জান্নাতের অতিথি এক শহীদের কথা

লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ১৪ ডিসেম্বর, ২০১৩, ০২:৩৪:১৪ দুপুর

মৃত্যুর মুখে দাঁড়িয়ে নির্ভীক সাহসী উচ্চারণ,

প্রভুর সন্তুষ্টি লাভে চাই শহীদি মরণ।

অপরাধী নও তুমি, অসীম সাহসী অকুতোভয় বীর,

জালিমের তরে করনি নত তোমার উচ্চ শির।


নির্ভীক তুমি অসীম সাহস আমৃত্যু সত্যে অবিচল,

শহীদ তুমি জান্নাতের অতিথি হেরেছে বাতিলের ছল।

একটি প্রাণ শহীদ হয়েছে মহান প্রভুর তরে,

কোটি প্রাণ জেগেছে, নব উদ্যমে বাংলার ঘরে ঘরে।




কাপুরুষেরা কম্পমান ভয়ে সত্যের মোকাবেলায়,

হলুদ মিডিয়ায় গল্প সাজিয়ে মিথ্যার বেসাতি গায়।

সাক্ষী সাবুদ সব সাজোনো এ কোন ব্যাপার হায়?

ভুল লোককে আসামী বানিয়ে দিয়েছে ফাঁসির রায় ।




দেশ বিদেশে গায়েবানা জানাজায় কাঁদছে সারা বিশ্ব,

হাহাকার করছে কোটি হৃদয় হয়েছে রিক্ত নিঃস্ব।

মরেও তুমি অমর আজ কোটি হৃদয়ের মাঝ,

নব প্রেরণায় জনতা এবার ভাংবে বাতিল রাজ।




এমন জীবন তুমি করিলে গঠন,

হাসিমুখে জীবন দিলে কাঁদছে সারা ভুবন।

তুমি অমর, তুমি অব্যয়,তুমি আছ কোটি হৃদয়ের মাঝ,

তোমার প্রেরণায় গড়বো মোরা ইসলামী সমাজ।

বিষয়: বিবিধ

২০০০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290788
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৫২
লজিকাল ভাইছা লিখেছেন :

যে সৃতি দিয়ে যায় বেদনা কিন্তু রেখে যায় অনুপ্রেরনা

১৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:১০
237558
প্রেসিডেন্ট লিখেছেন : আল্লাহ তায়ালা শহীদ আবদুল কাদের মোল্লাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। আমিন।
293848
১৩ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৩৫
আয়নাশাহ লিখেছেন : শহিদ মল্লা'র জন্য এমন মৃত্যু তো গৌরবের কিন্তু এই দেশের মানুষ এই মৃত্যুর জন্য চীরকাল ব্যথায় কাতরাবে,সে বেদনা উপশমের জন্য কোনও ঔষধ আবিস্কার হবেনা। চীরকাল এই ব্যথা বয়ে বেড়াতে হবে।
১৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:১৩
237561
প্রেসিডেন্ট লিখেছেন : আমি সেইদিন হাউমাউ করে,ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিলাম। একদিন এ রক্তের বদলা হবে ইনশাল্লাহ।
293908
১৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো Rose Rose Rose
১৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:১২
237560
প্রেসিডেন্ট লিখেছেন : জাযাকাল্লাহ খায়রান।

তিনি অনেক বিচক্ষণ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতা ছিলেন। মঈন ইউ আহমেদ নামক জানোয়ারটির সেনাপ্রধান হওয়ার আগের কথা। বিএনপি মঈনকে সেনাপ্রধান করার সিদ্ধান্ত নিয়েছে। আবদুল কাদের মোল্লা তখন ম্যাডাম খালেদা জিয়াকে এই মর্মে একটি বার্তা দিলেন -'মঈন ইসরাঈলী গোয়েন্দা সংস্থা মোসাদ এর এজেন্ট। সুযোগ পেলেই সে ছোবল মারবে, মোসাদের এজেন্ডা বাস্তবায়ন করবে।' কিন্তু বিএনপি তে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকরা , নষ্ট বামরা ম্যাডামকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছিল।

আল্লাহ তায়ালা শহীদ আবদুল কাদের মোল্লাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। আমিন।
293909
১৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:২৩
প্রবাসী মজুমদার লিখেছেন : যে হৃদয় নিশিতে কাঁদিত গুমরে
ছেড়ে অঝোরে জল,
শহীদি মৃত্যু দিও হে প্রভু
হতে চাই হামজার দল।

ধন্যবাদ প্রেসিডেন্ট। আবেগময়ী কবিতাটি ছূযে যাক প্রতিটি দায়ীর হৃদয়।
১৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:১২
237559
প্রেসিডেন্ট লিখেছেন : জাযাকাল্লাহ খায়রান।

তিনি অনেক বিচক্ষণ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতা ছিলেন। মঈন ইউ আহমেদ নামক জানোয়ারটির সেনাপ্রধান হওয়ার আগের কথা। বিএনপি মঈনকে সেনাপ্রধান করার সিদ্ধান্ত নিয়েছে। আবদুল কাদের মোল্লা তখন ম্যাডাম খালেদা জিয়াকে এই মর্মে একটি বার্তা দিলেন -'মঈন ইসরাঈলী গোয়েন্দা সংস্থা মোসাদ এর এজেন্ট। সুযোগ পেলেই সে ছোবল মারবে, মোসাদের এজেন্ডা বাস্তবায়ন করবে।' কিন্তু বিএনপি তে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকরা , নষ্ট বামরা ম্যাডামকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছিল।

আল্লাহ তায়ালা শহীদ আবদুল কাদের মোল্লাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। আমিন।
293935
১৩ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:০২
ভিশু লিখেছেন : শহীদ আব্দুল কাদের মোল্লা বাংলার লক্ষ-কোটি শান্তিকামী মুক্তিকামী সত্যানুসন্ধিৎসু আল্লাহপ্রেমিক জান্নাতপাগল তরুণদের জন্য ভীষণ শক্তিশালী অনুপ্রেরণা হয়ে থাকবেন, ইনশাআল্লাহ।
294086
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:৫৯
শেখের পোলা লিখেছেন : অন্তর ছিল নির্মল তার
কালীমা স্পর্শ করেনি কভু,
অপমান তার পাছে হয় তাই,
কোলেতে তুলিয়া নিলেন প্রভু৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File