চার সিটি নির্বাচনে পরাজিত কারা- সরকার না মিডিয়া?
লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ১৯ জুন, ২০১৩, ০৫:৩১:১৯ বিকাল
চার সিটি কর্পোরেশন নির্বাচনের পর আমাদের মিডিয়া অতিশয় শোকাভিভূত হয়ে পড়েছে। শোকে উথাল পাতাল মিডিয়া অনেক মহা কাব্য রচনা করিয়া চলিছে। পরাজয়ের কারণ অন্বেষণ করিতে গিয়ে তাঁহারা শোকাকুল চিত্তে কিছু আবোল তাবোল বাৎচিত করিতেছেন। অনেক কারনের কথাই তাহারা উল্লেখ করিয়াছেন বটে। তবে ইসলাম ও মুসলমানদের সাথে বেয়াদবীর কারণে যে এইটা ঘটিয়াছে তাহা ঘুণাক্ষরেও কেউই বলিতেছেননা। সেলুকাস!
শুধু কি তাহাই? নির্বাচনে Level Playing Field Environment না থাকায় সরকারি দলের প্রার্থীরা বেশ অনিয়ম ও সরকার বিরোধী প্রার্থীদের হয়রানি, মারধর ও বেশ খানিকটা কারচুপির কারণে যে ভোটের ব্যবধান কমিয়া গিয়াছে তাহা নিয়াও মিডিয়াসাম্রাজ্য কোনই উচ্চবাচ্চ করিতেছেনা। বরং তাহারা সরকারের সাথে সুর মিলিয়া ইহাকে গণতন্ত্রের জয় বলিয়া ৯০ ভাগ আমজনতার প্রাণের দাবি কেয়ারটেকার সরকারের দাবির বিপরীতে ব্যবহার করিতে উঠিয়া পড়িয়া লাগিয়াছে। কেউ কেউ আবার খানিকটা আগাইয়া সরকার বিরোধী প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করায় ভোটারদে চৌদ্দগুষ্টি উদ্ধারে লিপ্ত রহিয়াছেন। ৭ বছর আগের বিএনপি- জামায়াত সরকারের বিরুদ্ধে বায়বীয় সব অভিযোগ নতুন করে পাবলিকরে স্মরণ করাইয়া দেয়ার গুরুদায়িত্ব পালনের পাশাপাশি বলিয়া যাইতেছেন- এইদেশের পাবলিক নাকি বেশ বোকাসোকা! অতীত স্মরণ রাখতে পারেননা। সাধে কি আর সরকারি দল ফেল মারে!
তা বটে! তা বটে!! অতীত স্মরণ রাখিতে পারেনাই বলিয়াইতো আমজনতা বারবার বাকশাল, রক্ষীবাহিনীর কথা ভুইলা যায়। ভুইলা যায় মাথায় পট্টি আর হাতে তসবীহ দেখে প্রতারিত হওয়ার কাহিনী। আর পাবলিকরে ভুলিয়ে দেয়ার জন্য হাম্বাদিকরা (হলুদ সাংবাদিকতায় দক্ষ এক বিশেষ ইতর প্রাণীর নাম) তো আছেনই।
কোন কোন হাম্বাদিক আবার পরাজিত প্রার্থীদের অতীত সব কুকর্ম লুকিয়ে তাহাদের গৌরবগাঁথা রচনা করিয়া তাহাদের মহানায়কে পরিণত করিতে বেশ কসরত করিতেছেন এবং সেই মহানায়ক(???) দের ভোট না দিয়ে নাদান পাবলিক যে খুউব খারাপ কাম করিয়াছে সেটাও মহা আফসোস সহকারে প্রকাশ করিয়া যাইতেছে।
অনেকেই আবার পরাজিত মহানায়কদের (??) পক্ষে সাফাই গাইতে গিয়ে বেশ আবেগী রিপোর্ট বর্ষণ করিতেছেন।
যেমনঃ হিরন কাঁদলেন, নেতাকর্মীদের কাঁদালেন।
সেলুকাস!! একজন সন্ত্রাসীর গডফাদারের পরাজয়ের কান্না তাহারা ব্যথিত চিত্তে প্রকাশ করিয়াছেন। গত সাড়ে চারটি বছর ধরে এদের দৌরাত্বে দেশের কোটি কোটি মানুষের কান্নার দাগ এরা আড়াল করেই যাচ্ছে যেমনটি কথিত বৃক্ষনিধনের রঙচঙ মাখানো কাহিনী প্রকাশের মাধ্যমে এরা আড়াল করেছে একাধিক গণহত্যার চিত্র।
বিষয়: রাজনীতি
১৩৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন