সিবিএফ এর এই অদম্য মেধাবীরাই বদলে দিবে ঘুণে ধরা এই নষ্ট সমাজ

লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:০৫:১৭ সন্ধ্যা



আশরাফুল একজন খুদে ব্লগার। বয়স মাত্র এগারো, ক্লাশ ফাইভের মেধাবী ছাত্র। খুদে হলেও মেধাবী ব্লগার, বাপকা বেটা।



১১ বছর বয়সী নবীন ব্লগার হতে শুরু করে ৬০ বছরের প্রবীণ ব্লগারের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল সিবিএফ এর ব্যতিক্রমী মিলন মেলা।

‍" আমরাই পারি বদলে দিতে,

বিলিয়ে দিতে প্রাণ,

এই দেশ আমার, স্বাধীনতা আমার,

রক্ষার সংগ্রাম।

জীবন বাজি রেখে আমরা,

গাই মানবতার গান।"


এই শ্লোগানকে ধারণ করে বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী পতেঙ্গা সমুদ্র সৈকতে কমিউনিটি ব্লগারস ফোরাম এর ব্যানারে অনুষ্ঠিত হয়ে গেল দেশসেরা ব্লগারদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান।

বয়স, দূরত্ব, শারীরিক প্রতিবন্ধকতা কিংবা অসুস্থতা -কোন বাধাই ব্লগারদের আটকাতে পারেনি।

অতিথি হিসেবে সুদূর ঢাকা হতে গিয়েছেন ব্লগার ডিজিটাল প্রেসিডেন্ট ও নেহায়েৎ, কক্সবাজার হতে এসেছেন ব্লগার সাইফুল।



ছবির ডান পাশে ক্র্যাচে ভর করে হাঁটা ব্লগার ভাইটি শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে এসেছেন যিনি অত্যন্ত মেধাবী ব্লগার এবং চমৎকার গাইতেও পারেন। হাসি গানে বেশ মাতিয়ে রেখেছিলেন তিনি।



ব্লগার রিদওয়ান কবির সবুজ গায়ে তীব্র জ্বর নিয়েও চলে এসেছিলেন নব প্রাণের উচ্ছ্বাসে যোগ দিতে। জ্বর ভুলে গিয়ে একসময় হাসি ঠাট্টা আনন্দে মাতলেন, মাতালেন সবাইকে। আনন্দের ফল্গুধারায় অবগাহন হেতু জ্বর ও পালিয়ে গেল। অসুস্থতা ঝেড়ে বেশ ফুরফুরে হয়ে গেলেন রিদওয়ান ভাই।

দেশ ও জাতির উন্নতিকল্পে সিবিএফ এর করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন ব্লগাররা-







মুক্ত মত ও মুক্ত পথ এর বিকাশে বাকস্বাধীনতার পক্ষে সিবিএফ এর অবস্থান সর্বদা। তাইতো সৈকতে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, অধিকার এর সেক্রেটারি আদিলুর রহমান এর মুক্তির দাবিতে এবং দিগন্ত টিভি, ইসলামিক টিভি ও দৈনিক আমার দেশ খুলে দেয়ার দাবিতে ব্যতিক্রমী এক মানবন্ধন করেন ব্লগাররা।





ব্লগার আজব মানুষের পরিচালনায় ও চাটিগাঁ থেকে বাহারের সভাপতিত্বে এই মানবববন্ধনে সরকারের প্রতি ৬ দফা প্রস্তাব পেশ করা হয়।৬ দফা দাবিসমূহ- চট্টগ্রাম বহদ্দার হাট ফ্লাইওভার অতিসত্তর উদ্বোধন, সেই সাথে কদমতলী ফ্লাইওভার সহ অন্যন্য ফ্লাইওভার ও ফুটওভার ব্রীজ সমূহের কাজ ত্বরান্বিত, শহরের অসমাপ্ত রাস্তা সমূহের মেরামত ও সংস্কার কাজ অতি সত্বর সমাপ্ত এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা, ঢাকা-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে রোডকে ৪ লাইন উন্নীত করণ, এসবি ও আমার বর্ণমালা ব্লগসহ সকল বন্ধ মিডিয়া খুলে দেয়া এবং গ্রেফতারকৃত আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমান, মানবাধিকার সংগঠন অধিকার সম্পাদক আদিলুর রহমান শুভ্র, এসবি মডারেটর মোহায়মেনসহ সকল মিডিয়া ব্যক্তিত্বকে মুক্তি দেয়া, চট্টগ্রামের জন্য আল্লাহর দেয়া উপহার পতেঙ্গা সমুদ্র সৈকতকে আধুনিক মানে উন্নীত করে দেশী-বিদেশী পর্যটকদের আকর্ষণের ব্যবস্থা করা এবং বীচকে সন্ত্রাস ও মাদক মুক্ত করে ছেলেমেয়েসহ স্ব-পরিবারে ভ্রমন নিশ্চিত করা, ডিজিটাল বাংলাদেশ হিসেবে দেশকে এগিয়ে নেয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বার্থে ইন্টারনেটের দাম কমানো এবং বিদ্যুত গতি সম্পন্ন ইন্টারনেট থ্রী-জির দ্রুত সম্প্রসারণ করা ।

বক্তারা বলেন, কমিউনিটি ব্লগারস ফোরাম ব্লগারদের জাতীয় সংগঠন। এটি কোন দল বা গোষ্টির প্রতিনিধিত্ব করে না। দেশপ্রেম ও ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জন সচেতনতা সৃষ্টির লক্ষেই কাজ করে যাচ্ছে কমিউনিটি ব্লগারস ফোরাম। মুক্ত পথ ও মুক্ত মতের স্লোগানকে সামনে রেখে দেশের সকল ব্লগারকে ঐক্যমতে নিয়ে এসে সরকার ও বিরোধী দলের গঠনমূলক সমালোচনা করার মাধ্যমে তাদেরকে দেশের স্বার্থের জন্য কাজ করার জন্য বাতিকা হয়ে কাজ করবে সিবিএফ।



এগিয়ে চলছে কমিউনিটি ব্লগারস ফোরাম (সিবিএফ)। ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া, অনলাইন ও সোশ্যাল মিডিয়া, ব্লগ, ফেসবুক -সর্বত্র আজ সিবিএফ কে নিয়ে জোর আলোচনা চলছে।

http://www.amardeshonline.com/pages/details/2013/09/01/214531#.UicQen-_jDd" target="_blank" target="_blank" rel="nofollow">সিবিএফের পথ চলা, বিডি ব্রেকিংয়ে

[url href="http://www.dainikazadi.org/details2.php?news_id=97&table=september2013&date=2013-09-01&page_id=17&view=0&instant_status" target="_blank"]চট্টগ্রামের নম্বর ওয়ান দৈনিক আজাদীতে সিবিএফ, চট্টগ্রাম[/url

জাতীয় দৈনিক আমার দেশ এ সিবিএফ ‍এর কর্মসূচীর প্রতিবেদন-http://www.amardeshonline.com/pages/details/2013/09/01/214531#.Uic-OSI-3IV

[url href="http://www.amardeshonline.com/pages/details/2013/09/01/214531#.Uic-OSI-3IV" target="_blank"]মাহমুদুর রহমান ও আদিলুর রহমানের মুক্তির দাবিতে পতেঙ্গায় মানববন্ধন[/url

ফেসবুকে সিবিএফ এর ফ্যান পেইজ

ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশপ্রেমের চেতনায় এগিয়ে চলছে সিবিএফ। এগিয়ে চলছে সিবিএফ তার লক্ষ্যপানে। মেধাবীরা ছুটে আসছে সিবিএফ এর পতাকাতলে। এরাই পারবে বদলে দিতে দেশকে। সিবিএফ এর এরকম অদম্য মেধাবীরাই এক সময় নেতৃত্ব দিবে দেশকে। আলোর মশাল জ্বালিয়ে সকল অপশক্তিকে পরাভূত করে অন্ধকার দূরীভূত করা সিবিএফ এর অঙ্গিকার। সত্যপিয়াসী দেশপ্রেমিক একঝাঁক মেধাবী ব্লগারের কাজে অসত্য ও মিথ্যার পূজারী দেশদ্রোহী অপশক্তি পরাজিত হবেই ইনশাআল্লাহ। এই দেশকে ইতিবাচকভাবে বদলে দিতে এরাই পারবে। ঘুণে ধরা এই নষ্ট সমাজ তাঁদের হাত ধরেই বিনির্মিত হোক। আল্লাহ তাঁদের সহায় হোন।

Good Luck Bangladesh! Good Luck CBF!!

বিষয়: বিবিধ

৩৯০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File