বাঙালী জাতীয়তাকে ইসলামীকরণ

লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান ১৩ জানুয়ারি, ২০১৬, ০৭:০৩:৪১ সন্ধ্যা

আজকাল একটি অভিযোগ প্রায় করা হয়ে থাকে বাংলা ভাষা তথা বাঙালী জাতীয়তাকে ইসলামীকরণ করা হচ্ছে। আমরা জোর দিয়ে বলতে পারবনা বাংলা ভাষা এবং বাঙালী সংস্কৃতি আদিতে যা ছিল এখনও তাই আছে। কালের আবর্তনে অনেক পরিবর্তন এসেছে তা মানতেই হবে। বাংলা ভাষাতে প্রয়োজনের তাগিদেই হয়তোবা আরবি, ফার্ষি, উর্দু এবং ইংরাজী ভাষার বহু শব্দ ব্যবহৃত হচ্ছে এবং বাংলা ভাষার শব্দ হিসাবে জায়গা দখল করে নিয়েছে। আরবি, ফার্ষি ও উর্দু ভাষার কিছু শব্দের ব্যবহার হয়তো কারোর মনে ইসলামীকরণের চিন্তা মাথায় আসছে কিন্তু ইংরেজি শব্দের ছড়াছড়িতে অন্য ধর্মের চিন্তা একবারও হয়না। আর আরবি, ফার্ষি ও উর্দু শব্দ ব্যবহার মানেই ইসলাম এমনটি ভাবা ইসলাম না জানারই নামান্তর।

বিষয়: বিবিধ

১২৯৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356853
১৩ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৩৫
শেখের পোলা লিখেছেন : এক মিশরী খ্রীষ্টান দেখা হলেই আসসালামু আলায়কুম বলত৷ সেতো মুসলমান হয়ে যায়নি৷ আমি একদিন তাকে জিজ্ঞেস করলে আমাকে জানিয়েছিল যে তারা দেশেও এটাই আপোষে ব্যবহার করে৷
356861
১৩ জানুয়ারি ২০১৬ রাত ০৯:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাঙালি জাতি যদি ধর্ম হিসাবে ইসলাম কে গ্রহণ করে তাহলে তার জাতিয়তাবাদ এ ইসলাম থাকবেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File