আদর্শ বিবর্জিত শিক্ষা
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান ১০ জানুয়ারি, ২০২২, ০২:২৪:০৭ দুপুর
জ্ঞানবিজ্ঞানের চর্চার মাধ্যমে শনৈঃশনৈ উন্নতির পথে সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে। অধিকন্তু, বিজ্ঞানের জগতে জ্ঞান চর্চার ক্ষেত্রে ইন্টারনেট এক নতুন মাত্রা যোগ করেছে। আমাদের তরুণ সমাজ অবাধে বিচরণ করছে তথ্যের সাগরে। আদর্শ বিবর্জিত শিক্ষার মাধ্যমে বেড়ে উঠা তরুণরা তথ্যের সাগর থেকে মধু সংগ্রহ করতে পারছে কিনা সেটা নিয়েই যত দুঃশ্চিন্তা। দলবাজি, চাঁদাবাজি, টেণ্ডারবাজি সহ নানা ধরণের সামাজিক অপরাধের সাথে তাদের বিরাট একটা অংশ যুক্ত। এ নিদর্শনগুলি কি জাতির জন্য সু-সংবাদ বয়ে আনে? হয়তো প্রশ্ন উঠতে পারে বিপথগামী কিছু তরুণের একটা দলকে উদাহরণ হিসাবে পেশ করা হচ্ছে কেন? প্রশ্ন এই জন্যই উঠছে যে, অধিক সংখ্যক তরুণরা দুস্কৃতিকারীদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলছেনা। কারণ তারাও নীতির দিক থেকে এক দুর্বল স্থানে অবস্থান করছে। নৈতিকতা বিহীন জনশক্তি সংখ্যায় যত বেশীই হোকনা কেন তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস রাখেনা। তাই অন্যভাবে বলা যায় নীতিহীন জনসমষ্টি অপরাধীদের সহায়ক শক্তিও বটে।
বিষয়: বিবিধ
৫৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন