আমিও চলে এলাম আপনাদের সাথে!!

লিখেছেন লিখেছেন ইসমাইল একেবি ০৪ জানুয়ারি, ২০১৩, ০৫:৩১:০৩ বিকাল

অনেকদিন থেকে কিছুটা ব্যস্ত ছিলাম। ফলে, ব্যস্ততার কারণে ইদানিং ব্লগে বেশী লেখা হয় না। তবুও, ব্যস্ততার মাঝে জোর করে সময় বের করে নিয়ে লিখতে হয়। লিখতে ভালো লাগে তাই।

গত কয়েকদিন আগে একজনের মেইল থেকে জানলাম, বিডি টুডের পক্ষ থেকে নতুন একটা ব্লগ চালু হয়েছে। সাইটটার সাথে অবশ্য বেশ কিছুদিন আগ থেকেই পরিচিত ছিলাম। তাই ব্লগে আসলাম। ব্লগে এসে দেখি- এখানেও রয়েছে অতি পরিচিত মানুষদের আনাগোনা। কয়েকজন খ্যাতিমান পুরাতন ব্লগার আমাদের সাথে অভিমান করে কিংবা ভুলে গিয়ে দূরে চলে গিয়েছিলেন তাদেরকেও এখানে দেখতে পেয়ে ভালো লাগছে। সম্মানিত ব্লগার হোসেন খিলজী ও এক্টিভিষ্ট তন্মধ্যে অন্যতম।

আশা করি খ্যাতিমান ব্লগাররা আমাদের থেকে আর দূরে দূরে থাকবেন না। আমাদেরকে তারা নিয়মিত তাদের পাশেই রাখবেন।

যাহোক, পরিচিত অনেককেই এখানে দেখতে পেয়ে ভালো লাগছে। আমিও আজকে থেকে আপনাদের সঙ্গী হলাম।

ধন্যবাদ সবাইকে।

বিষয়: বিবিধ

১৪৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File