থুথু খাওয়া গরু
লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ১৯ নভেম্বর, ২০১৩, ০১:৪৬:০৭ দুপুর
গরু নেবেন গরু,
চাপা ভাঙ্গা মুখ সরু।
কলব দেয়া চুল ভুরু,
মনটা উড়ু উড়ু।
সকালে বলে যা ভুলে যায় বিকেলে,
নির্লজ্ব বেহায়া বলে তারে সকলে।
করেনাকো ফোঁসফাঁস, মারেনাকো ঢুঁস ঢাঁস,
গৃহপালিত থাকবে মনে তার অভিলাশ।
ঈমাণহীন গরুটা জাতীয় বেঈমান,
স্বৈরাচারের আঁচলে অবশেষে পেল স্থান।
থুথু নাকি গরুটার অনেক প্রিয় খাবার,
লাজ লজ্জ্বা নেই মোটেই এই বিশ্ববেহায়ার।
বিষয়: বিবিধ
১৫৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন