এ ঐতিহাসিক দুর্লভ ভিডিওটি সংগ্রহে রাখতে কেউ ভুলবেননা

লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ২৯ এপ্রিল, ২০১৪, ১০:৩৯:১২ সকাল

স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্কের অবকাশ কি আদৌ আছে? একটি প্রতিষ্ঠিত সত্যকে বিতর্কিত করা হয়েছে অপ উদ্দেশ্যে। তাজউদ্দীন আহমদ তনয়া শারমিন আহমদ বোম ফাটিয়েছেন মাত্র কয়দিন আগে।

কিন্তু তার চেয়েও বড় বোমা স্বয়ং শেখ মুজিবের এই দুর্লভ ভিডিও যেখানে এ বিষয়ে তার সুস্পষ্ট বক্তব্য (নেতিবাচক) রয়েছে। ৭ই মার্চ এর ভাষণ এর কয়েকদিন পর স্বাধীনতার বিষয়ে সরাসরি প্রশ্নে উনি উত্তর দিয়েছিলেন- I don't mean that. (না দেখে মিস করবেননা, সংগ্রহে রাখুন এ বিরল ভিডিও)।

নিচের লিংক হতে ডাউনলোড করুন ভিডিওটি।

https://www.facebook.com/photo.php?v=10202033917555117&set=vb.1401707249&type=2&theater¬if_t=like

বিষয়: রাজনীতি

১৫১০ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214728
২৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : স্বাধিনতা ঘোষনা না দেয়া টা শেখ মুজিবুর রহমান এর অসন্মান নয় বরং সন্মান বৃদ্ধি করে একজন যুক্তিবাদি রাজনিতিবিন হিসেবে এবং পাকিস্তান ভাঙ্গার দায় থেকে মুক্তি দেয়। অথচ আওয়ামি লিগ এতই অন্ধ নিজেদের স্বার্থে শেখ মুজিবুর রহমানকে আসলে অপমান করতেও বাধেনা।
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০২
163535
প্রেসিডেন্ট লিখেছেন : অন্ধদের কাছে কুলা আর হাতির কান সমান কথারে ভাই। এরা বুঝতে চায়না।
214741
২৯ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৬
শিশির ভেজা ভোর লিখেছেন : সেভ করে রাখলাম ধন্যবাদ। মুল্যবান জিনিসে দিসেন ভাই।
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০২
163536
প্রেসিডেন্ট লিখেছেন : <:-P <:-P <:-P
214764
২৯ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৮
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০২
163537
প্রেসিডেন্ট লিখেছেন : সেভ করে রাখেন, কাজে লাগবে।
215033
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:১৩
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হেতের ভিডিডা সংগ্রাহ কইরা লাভ কি? তার পুরা জিন্দেহীই তো নোংরা। দশ বিশ সেকেন্ডের ভিডিও রেকর্ডে কি সে ফেরেস্তা অইয়া যাইবো?
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০২
163539
প্রেসিডেন্ট লিখেছেন : Tongue Tongue Tongue
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৩
163540
প্রেসিডেন্ট লিখেছেন : এত প্রমাণ থাকার পরেও গো-শাবকদের অহেতুক বাগাড়ম্বরে কান ঝালাপালা।
215087
২৯ এপ্রিল ২০১৪ রাত ১০:০৬
সবুজেরসিড়ি লিখেছেন : ধন্যবাদ শেয়ার করার জন্য সেভ করে রাখলাম . ..
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৩
163541
প্রেসিডেন্ট লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভ্রাতা!
215334
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
216093
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
সালমা লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File