বাসে যেতে যেতে

লিখেছেন লিখেছেন আতা স্বপন ০২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৫২:১৯ বিকাল



চিত্র:১

উত্তরা -বিমান বন্দর- রামপুরা- সদরঘাট সদরঘাট!!!!

যেইখানে যাইবেন কমের বাড়া ৫/-টাকা কইয়া রাখলাম।

আমিতো যাবো চেরাগ আলী গাজীপুরা থেকে ভাড়া তো ২/-টাকা

হেই দিন ভুইলা যান। সরকার ওখন আইন করছে। সর্ব নিম্ন ভাড়া ৫/-টাকা

তোর গাড়ির তো লক্কর জক্কর। জানালার কাঁচ একটা নাই। সিট বেশীর ভাগই অপরিস্কার। ভাঙ্গা।

এরপরো তোরে ৫/- দিতে হবে?

হ হইব। আমনের ভালা লাগলে যান নাইলে নাইমা যান। এতো চিক্কর পারতাছেন কেন?

চিত্র: ২

হ্যালো ব্রাদার সিটে বইসা পড়লেন যে,

ভাই সিটটির সামনে আমি আগে থেকেই দাড়িয়ে আছি।

খালি হল তাই বসলাম।

বেশী কথা বলবেন না আপনি দাড়াইয়া আছেন আর আমি ছিলাম না? আপনার চোখে কি সমস্যা আছে?

ভাই সিটে আপনিই বসেন ।

বসবইতো। তবে আপনার চোখের চিকিৎসা করাইয়া নিয়েন।

চিত্র:৩

আংকেল আমার সিটে বসতে পারেন। আমি সামনে নেমে যাব (স্কুল ড্রেস পরা এক মেয়ে)

ঠিক আছে মা, তুমি বস। তোমার নাম কি?

বিবি মরিয়ম!

মাশাল্লাহ খুব সুন্দর নাম

চিত্র: ৪

এই যে ঘুমান কেন ভাড়া দেন?

এই নাও ভাড়া ১০/-

কই যাইবেন?

বিশ্বরোড

(কয়েকজনের ভাড়া তোলার পর)

আপনে জানি কই যাইবেন

বিশ্বরোড

ভাড়া দেন?

কেন তখনা ১০ টাকা – দিলাম

দিবেন কইছিলেন দেন নাই, আমি সামনে চইলা গেছি।

তোমাকে আমি ভাড়া দিয়েছি।

প্রমান দেখান?

তুমি দেখাতে পারবে? আমি দেইনি

চিক্কুর না পাইরা টেকা বাইর করেন।

চিত্র: ৫

মহিলা সিট ছাইরা বহেন। মহিলা উঠছে।

আমি আসলাম সেই টংগী থেকে এই সিটে বসে। আর মহিলা উঠলো রামপুরা থেকে। এখন এই ভিড়ের মাঝে আমি কোথায় যাব?

এত কথা হুননের টাইম নাই। জায়গা ছাড়েন।

চিত্র:৬

১ যাত্রী- ভাইজান আজকের খবর পড়ছেন? শেয়ার মার্কেট আবার ডাউন?

২ যাত্রী- ডাউন হইছে আবার উঠব। এত এতো হৈহুল্লা কি আছে?

৩ যাত্রী- আছে ভাই আছে অনেক কিছুই আছে। মানুষের টাকা সব ভাগ বাটোয়ারা কইরা খাইয়া দেশটারে ডুবাইতেছে। কালকে একজন শুনছি আত্মহত্যা কইরা মারা গেছে।

২ যাত্রী- লোভে পইরা শেয়ার কিনার সময় মনে ছিল না?

৩ যাত্রী- লোভে পইরা কিনলে তার টাকা মাইরা দিতে হবে? এই দিন শেষ দিন না আরো দিন আছে বুঝলেন। জনগন ক্ষ্যইপা আছে। গদী থেইকা ঠ্যাইলা নামাইবো।

৪ যাত্রী- ঐ মিয়া বাসে রাজনৈতিক আলাপ বন্ধ করেন। খাইয়া দাইয়া কাম নাই। খালি পেচাল পারে।

১ যাত্রী – নিত্যপন্যের বাজরেতো আগুন লেগেছে। তেলের দাম আবারো বাড়লো। মানুষ বাঁচবে কি খেয়ে?

৪ যাত্রী- রেগে তর …. …………খাইয়া।

চিত্র:৭

আরে ভাই এভাবে লাফ দিলেন কেন?

কিআর বলব ভাই জানালা দিয়ে কিযেনো ছুরে মেরেছে? জংগী এক বোরকাআলী। বোমা নাতো।

এতে লাফ দেয়ার কিছু নাই। এটা একটা লিফলেট গোল করে মেরেছে।

কিসের লিফলেট

ক্যান্সার সহা সর্বরোগের ১০০% নিরাময়ের গ্যারেন্টির।

চিত্র:৮

সম্মানিত যাত্রী ভাই বোন

মুসলমানদের ছালাম, হিন্দু ভাইদের আদাব

ভাই আমার কাছে যে বড়িটি দেখছেন এটা হলো সর্বরোগের নিরাময়ের জন্য কার্যকরি।

হাটু ব্যথা গিটে ব্যাথা, বাতের ব্যাথা, ঠান্ড কাশি সর্বরোগের জন্য এর একটা খেলে আপনি পরম শান্তি লাভ করবেন।

দেন ভাই আমাকে একটি বড়ি। চারদিকে এত অশান্তি একটু শান্তি লাভ করি।

এই চিত্রগুলো আমাদের বাস যাত্রার নিত্যদিনের পরিচিত কিছু সংলাপ। অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম। এক বাসে কত ধরনের চরিত্রের সাথে পরিচয়।

বিষয়: বিবিধ

১৩১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File