সরিষার মধ্যে ভূত, দেশটা বেশ অদ্ভূত।

লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ১১ জুন, ২০১৩, ০৫:৫৯:৪৮ বিকাল

"কোন এক উল্টো রাজার উল্টো দেশে,

চলে সব উল্টো রথে, উল্টো পথে, উল্টো বেশে।..."
শুক্কর মিয়ার চায়ের দোকানে নচিকেতার গানটি বেজে চলছে।

-কিরে শুক্কইরা, হঠাৎ এই গান শুনতাছিস কেন? -দোকানে প্রবেশ করতে করতে করিম চাচার জিজ্ঞাসা।

- আরে কাকু,আর কইয়েননা। দেশটাইতো অই গেছে আউলা ঝাউলা। বেবাক জায়গায় খালি উল্টা কাম। হোমানে খালি চুরি, দূর্নীতি। তাই আমিও আইজ একটু উল্টা গান হুইনতাছি।

- তা বেশ বেশ, হুনতে থাক। তয় ঘটনাটা একটু খুইলা কছনা।

-আমি অইছি মুখ্য সুখ্য মানুষ, অতশত কি বুঝি? তয় হুনলাম এক মারাত্মক উল্টা কাম হইছে দেশে।

- আরে ভনিতা না কইরা তাড়াতাড়ি ক বেডা।

- ঐ যে কি কয়-দুদক। ঐহানের বড় বাবুর নাকি চাকরীর মেয়াদ শেষ। তাও নাকি বেডা খেমতা ছাড়েনা। এইডা কি দূর্নীতি না? বেড়ায় যদি খেত খায় তইলে ফসল অইবো ক্যামতে কন দেহি।

- হরে শুইক্করা, মুখ্য অইলেও তোর চিন্তা পরিস্কার। সরিষার মধ্যেই এহন ভুত থাহে। তয় হুন, এডা মাত্র ছোড দূর্নীতি,আরো আছে। তিনি অইলেন আমাগো সরকারের বড় পেয়ারা, বড়ই খাস লোক। দেকলিনা, আবুলরে আর কালাবিলাইরে ক্লিন সার্টিফিকেট দিছে। তাঁর আরো বড় যোগ্যতা অইছে-সরকারী দলের সব কয়ডা মামলা ডিসমিশ কইরা দিতে পারছে আর বিরোধী দলের বিরুদ্ধে নতুন নতুন মিছা মিছা মামলা দিছে। এইবার তুই ক, হে বেডার মত বড় যোগ্যতা আর কার আছে?

- হ কাকু, দেশটা নষ্ট অই গেছে।

শুক্কর মিয়া বিড়বিড় করে আর করিম চাচা দীর্ঘশ্বাস ফেলেন।

(নাটিকার স্থান,কাল,পাত্র সব কাল্পনিক)।



বিষয়: বিবিধ

১৯৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File