ধূমপান ছেড়ে দিন, ফুলের সৌরভ নিন

লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ২৯ মার্চ, ২০১৪, ০১:০৭:২৬ দুপুর

“ধূমপান ছেড়ে দিন, ফুলের সৌরভ নিন” এ শ্লোগানকে সামনে রেখে গতকাল ২৮/০২/২০১৪ ইং তারিখে কমিউনিটি ব্লগারস’ ফোরাম কর্তৃক জাতীয় প্রেসক্লাব এর সামনে অনুষ্ঠিত হয়ে গেল ধূমপান বিরোধী অভিনব প্রচারণা ও মানববন্ধন।

সকাল ৮.০০ ঘটিকা হতেই প্রস্তুতি শুরু হয়ে যায়। প্রস্তুতি পর্ব শেষে সুন্দর শ্লোগানটি মুদ্রিত টি শার্ট পরিধান করে সকলে সকাল ৯.০০ টায় প্রচারণা ও মানববন্ধন এর কাজ শুরু করে দেন।

প্রথমে মানববন্ধনে উপস্থিত সকলে একে একে “ধূমপান ছেড়ে দিন, ফুলের সৌরভ নিন” শ্লোগানটি উচ্চারণ করে কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করেন।

এরপর কমিউনিটি ব্লগারস’ ফোরাম এর সদস্য সচিব এম. ওহিদুল ইসলাম(শ্যামল) এ কর্মসূচীর যৌক্তিকতা তুলে ধরেন এভাবে-

“ধূমপান এর মত মারাত্মক ক্ষতিকর অভ্যাস প্রতিরোধে যুগোপযোগী আইন প্রনয়ণের পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ ও জনসচেতনতার বিকল্প নেই। জনসচেতনতার অংশ হিসেবেই আজ কমিউনিটি ব্লগারস’ ফোরাম ‘ধূমপান ছেড়ে দিন, ফুলের সৌরভ নিন’ শ্লোগানে ধূমপানের বিরুদ্ধে প্রচারণায় নেমেছে। ফুলের সৌরভে হর্ষোৎফুল চিত্তে মনপ্রাণ আনন্দ নৃত্যে জেগে ওঠে আমাদেরকে ধূমপান এর মত বদঅভ্যাস ত্যাগ করে কল্যাণকর কিছু করার প্রেরণা যোগাবে।

ইতিমধ্যে সিবিএফ এর সম্মানিত সদস্যবৃন্দ সকলকে ফুল দিয়ে ধূমপানের বিরুদ্ধে প্রচারণায় নামেন। ফুল দেয়ার পাশাপাশি জনগণকে ধূমপানের কুফল ও ক্ষতিকর দিকসমূহ তুলে ধরেন তাঁরা।

ফুল দেয়া হয় বাস যাত্রী, বাস চালক, সহকারী, রিক্সা চালক, রিক্সাযাত্রী ও সেখানে উপস্থিত সকলকে। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্যরাও বাদ যাননি ফুল প্রাপ্তি হতে। সকলে আনন্দ চিত্তে ফুল গ্রহণ করেন ও এ সুন্দর কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করেন।

কিছু ছবি-

ফুল পেয়ে আনন্দিত রিক্সাচালক ভায়েরা। এক রিক্সাচালক ওয়াদা করলেন আজই ধূমপান ত্যাগ করবেন।





ফুল পেয়ে রিক্সাযাত্রী বোনটি খুব খুশী।



পুলিশ ভাইয়েরাও আমাদের ফুল আনন্দচিত্তে গ্রহণ করলেন ও সুন্দর কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষণা করে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন।







পথচারী এই বয়োবৃদ্ধ ব্যক্তিটিও আমাদের সুন্দর কর্মসূচী দেখে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নিলেন।



উপস্থাপনার ফাঁকে স্বরচিত ছড়া পাঠ করলেন এম. ওহিদুল ইসলাম (শ্যামল)----------



ধূমপান ছেড়ে দিন,

ফুলের সৌরভ নিন

আর নয় বিষপান,

ছেড়ে দিন ধূমপান।


কেন শুধু অপচয়,

মিছেমিছি জীবনক্ষয়

বদঅভ্যাস ছাড়িয়ে বিবেকের হোক জয়,

অপচয় এড়িয়ে করবো সঞ্চয়।

বিষাক্ত ধোঁয়ায় নষ্ট পরিবেশ,

নির্মল বায়ূ চাই, দূষণমুক্ত বাংলাদেশ।

পরিবারে হাহাকার,

ফুসফুসে ক্যান্সার

জীবনটা ছারখার।

ধূমপান ছেড়ে ফুল কিনি,

রোমান্স মনে রিনিঝিনি।

ফুলের সৌরভে হর্ষোৎফুল চিত্তে,

জেগে উঠে মনপ্রাণ আনন্দ নৃত্যে।

ছেড়ে দেব ধূমপান আজ হতে করি পণ,

ধূমপানের টাকায় হবে দারিদ্র্য বিমোচন।


সিবিএফ এর জন্য সুদূর কাতার হতে ছড়া পাঠিয়েছেন বিশিষ্ট ছড়াকার সৈয়দ আহমেদ হাবীব (বাকপ্রবাস) ও দুবাই হতে মোহাম্মদ জামাল উদ্দিন।

তাঁদের রচিত ছড়া পাঠ করছেন আরেক ছড়াকার ও কবি আবদুল মাজেদ।



সিবিএফ এর আহবায়ক জনাব আলিফ রশিদ বাহাদুর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। ধূমপানের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষতি আলোচনার পাশাপাশি তিনি বলেন, “আমরা স্মার্ট, আমরা ধূমপান করিনা। ধূমপান কোনো স্টাইল নয়, কোনো ফ্যাশন নয়। যারা আধুনিকতার সংজ্ঞা জানেনা, তারাই আধুনিকতার নামে ধূমপান করে।”



বক্তব্য দিচ্ছেন মাসিক কারেন্ট নিউজ এর সম্পাদক নাঈম ইসলাম।



বক্তব্য দিচ্ছেন আলোর মিনার এর সম্পাদক মাওলানা ইসহাক খান।



প্রকৌশলী, আইনজীবি, চিকিৎসক, আলেমসমাজ ও ফার্মাসিস্ট সহ বিভিন্ন পেশাজীবি এই মহতী উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।









আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে অংশ নিলেন ভাসানী ন্যাপ এর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Daily New Nation এর সাবেক Editor মোস্তফা কামাল মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল মজুমদার বলেন, ধূমপানে স্বাস্থ্য ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে। অনেকেই বলেন, আমি তো ধূমপান করি কিন্তু আমার তো ক্যান্সার হয়নি। কথাটি সঠিক নয়, ধূমপান ধীরে ধীরে ক্যান্সারসহ নানান রোগের জন্ম দেয়। তিনি আরো বলেন, বিভিন্ন সামাজিক সংগঠনের আন্দোলনের প্রেক্ষিতে সরকার তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করলেও বাস্তবে এর প্রয়োগ নেই। এই জন্যই সামাজিক সচেতনতা প্রয়োজন বলেও মন্তব্য করেন মোস্তফা কামাল।

মানববন্ধনের আরো কিছু ছবি-







Community Bloggers' Forum (কমিউনিটি ব্লগারস’ ফোরাম) এর ফেসবুক পেইজ-

https://www.facebook.com/bdcbf

যে সকল প্রিন্ট মিডিয়ায় সিবিএফ এর মানববন্ধন এর খবর ও ছবি প্রকাশিত হয়েছে।

-দৈনিক সকালের খবর, দৈনিক অর্থনীতি প্রতিদিন, Daily New Nation, Daily Independent, দৈনিক সংগ্রাম, দৈনিক সংবাদ, দৈনিক ভোরের ডাক ও দৈনিক ভোরের পাতা।

এছাড়া এক ডজনেরও বেশি অনলাইন নিউজ পোর্টাল ছবিসহ সংবাদ প্রচার করেছে।

মানববন্ধনে ব্যবহৃত বিভিন্ন ব্যনার ও ফেস্টুন।













কয়েকটি লিংকঃ

http://www.shokalerkhabor.com/2014/03/29/index.html

http://arthonitiprotidin.com/2014/03/29/ধূমপানবিরোধী-মানববন্ধন/

http://primenews.com.bd/bangla/details/60828

http://www.durbarnews24.com/national/details/8262.html

http://www.risingbd.com/l/detailsnews.php?nssl=5db413912b703e46bc1aaee48504bfae&nttl=2803201443641

http://www.munshiganjtimes.com/কমিউনিটি-ব্লগারস-ফোরাম-স/

http://www.sheershanews.com/2014/03/28/30879

http://dhakareport24.com/dhaka/2014/03/28/18087

http://www.atntimes.com/archives/107074

http://www.banglamail24.com/bmdist/index.php?view=details&dist=dhaka&data=Cook&news_id=83770

সকাল ১০ টা ২০ মিনিটে সিবিএফ এর আহবায়ক আলিফ রশিদ বাহাদুর সবাইকে ধন্যবাদ জানিয়ে সফল কর্মসূচীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

দেশকে ও দেশের মানুষকে ভালবাসুন। জনকল্যাণে আপনিও এগিয়ে আসুন। সিবিএফ এর সাথেই থাকুন।

বিষয়: বিবিধ

১৮৮১ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199661
২৯ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৬
আবু জারীর লিখেছেন : এক অসাধারণ আয়োজন। সিবিএফকে আন্তরিক শুভেচ্ছা।
২৯ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৯
149337
প্রেসিডেন্ট লিখেছেন : আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে আসলে সিবিএফ এর সাথে পরিচিত হয়ে যাবেন। অগ্রিম দাওয়াত।
199667
২৯ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৬
মাই নেম ইজ খান লিখেছেন : সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মোবারকবাদ।

উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবাদন মনে হচ্ছে।

সিবিএফ ভবিষ্যতেও এমন আরো সামাজিক ও বুদ্ধিবৃত্তিক কর্মসূচী হাতে নিবে ও সফল করে দেশ-জাতীর হৃদয়ে স্থান করে নিবে এই প্রত্যাশা করছি।

199670
২৯ মার্চ ২০১৪ দুপুর ০১:৫০
মাই নেম ইজ খান লিখেছেন : প্রেসিডেন্ট ভাই কিংবা বাংলার দামাল সন্তান এর সিবিএফ সংক্রান্ত যে কোনো একটি পোষ্ট ষ্টিকি করার অনুরোধ করছি।
199671
২৯ মার্চ ২০১৪ দুপুর ০১:৫১
নেহায়েৎ লিখেছেন : যে ফুল কুঁড়ি হতে ফুটবার আগেই সুবাস ছড়ায়, ভোর হওয়ার আগেই যেটা সৌন্দর্য ছড়ায়, সেই একদিন বিকশিত হয়ে ভাল ফল বয়ে আনবে ইনশা আল্লাহ।
199673
২৯ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৩
মেরাজ লিখেছেন : এক কথায় চমৎকার, এভাবে যদি দেশের প্রতিটি তরুন তরুনী এগিয়ে আসে সমাজটা অল্প কয়েক দিনেই পাল্টে যাবে, মানুষের সচেতনতা ফিরিয়ে আনার এই প্রয়াস সারাটি বছর জারি থাকে এই কামনা রইলো।
আমরা তোমাদের উত্তর উত্তর সফলতা এবং নিরলস চেষ্টার জন্য প্রার্থনাও করি।
199678
২৯ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ। দেশকে ও দেশের মানুষকে ভালবাসুন। জনকল্যাণে আপনিও এগিয়ে আসুন। সিবিএফ এর সাথেই থাকুন।
199682
২৯ মার্চ ২০১৪ দুপুর ০২:০৩
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ভালো লাগলো
২৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪২
149406
বাংলার দামাল সন্তান লিখেছেন : দেশের মানুষকে ভালবাসুন। জনকল্যাণে আপনিও এগিয়ে আসুন। সিবিএফ এর সাথেই থাকুন।
199693
২৯ মার্চ ২০১৪ দুপুর ০২:১১
egypt12 লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌ সিবিএফ এগিয়ে যাক এই কামনা রইল...
২৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৩
149407
বাংলার দামাল সন্তান লিখেছেন : দেশের মানুষকে ভালবাসুন। জনকল্যাণে আপনিও এগিয়ে আসুন। সিবিএফ এর সাথেই থাকুন।
199702
২৯ মার্চ ২০১৪ দুপুর ০২:৩২
আহমদ মুসা লিখেছেন : অনেক ভাল একটি উদ্যেগ। সিবিএফ'র এ জাতীয় কর্মসূচীর মাধ্যমে গনসচেতনতা সৃষ্টির মাধ্যমে আমাদের সমাজ জীবন ও মানুষের দৈন্দিন জীবনের বিভিন্ন অসংগতিগুলোর তুলে ধরে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য জনগনখে উৎসাহ দেয়ার এই মহতী উদ্যেগকে সু-স্বাগতম জানাই। এসব ভাল ভাল কর্মসূচী পালন ও বাস্তবায়নের জন্য সরকারী ও বেসরকারীভাবে স্বজ্জন ব্যক্তিদের উদার হস্তে এগিয়ে আসা উচিত। আমার অত্যন্ত আগ্রহ ছিল এরকম একটি প্রোগ্রামে শরীক হয়ে একজন সচেতন নাগরিক হিসেবে পরিচয় দেয়ার। ব্যস্ততা ও কিছু ব্যক্তগত সমস্যার কারণে উপস্থিত থাকতে পারিনি বলে খুবই খারাপ লাগছে।
মানববন্ধনে উপস্থিত সংশ্লিষ্ট সব ব্লগার ও লেখকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
২৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৩
149408
বাংলার দামাল সন্তান লিখেছেন : দেশের মানুষকে ভালবাসুন। জনকল্যাণে আপনিও এগিয়ে আসুন। সিবিএফ এর সাথেই থাকুন।
১০
199704
২৯ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সিবিএফের মনোগ্রামের জ্বলচাপ মাইরা কত্ত সুন্দুর সুন্দুর টি শার্ট পইড়া এভাবে মানববন্ধন করার মজাই আলাদা। আমারে যদি টি শার্টের পরিবর্তে এক্কান গোল্ডলিফ সিগারেটের কার্টুন উপহার দিতো তাইলে মুইও মানবন্ধনে শরীক হইবার চেষ্টা করতুম।
২৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৩
149409
বাংলার দামাল সন্তান লিখেছেন : দেশের মানুষকে ভালবাসুন। জনকল্যাণে আপনিও এগিয়ে আসুন। সিবিএফ এর সাথেই থাকুন।
১১
199711
২৯ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৮
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৩
149410
বাংলার দামাল সন্তান লিখেছেন : দেশের মানুষকে ভালবাসুন। জনকল্যাণে আপনিও এগিয়ে আসুন। সিবিএফ এর সাথেই থাকুন।
১২
199719
২৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৩
জেদ্দাবাসী লিখেছেন : সুন্দর আয়োজনের জন্য সিবিএফের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মোবারকবাদ।
২৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৩
149411
বাংলার দামাল সন্তান লিখেছেন : দেশের মানুষকে ভালবাসুন। জনকল্যাণে আপনিও এগিয়ে আসুন। সিবিএফ এর সাথেই থাকুন।
১৩
199732
২৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:২০
আবু তাহের মিয়াজী লিখেছেন : এখানে একমাত্র বাহারভাই ছাড়া আর একজনকে ও চিনিনা। অথচ আমরা একে অপরকে মন থেকে কতইনা ভালোবাসি। যাহক আমার প্রনপ্রিয় সব ব্লগারদের জন্য প্রনঢালা অভিনন্দন ও শুভকামনা। Rose Rose
২৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৩
149412
বাংলার দামাল সন্তান লিখেছেন : দেশের মানুষকে ভালবাসুন। জনকল্যাণে আপনিও এগিয়ে আসুন। সিবিএফ এর সাথেই থাকুন।
১৪
199741
২৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই সুন্দর অনুষ্ঠানটিতে অংশ নিতে না পেরে নিজেক দুর্ভাগ্যবান মনে হচ্ছে। সিবিএফ এর প্রথম উদ্যোগ আল্লাহর রহমতে সফল হয়েছে। এই সাফল্য যেন বজায় থাকে সেই চেষ্টা করতে হবে আমাদের সকলের। ফুলের সৈীরভে সুরভিত হোক আমাদের সকলের জিবন।
১৫
199762
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:১২
শিশির ভেজা ভোর লিখেছেন : সাবাস সাবাস তোমরাই পারবে
১৬
199774
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৬
ভিশু লিখেছেন : চমৎকার উদ্যোগ!
খুব ভালো লাগ্লো...Happy Good Luck
এগিয়ে চলুন... Loser Praying
১৭
199777
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৯
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : সিবিএফের জন্য অনেক শুভ কামনা রইল।
১৮
199835
২৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
আবু আশফাক লিখেছেন : এতো সুন্দর একটি আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। সিবিএফ'র প্রথম কেন্দ্রীয় মানববন্ধন হোক এগিয়ে যাবার অনুপ্রেরণা।
১৯
199917
২৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার উদ্যোগ Thumbs Up

সিবিএফ এগিয়ে চলুক Praying
২০
199934
২৯ মার্চ ২০১৪ রাত ০৮:১৩
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : দৈনিক সংবাদ আমার মনের কথাটিই শিরোনাম করেছে ।
Roseতামাক নিয়ন্ত্রণ আইন হয়েছে কিন্তু বাস্তবে প্রয়োগ নেই Rose
সুদুর চট্টগ্রাম থেকে গিয়ে রাজধানীর দূর্ধান্ত ব্লগার, অনলাইন এক্টিভিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবি, ইঞ্জিনিয়ার, লেখকদের সাথে একটি জাতীয় সমস্যার উপর সচেতন মূলক ক্যাম্পেইনে অংশগ্রহন করতে পেরে নিজেকে ধন্য মনে হয়েছে।
জাতীয় প্রেস ক্লাব চত্তর যেন গোলাপে গোলাপে সুরোভিত একটি কাননে পরিনত হয়েছিল ২৮মার্চ’১৪ইং শুক্রবার ।
আজকে সকালে দৈনিক সংবাদ=৪র্থ পৃষ্টার ১ম কলাম।
দৈনিক ভোরেরপাতা=শেষ পাতার ৪র্থ কলাম।
দৈনিক সংগ্রাম=৩য় পৃষ্টার ৬ষ্ট কলাম ।
দৈনিক অর্থনীতি প্রতিদিন=শেষ পৃষ্টার ১ম কলাম।
The independent=৯ম পৃষ্টার ২য় কলাম।
The New Nation=১১পৃষ্টার ৪র্থ কলাম।
উপরোক্ত পত্রিকায় সিবিএফ এর ধূমপান বিরুধী ক্যাম্পেইনের খবর দেখে অনেক ভাল লেগেছে।
নিউজটি ১২/১৪টি অনলাইন নিউজ পোর্টাল প্রচার করেছে ।
আমি সকল পত্রিকা ও নিউজ পোর্টাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।
সেই সাথে যারা উক্ত মহতী অনুষ্ঠানে কষ্ট করে অংশগ্রহন করেছেন, কষ্ট করেছেন
সময় ও শ্রম দিয়ে, ত্যাগ স্বীকার করেছেন টাকা দিয়ে, মিডিয়া পার্টনার হয়েছেন,
স্পন্সর হয়েছেন, সম্মানীত মেহমানবৃন্দ কষ্ট করে উপস্থিত হয়েছেন আমি
কমিউনিটি ব্লগারস ফোরাম (সিবিএফ) এর পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ
আর কোন কোন পত্রিকায় এসেছে জানালে খুশি হবো।
আর কোন কোন পত্রিকায় এসেছে জানালে খুশি হবো । Thumbs Up Thumbs Up
২৯ মার্চ ২০১৪ রাত ০৯:৪৭
149634
ইকুইকবাল লিখেছেন : আপনার মন্তব্যতে খুব হেপী
২১
199988
২৯ মার্চ ২০১৪ রাত ০৯:৫১
ইকুইকবাল লিখেছেন : খুব সুন্দর একটি কর্মকান্ড উপভোগ করলাম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File