সখী, চেতনা কাহারে বলে

লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ০৫ এপ্রিল, ২০১৪, ০৩:১৭:৪৫ দুপুর

সৌভাগ্য কি দূর্ভাগ্যক্রমে চেতনার এ উর্বর যুগে রবিবাবুর জন্ম হয়নি। তাহলে তাহার গানের কলি কিঞ্চিৎ বদলে যেত বৈকি!

তিনি হয়তো লিখতেনঃ

সখী, চেতনা কাহারে বলে। সখী, চেতনা কাহারে বলে ।

তোমরা যে বলো দিবস-রজনী ‘চেতনা’ ‘চেতনা’—

সখী, চেতনা কারে কয় ! সে কি কেবলই ভারতময় ।



চেতনাধারীদের চেতনা আবার সদা জাগরুক থাকেনা। তাহাদের সময় ‍সুযোগ ও সুবিধা মতো জাগিয়া উঠে, উথ্থিত হয় (যদিও তা হাফ ইঞ্চির বেশি নয়)। তবে বেশির ভাগ সময় নেতিয়ে পড়ে। এই উথ্থিত বা নেতিয়ে পড়ার বিষয়টি শীত গ্রীষ্ম বর্ষার উপর নির্ভর করেনা, তাহাদের সুযোগ সুবিধা ও স্বার্থের অনুকুল প্রতিকুলতার উপর ইহা নির্ভর করিয়া থাকে।

এই চেতনা বলেই আমাদের জাফর সাহেবরা ওয়েস্টার্ন কাহিনী কপি করে সায়েন্স ফিকশন নামে চালান। মতি আর মাহফুজ সাহেবরা ফটোশপ ছবি দিয়ে দাঙ্গা বাঁধিয়ে দেন। অমি পিয়ালরা শিয়ালের ভূমিকা নিয়ে নবনীতাদের মুরগী বানিয়ে শিকার করে। চেতনার ফেরী এভাবে চলতেই থাকে।

তাহাদের অনুসারীরা হাইকোর্ট এর সামনেও চেতনার প্রদর্শন করিয়া থাকেন অনেক কসরত এর পরেও যে চেতনার দৈর্ঘ্য অর্ধ ইঞ্চির বেশি প্রসারিত হয়না।



চেতনার কথা আর কি বলিব! অল্প কথায় বুঝিতে চাহিলে-

অন্তরে তাহাদের ভারত মাথা,

মুখে আওড়ায় চেতনার কথা।

কুকুরের গায়ে জাতীয় পতাকা,

চেতনা ইহারেই কহে

বুঝিনা সেটা মোরা যে বোকা!

বুকে জড়ায় ভারত মাতা,

ইহাই চেতনার ফাইনাল কথা।



বিষয়: রাজনীতি

২০৭১ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202743
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৩
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : Big Grin Big Grin Big Grin Big Grin বারে চেতনা দণ্ড এত ছোট কেনো? বাহির করতেই কষ্ট হচ্ছে
০৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৮
152268
প্রেসিডেন্ট লিখেছেন : Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone :Thinking :Thinking :Thinking Winking) Winking)
202754
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪০
শিশির ভেজা ভোর লিখেছেন : ভারত আর বাংলাদেশকে আমরা পৃথক করে দেখি না। কারণ স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান স্বীকার করলে তাদের পতাকা নিয়ে নাচানাচি করাটা দোষের কিছু নয়।
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৮
152258
হতভাগা লিখেছেন : বিজয় দিবসে আমরা জাতীয় পতাকার সাথে ভারতীয় পতাকাও উড়ানো উচিত , কারণ ভারত-পাকিস্তান যুদ্ধে(৩য়)ভারতের জয়লাভের ফলেই তো বাংলাদেশ নামক দেশের অভ্যুদয় হয়েছে পৃথিবীর মানচিত্রে ।
০৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৯
152269
প্রেসিডেন্ট লিখেছেন : হুম।
202757
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চেতনা প্রদর্শন করিয়া তাহারা সকলকে অচেতন রাখিতে চেষ্টা করে।
কিন্তু চেতনা প্রদর্শন করিতে গিয়া প্রমান করিল আসলে তাহাদের চেতনায় ভারত মাতা ভিন্ন কেহ নাই।
০৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৯
152270
প্রেসিডেন্ট লিখেছেন : অতীব সত্য কথা। ইহা ভিন্ন তাহাদের চেতনায় আর কিছুই নাই।
202762
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৫
হতভাগা লিখেছেন : ধরে নিন , জয়শ্রী দিদিমনি ভারত আর তারা কুকুরটা হল বাংলাদেশ ।

কি পরম মমতায় উনি তার পোষা কুকুরকে আগলে রেখেছেন !
০৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১০
152271
প্রেসিডেন্ট লিখেছেন : ঘটনা তাহাই বটে!
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
152314
মুক্ত কন্ঠ লিখেছেন : ঠিক বলেছেন। এদের মনোভাব এমনই।।
202833
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০১
মেরাজ লিখেছেন : বল হরি বল
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১০
152313
প্রেসিডেন্ট লিখেছেন : <:-P <:-P <:-P
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৭
153114
ভিশু লিখেছেন : Smug
202852
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২২
মু নূরনবী লিখেছেন : চেতনাময়!
০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪৮
152547
প্রেসিডেন্ট লিখেছেন : <:-P <:-P Clown Clown
202853
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
মুক্ত কন্ঠ লিখেছেন : জয়শ্রিকে দেখে আমার চেতনা জাগিয়া উঠিতেছে। তবে আধ ইঞ্চি নয় ৫ ইঞ্চি প্রসার লাভ করিয়াছে।
০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪৯
152548
প্রেসিডেন্ট লিখেছেন : আস্তাগফিরুল্লাহ!Tongue
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৮
152606
মুক্ত কন্ঠ লিখেছেন : কিরে ভাই আমাকে যৌন রোগী মনে হয় নাকি? এমন আকর্ষনীয় দৈহিক উপস্থাপনা দেখেও আমার চেতনা জাগবেনা? Tongue Winking
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৮
152607
মুক্ত কন্ঠ লিখেছেন : কিরে ভাই আমাকে যৌন রোগী মনে হয় নাকি? এমন আকর্ষনীয় দৈহিক উপস্থাপনা দেখেও আমার চেতনা জাগবেনা? Tongue Winking
202970
০৫ এপ্রিল ২০১৪ রাত ১০:১৩
নীল জোছনা লিখেছেন : এক কথায় অসাম হয়েছে অসাম...
০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪৯
152549
প্রেসিডেন্ট লিখেছেন : ধন্যবাদ নিন হে ভ্রাতা!
203006
০৫ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : চেতনার পাড়া তেনা দিয়া ওহাদের আসল জিনিসটা অর্থাৎ ভণ্ডামীটা প্রকাশিত হয়ে পড়ে...চেতনা কেবলই যাতনাময়...হেতেদের চেতনা বিশেষ কারণে যাতনা করে
০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫০
152550
প্রেসিডেন্ট লিখেছেন : অতীব সত্যি কথা কহিয়াছেন ভ্রাতা!
১০
203055
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:৩২
মাটিরলাঠি লিখেছেন :
সঠিক কথাটাই বলেছেনঃ "চেতনা কারে কয়! সে কেবলই ভারতময়।"
০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫০
152551
প্রেসিডেন্ট লিখেছেন : অতীব সত্যি কথা!
১১
203903
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৭
ভিশু লিখেছেন : Chatterbox
Waiting
I Don't Want To See
Day Dreaming
০৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:১২
153382
প্রেসিডেন্ট লিখেছেন : Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone <:-P <:-P
১২
207047
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৪০
প্রবাসী মজুমদার লিখেছেন : অন্তরে তাহাদের ভারত মাথা,
মুখে আওড়ায় চেতনার কথা।
কুকুরের গায়ে জাতীয় পতাকা,
চেতনা ইহারেই কহে
বুঝিনা সেটা মোরা যে বোকা!
বুকে জড়ায় ভারত মাতা,
ইহাই চেতনার ফাইনাল কথা।

অাভিজাত্য ও ঐতিজ্যহীন পরিবার থেকে সন্ত্রাসের মাধ্যমে উঠে আসা এসব নেতা মন্ত্রী থেকে এর চেয়ে বেশী কিছু আশা করা যায়না। স্বার্থের মোহে মিছে দেশপ্রেম দেখিয়ে এদেশের মানুষদের বোকা বানিয়ে পারিবারিক তন্ত্র যেন সব শেষ করে দিয়েছে। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File