[b]দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ এংগোলায় ইসলাম ধর্ম নিষিদ্ধ[/b]
লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ২৫ নভেম্বর, ২০১৩, ১২:০২:০২ দুপুর
দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ এংগোলায় ইসলাম ধর্ম নিষিদ্ধ করা হয়েছে এবং মসজিদগুলোকে ধ্বংস করা হচ্ছে।
বিশ্ব মোড়লরা এখন কোথায়? যারা সংখ্যালঘু নির্যাতন এর প্রতিবাদে সর্বদা সরব থাকেন, যারা কথায় কথায় বাংলাদেশ ও অন্যান্য মুসলিম দেশে সংখ্যালঘু নির্যাতন এর গন্ধ পান সে সব বিশ্ব সুশীলরা আজ কেন দিবানিদ্রায়? কিন্তু এখন সম্পূর্ণ নির্বিকার বিশ্বমোড়লরা। কোথায় আজ মানবাধিকার? কোথায় সংখ্যালঘুদের অধিকার? নাকি মুসলমানদের অধিকার থাকতে নেই? কি জবাব দিবেন বিশ্বমোড়লরা? তোমাদের মুখে শেখ ফরিদ আর বগলে ইট- এ দ্বিমুখী নীতি আজ ধরা পড়ে গেছে। তোমরা মুখে যতই মানবাধিকার, সংখ্যালঘু অধিকার বলনা কেন তোমাদের অন্তরে ইসলাম বিদ্বেষ।
বিস্তারিত এখানে-
Angola Bans Islam, Destroys Mosques
এঙ্গোলার অনেকগুলো সংবাদপত্র নিশ্চিত করেছে - এঙ্গোলা হচ্ছে বিশ্বের প্রথম রাষ্ট্র যেখানে ইসলাম ধর্ম ও মুসলমানদের নিষিদ্ধ করা হয়েছে এবং প্রাথমিক পদক্ষেপ হিসেবে মসজিদগুলো ধ্বংস করা হচ্ছে।
এঙ্গোলার সংস্কৃতি মন্ত্রী রোজা ক্রুজ ই সিলভা ২২ শে নভেম্বর ২০১৩ ইং শুক্রবার এক বিবৃতিতে বলেন- ইসলাম এর নিয়মনীতি বিচার ও মানবাধিকার মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত নয় এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের মসজিদগুলো বন্ধ থাকবে।
কোন সন্দেহ নেই- তীব্র ইসলাম বিদ্বেষ আর সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি হতে এ ন্যক্কারজনক পদক্ষেপ নেয়া হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সবাইকে ঐক্যবদ্ধভাবে এ ঘৃণ্য কাজের নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে।
বিষয়: বিবিধ
১৬৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন