মতিশপ থুক্কু ফটোশপীয় কান্ড কারখানা (লুংগীর গিট্টু টাইট কইরা বাইন্ধা লন)।

লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ১০ মার্চ, ২০১৪, ০৪:২৯:২৭ বিকাল

হাসিতে হাসিতে লুংগীর গিট্টু খুলিয়া ইজ্জত হানি ঘটিতে পারে। তাই কইছিলাম আগেই ভালো মতো গিট্টু দিয়া লন।

এইবার শুরুতে মতিশপ সফটওয়্যারটা ইনস্টল করে নিতে পারেন।



মতি মিয়া এর আগে কয়েকটা মতিশপ দিয়া পার পাইয়া গেছিল। ধরা পইরাও বেহায়ার লজ্জা হইলোনা। এবার তারেক রহমানকে নিয়ে মতিশপ করতে গিয়ে নগদে কট।

শুনেন আমাগো একেএম ওয়াহিদুজ্জামান স্যার এর লেখনীতে এক্কেবারে সব ধাপের পর্যায়ক্রমিক ছবিসহ।

আপনার অপদার্থ দানা নেতাটি মদ্যপান করে গাড়ি চালিয়ে আমেরিকাতে ধরা পড়ে জেল খেটেছে? এখন অন্য দলের জনপ্রিয় নেতাকে সেই পর্যায়ে নামিয়ে আনতে চান? তাহলে নীচের ধাপগুলো অনুসরণ করুন:

১/ প্রথমে তুরষ্কের একটি নাইটক্লাবের ছবি জোগাড় করুন; [১]



২/ এবার এবার মতিশপ থুক্কু ফটোশপ ব্যবহার করে ছবিটির হরাইজন্টাল মিরর ইমেজ তৈরী করুন; [২]



৩/ এরপর যে নেতার চরিত্র হনন করে আপনার মদারু নেতার সমপর্যায়ে আনতে চান সেই নেতার তৃণমূল সমাবেশ থেকে একটি ছবি যোগাড় করুন। [৩]



৪/ এখন নাইট ক্লাবের ছবিটিকে সুবিধামত ক্রপ করুন। [৪]



৫/ নাইট ক্লাবের ছবিতে থাকা কোন দাঁড়ি ওয়ালা লোককে সনাক্ত করুন। এটা খুবই জরুরী স্টেপ, কারণ এর উপর নির্ভর করছে একই ঢিলে ইসলাম ধর্ম এবং জনপ্রিয় নেতাকে হেয় করার বিষয়টি। প্রয়োজনে নির্মলেন্দু গুণ বা রবীন্দ্রনাথের ছবি ব্যবহার করুন কিন্তু দাড়ী থাকতে হবে। টুপিসহ যোগাড় করতে পারলে তো সোনায় সোহাগা। [৫]



৬/ এইবার দাড়িওয়ালা লোকটির মুখ কেটে ফটোশপের মাধ্যমে ঐ জনপ্রিয় রাজনৈতিক নেতার মুখ বসান। [৬]



৭/ এবার এডিট করা ছবিটিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিন। [৭]



৮/ আপনার ক্রোমোজমে কুকুরের জিন থাকলে শিরোনাম দিন, "সহীহ হেফাজতি, জামায়াতি কায়দায় জীবন উপভোগ করছেন ....." আর যদি ভারতীয় গরুর জিন থাকে তাহলে শিরোনাম দিন, "সোশ্যাল মিডিয়ায় প্রকাশঃ লন্ডনের নাইট ক্লাবে ....."

গরু হাম্বা হাম্বা করে, ফেসবুকের আনন্দ বাড়ে!

আনন্দের তোড়ে আমার নিজের ভুঁড়ির উপ্রে তবলা বাজাইতে ইচ্ছে করছে। আনন্দ করুন। নো চিন্তা, বাট আবারো কই-আগে লুংগীর গিট্টু দেন ভালোমতো।

বিষয়: বিবিধ

১৯৮৪ বার পঠিত, ৪০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190008
১০ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : Big Grin Big Grin Big Grin Big Grin লুঙ্গি তো খুইল্লা গেলো গা
১০ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৩
141020
প্রেসিডেন্ট লিখেছেন : আগে সাবধান কর্ছিলাম। না হুনলে কার দোষ?
190012
১০ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৯
হতভাগা লিখেছেন : তাইতো কই ! মাজা ভাঙ্গা তারেক এই রকম কোমর সোজা কইরা দাড়ায় কেমনে ?

যারা ফটোশপে কাজ করছিল তাদের তারেকের এই সমস্যার কথা মাথায় আছিল না ?
১০ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৩
141036
প্রেসিডেন্ট লিখেছেন : :Thinking :Thinking :Thinking :Thinking
190013
১০ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪০
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আহ্হারে মতিগাধা! হেতে বার বার এমন করে ক্যান? এতোদিন তো জানতাম নাস্তিক শিরোমনি ফোতনার বালুর মতিগাধার মান-ইজ্জত ছিল না। অহন হুনছি তার পড়নের লুঙ্গিটাও নেই। এই কুত্তাগুলানরে ভাদ্র মাসের পাগলা কুত্তা দিয়া সাইজ করণ লাগবো।
১০ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৩
141034
প্রেসিডেন্ট লিখেছেন : Tongue Tongue Tongue
পঁচা আলু দিল্লী স্টার,
দু্ই জানোয়ার, দুই জানোয়ার।
190022
১০ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৬
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : প্রথম আলোর তাদের কর্যকলাপের কারণে বিভিন্ন খ্যাতি পেয়েছে। তা হলঃ
১. মাত্রারিক্ত ভারত প্রেমিক হওয়ায় ভারত আলো
২. অশ্লীল ছবি ছাপানোর জন্য চটি আলো
৩. ইসলাম সম্পকে নেতিবাচক মনোভাবে জন্য নাস্তিক আলো
৪. ফটোসপে এডিট করে ছবি ছাপানো জন্য ফটোসপ আলো
১০ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৩
141033
প্রেসিডেন্ট লিখেছেন : পঁচা আলু দিল্লী স্টার,
দু্ই জানোয়ার, দুই জানোয়ার।3:-O 3:-O 3:-O 3:-O
190026
১০ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৭
সিটিজি৪বিডি লিখেছেন : মতির মিয়ার কান্ডকারখানা দেখিয়া হাসিতে হাসিতে চেয়ার থেকে পড়িয়া যাইতেছিলাম।
১০ মার্চ ২০১৪ বিকাল ০৫:১২
141037
প্রেসিডেন্ট লিখেছেন : ভাগ্যিস আম্নের লুংগী খুলেনি। Tongue Tongue
190031
১০ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৫
১০ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৬
141039
প্রেসিডেন্ট লিখেছেন : কি মিয়া! ভেটকি মারলেন ক্যালা? গড়াগড়ি দি হাসতে পারেননা।Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor এই যে এমনে।
১০ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫২
141043
প্যারিস থেকে আমি লিখেছেন : Applause Applause Applause
190041
১০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০২
শফিউর রহমান লিখেছেন : আপনারা কি চেতনার ধ্বজাধারীদের ল্যাবরেটরীটারে বন্ধ করবার লাগছেন নাকি? ব্যাচারা পরে বাঁচবো কি খাইয়্যা? বার বার ধরা খাইলে মাসোহারাতো কইম্যা যাইবো।
১১ মার্চ ২০১৪ সকাল ১০:৩৬
141334
প্রেসিডেন্ট লিখেছেন : এক্কেরে ভালোমতো ধরাইয়া দিছেন এ.কে.এম. ওয়াহিদুজ্জামান স্যার।
190043
১০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
ইবনে আহমাদ লিখেছেন : সে রকম একটা চিজ। সাংবাদিকতা কত প্রকার তাহা শিখিলাম। ধন্যবাদ।
১১ মার্চ ২০১৪ সকাল ১০:৩৮
141342
প্রেসিডেন্ট লিখেছেন : Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin
190054
১০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
শেখের পোলা লিখেছেন : লুঙ্গীটাতো পরণেই আছিল, গিট্টুও দিছিলাম, মগার গেল কই? পাইতাছি না৷ কেউ যদি আইসা যায় লজ্জ্বা পাইবোতো! ফটোশপে কি লুঙ্গী বানাইতে পারে? কেউ আছে?
১১ মার্চ ২০১৪ সকাল ১০:৩৭
141341
প্রেসিডেন্ট লিখেছেন : Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin
১০
190055
১০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
বিন হারুন লিখেছেন : আমি মোটেই হাসিনি, ভাবলাম এরকম জঘন্য মিথ্যা অপবাদ কি ভাবে দিতে পারে? Day Dreaming
১১ মার্চ ২০১৪ সকাল ১০:৩৭
141340
প্রেসিডেন্ট লিখেছেন : Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin
১১
190067
১০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
জোস্নালোকিত জ্যাস লিখেছেন : পুড়াই আখুড়াওয়ালা বিনোদুন.....
১১ মার্চ ২০১৪ সকাল ১০:৩৫
141333
প্রেসিডেন্ট লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১২
190077
১০ মার্চ ২০১৪ রাত ০৮:০২
লাঠীপেটা লিখেছেন : কারো লিখা কপি করলে তার লিন্ক দেওয়া লাগে ভাই জান


http://nuraldeen.com/2014/03/10/wahid-0002/
১১ মার্চ ২০১৪ সকাল ১০:৩৪
141332
প্রেসিডেন্ট লিখেছেন : জনাব ভালোভাবে পড়িয়া দেখুন-
আমার নিজস্ব স্টাইলের উপস্থাপনা শেষে বলা আছে-শুনেন আমাগো একেএম ওয়াহিদুজ্জামান স্যার এর লেখনীতে এক্কেবারে সব ধাপের পর্যায়ক্রমিক ছবিসহ।

না বুঝিয়াই যাহারা অতিশয় মাত্রায় চুলকানিতে লিপ্ত থাকে তাহাদের মাথায় কিঞ্চিৎ দোষ আছে বৈকি!Winking Winking
১১ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৫
141499
লাঠীপেটা লিখেছেন : জামাতিরা কপি পোস্ট করে নিজেরে জাহির করা দেখে ......
১৩
190083
১০ মার্চ ২০১৪ রাত ০৮:৫৪
মনসুর লিখেছেন : মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
১১ মার্চ ২০১৪ সকাল ১০:৩১
141330
প্রেসিডেন্ট লিখেছেন : আমীন।
১৪
190087
১০ মার্চ ২০১৪ রাত ০৯:২১
আবু আশফাক লিখেছেন : এই জন্যই আপনারে উস্তাদ কইতে মন চায়! এক্কেরে এইভাবে দিলেন?

উস্তাদ??????????????
দেখাইলেন বটে!
১১ মার্চ ২০১৪ সকাল ১০:৩৭
141339
প্রেসিডেন্ট লিখেছেন : আরে দূর! আসল ওস্তাদ এ.কে.এম. ওয়াহিদুজ্জামান স্যার। পোস্ট এর মাঝে উনার নাম দেয়া আছে। Happy Happy
১৫
190123
১০ মার্চ ২০১৪ রাত ১০:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নাইট কেলাবে কারো মুখের উপর লাইটিং নাই শুধু নির্দৃষ্ট মানুষটার ছবির উপর লাইটিং। এই সহজ ভুলটাও যারা শোধরাতে পারেনা তারা করব পরিবর্তন!!! ছবির লাইটিং এর পার্থ্যক্য দেখেইতো বুঝা যায় সব।
১১ মার্চ ২০১৪ সকাল ১০:৩৬
141338
প্রেসিডেন্ট লিখেছেন : Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin
১৬
190199
১১ মার্চ ২০১৪ রাত ০১:০৫
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : খুব কাজের টিউটোরিয়াল- দেখি এবার আমি পারি কিনা্- হা হা চুক চুক
১১ মার্চ ২০১৪ সকাল ১০:৩৬
141336
প্রেসিডেন্ট লিখেছেন : Winking Winking
১১ মার্চ ২০১৪ সকাল ১০:৩৬
141337
প্রেসিডেন্ট লিখেছেন : Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin
১৭
190488
১১ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৭
সজল আহমেদ লিখেছেন : হেঃহেঃহেঃ
১৮
190598
১১ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৫
নীল জোছনা লিখেছেন : এই যুগেও আইসা এই হাল। Big Grin
১৯
191056
১২ মার্চ ২০১৪ সকাল ১১:২৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : লুঙ্গিটা গিট্টু দেওয়া ছিল, তাই সমস্যা হয় নাই!
২০
191270
১২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমার লুঙ্গি বাসায় রাইখা আইছি Tongue Tongue
২১
192480
১৫ মার্চ ২০১৪ দুপুর ০১:০২
আব্দুল গাফফার লিখেছেন : হাসতে হাসতে মুতে দিছি Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File