সবার আগে বাঙালি
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান ১৪ জানুয়ারি, ২০১৬, ১২:২৭:৫৭ দুপুর
যাঁরা ‘সবার আগে বাঙালি তারপর হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান অথবা মুসলমান’ বলে প্রচার করেন তাঁরা মূলতঃ বাঙালি জাতীয়তাকে সকল ধর্মের উপরে স্থান দিয়েছেন। অর্থাৎ তাঁরা বলতে চেয়েছেন, বাঙালি সংস্কৃতিকে আগে স্থান দিতে হবে এবং তারপর ধর্মীয় বিষয়। যে কোনো ধর্মের অনুসারীদের নিকট এটা গ্রহনীয় হবেনা। কারণ ষোল আনা বাঙালিত্ব রক্ষা করতে গিয়ে যদি কোনো বিষয় ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক হয় তাহলে কি ধর্ম মানা ব্যক্তিগণ তা পালন করতে পারবেন? জাতীয়তাবাদ বড় জোর পার্থিব জীবনের কিছু আনন্দ বেদনার স্মৃতিময় অনুভূতির জন্ম দিতে পারে। পক্ষান্তরে ধর্ম হচ্ছে ইহ ও পারলৌকিক জীবনের সুখ-শান্তির দিক নির্দেশক। যারা বস্তুবাদী দর্শনে বিশ্বাসী তাদের নিকট ভৌগলিক সীমানা, রাজনীতি, ভাষা ইত্যাদির মাধ্যমে সৃষ্ট জাতীয়তাবাদ পরম কাম্য হতে পারে। কারণ তারা পরকালের ভালো মন্দ ফলাফলের উপর বিশ্বাসী নয়। কিন্তু ধর্ম বিশ্বাসীদেরকে কিভাবে পরকালের চিন্তা থেকে নিরস্ত করা যাবে?
বাংলা ভাষায় কথা বলার জন্য আমরা বাঙালি তাহলে আগে বাঙালী পরে মুসলমান আর্থাৎ বাঙালি মুসলমান বলতে আপত্তি থাকার কথা নয়। কিন্তু তা না হয়ে যদি বাঙালি-সংস্কৃতির ভিত্তিতে বাঙালি জাতীয়তা আগে তাহলে তা হবে মুসলিম জাতীয়তাবাদের সাথে সাংঘর্ষিক। একই ভাবে অন্যান্য ধর্মের ব্যাপারেও এ কথা ঠিক। বাঙ্গালী জাতীয়তাবাদের মূল সুর হিসাবে মনে করা হয়ে থাকে - সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। কিন্তু ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে তা হবে সবার উপর আল্লাহ্ সত্য, তাহার উপর নাই।
বিষয়: বিবিধ
১২৪২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন