আমি রেফারী, আমিই খেলোয়াড়।

লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ০৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:২৬:৫২ দুপুর

আমি খেলোয়াড়, আমিই হবো রেফারী,

চাইলে তোমরা খেলতে পারো, নয়তো চলে যাও বাড়ি।

আমায় আবার জিততে হবে, ছলে বলে কৌশলে,

আটকাতে চাও আমায়? কোন উপায়ে কোন ছলে?



খেলা কিন্তু হবেই হবে, আমিই তার রেফারী,

যতই বলো মানিনা, ততই হবে বাড়াবাড়ি।

তোমরা যদি খেলতে না চাও, সে তোমাদের মর্জি,

খেলতে আসো বলে তোমায়, জানাবোনা কভু আর্জি।

খেলতে যদি এসেই পড়, ছেড়ে ঝাড়িঝুড়ি,

লালকার্ড দেখিয়ে দেব, যাবে সোজা বাড়ি।

নো চিন্তা ডুয়িং ফুর্তি, আমিইতো রেফারী,

জিতে নেব ঠিক ঠিক, যতই কর আহাজারি।



খেলা কিন্তু চলতে থাকবে বন্ধ থাকবে ঘড়ি

গোল পোষ্ট একটা হবে অন্য পাশে হাড়ি

গোলটা কিন্তু আমরা দেব খেলোয়াড় বারো,

লাল কার্ড খেয়ে তোমরা কমতে থাকবে আরো।

আমরা যখন গোল দেব তোমরা শুধু গুণবে,

বল যদি তোমাদের পায়ে বাশিঁ কিন্তু বাজবে।

গোল দেবে কোথায় বল গোল পোষ্ট নাই,

তার চে বরং চল আমরা এক হয়ে যাই।



খালি মাঠে গোল দেয়া ,যা ভারি মজা,

নিজের মতো লুজ বল, ছক্কা -বাউন্ডারি বেশ সোজা।

গাঁয়ের লোক নাইবা মানলো, এ আর এমন কি ব্যাপার,

আমিই মোড়ল,আমিই রেফারী, আমিই খেলোয়াড়।

বিষয়: সাহিত্য

১৮৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File