ময়নার শরম লাগে

লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ১৮ নভেম্বর, ২০১৩, ০৪:১০:৪০ বিকাল

আমি ব্লগে বা ফেসবুকে কখনো এডাল্ট জোক দিইনা। তবে আজ একটা এডাল্ট গল্প (যতটা সম্ভব সেন্সর করে) না বলে পারছিনা।

গ্রামের গরীব পরিবারের এক কিশোরী, নাম ময়না। একবার কিশোরী ময়না প্রেগন্যান্ট হয়ে গেল। গ্রামজুড়ে ছি!ছি! রব। যথারীতি সালিশ বসলো। গ্রামের মোড়লরা ভাবলেন, অবুঝ মেয়ে একটা ভুল করে ফেলেছে। এবার ক্ষমা করে দেয়া হোক। যথারীতি একটু বকাঝকা ও তিরস্কার করে ছেড়ে দেয়া হল ময়নাকে। কিন্তু বছর না ঘুরতেই ময়না আবারো প্রেগন্যান্ট। আবারো সালিশ। আরো তীব্র ও কঠোর ভাষায় সতর্ক করে আবারো ছেড়ে দেয়া হলো।

কিন্তু বিধিবাম! তৃতীয় বছরেও ময়নার পেট ফুলে ঢোল। এবার মোড়লরা খুব ক্ষিপ্ত। এর একটা বিহিত করতেই হবে। সালিশ বসল, ময়নাকে ধরে নিয়ে আসা হলো। এক মোড়ল প্রশ্ন করলেন- কিরে ময়না ঘটনা কি? তোরে দুইবার ক্ষমা করে দেয়ার পরও তৃতীয়বার একই ঘটনা ঘটালি কেন?



“আমি কাউরে না করতে পারিনা। না করতে আমার শরম করে।”- ময়নার চটজলদি উত্তর।


(পাদটীকাঃ কোন বিশ্ববেহায়া জাতীয় বেঈমান এর সাথে এ গল্পের কোন মিল খুঁজে পাওয়া গেলে সেটা অনভিপ্রেত কাকতাল মাত্র)।

বিষয়: বিবিধ

২৪৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File