরীত চিত্র আলোচনা করি। প্রাইভেট মেডিকেল কলেজসমূহ হতে কারা বর্তমানে ডাক্তার হচ্ছে?
যে পেশায় আগে শুধু অদম্য মেধাবীদের জয়জয়কার ছিল বর্তমানে সে পেশায় অস্বাভাবিক বাণিজ্যিকীকরণের ফাঁদে। মেধার স্থান দখল করেছে অর্থ। মাঝারী ও সাধারণ মেধার অনেক ছাত্র এখন পড়ছে এসব বেসরকারী মেডিকেল কলেজে।
একসময় বাংলাদেশে কোনো বেসরকারী মেডিকেল কলেজ ছিলনা। কালের পরিক্রমায় চট্টগ্রামে USTC তে সর্বপ্রথম এমবিবিএস ভর্তি শুধু করে। শুরু হতে USTC মান বজায় রাখতে সচেষ্ট ছিল। এখন কি অবস্থা জানিনা। বর্তমানে দেশে ৬২ টি বেসরকারী মেডিকেল কলেজ ও এক ডজনেরও বেশি বেসরকারী ডেন্টাল কলেজ রয়েছে ।
গুটিকয়েক ভালো প্রতিষ্ঠান ছাড়া অধিকাংশ বেসরকারী মেডিকেল কলেজ চিকিৎসক বানানোর নামে ভয়ংকর অর্থবাণিজ্য করছে। শুনে আশ্চর্য্য হবেন যে, ভর্তি পরীক্ষায় মাত্র ১০ নাম্বার পেয়েও কোনো কোনো প্রাইভেট মেডিকেল কলেজ এ ভর্তি হওয়া যায়। টাকার জোরে এসব স্থানে অনেক কিছু সম্ভব।
কেউ কেউ হয়তো বলবেন, এখনতো সমন্বিত ভর্তি পরীক্ষা হয়। হ্যা, সমন্বিত ভর্তি পরীক্ষা হয় বটে! প্রথম দিকের মেধাবী স্টুডেন্টরা সরকারী কলেজগুলোতে ভর্তি হয়। কিন্তু এরপর বেসরকারী কলেজগুলোতে চলে লবিং। টাকার জোরে, মন্ত্রীর দাপটে, মালিকের অর্থলোভের কারণে সেখানে নিয়মনীতিকে থোরাই কেয়ার করা হয়। ভর্তি পরীক্ষায় সিরিয়াল 98000+, পাশমার্কস ও পায়নি- এমন ছাত্রও টাকার জোরে নিয়মনীতিকে ভেংচি দিয়ে ভর্তি হয়ে যায়।
http://www.banglaexpress.com.bd/detail.php?id=17478&catid=61&subcat=81&subcat1=0
একবার ভাবুন, এরা ডাক্তার হলে চিকিৎসার কি হাল হবে? এদের অপচিকিৎসার দায় নিতে হচ্ছে সরকারী মেডিকেল কলেজসমূহ হতে পাশ করা অদম্য মেধাবীদেরও।
আজ সত্যি ভাবার সময় এসেছে- কোন পথে এদেশের চিকিৎসাব্যবস্থা? মেডিকেল শিক্ষাকে লাভজনক ব্যবসায় পরিণত করার পরিণতিতে ধীরে ধীরে কি ধ্বংস হচ্ছেনা চিকিৎসা সেবার মান? অতি সম্প্রতি কি এমন কিছু দৃশ্যায়িত হয়নি? এরা ডাক্তার নাকি ডাকাত?
এ ডাকাতদের অসদাচরণ ও অপচিকিৎসার দায় কেন বয়ে বেড়াতে হবে সৎ, মেধাবী, যোগ্য ও পেশাদার ডাক্তারদের?
আমাদের বোধোদয় হবে কবে?
বিষয়: বিবিধ
৩৪৭০ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খামোখা ভেজাল নিয়ে মাথামাথি না করে নতুনভাবে ভেজাল সৃষ্টির কোন পথ ও পন্থা আবিস্কার করতে পারেন কিনা চেষ্টা করেন।
ডাইরেক্ট টেরাই করলে পাবেন আসলটা।
শিক্ষা আজ বাণিজ্যে পরিণত হয়েছে।
আপনাদের মত মেধাবী ডাক্তারদের আজ চিকিৎসা পেশাটিকে ধ্বংসের হাত হতে রক্ষার দায়িত্ব নিতে হবে।
তবে কসাই শুধু বেসরকারি মেডিকেল নয় সরকারি মেডিকেল ও উৎপাদন করে।
বেসরকারীতে ২য় বিভাগ , ১০ নম্বর পেয়েও টাকা ঢাললেই সেখানে কসাই বিদ্যায় ঢোকা যায় ।
বেসরকারী অনেক মেডিকেল কলেজ এ নাকি টার্ম পরীক্ষা ও ফাইনাল পরীক্ষায়ও চলে টাকার খেলা।
মন্তব্য করতে লগইন করুন