নতুন জীবনে ঢুকেই ব্যস্ত হয়ে গেলাম!!!!
লিখেছেন লিখেছেন ইসমাইল একেবি ০৪ অক্টোবর, ২০১৩, ১০:১৮:০৮ রাত
অনেক আগে থেকেই দেখতাম ব্লগারদের অনেকেই নতুন জীবনে পাড়ি জমানোর সাথে সাথে ব্লগ থেকে বিদায় নিতেন। অনেক ভালো ভালো ব্লগারের বেলায়ও এমনটি ঘটতে দেখেছি। তখন তাদের সাথে তাদের অজান্তেই অভিমান করতাম। মনে শুধুই প্রশ্ন জাগত যে, কেন তারা বিবাহের পরেই ব্লগের সবাইকে ভুলে বহু দূরে যায়?? তখন এ প্রশ্নের কোন উত্তর পেতাম না। ব্লগের পরিচিত মুখ ব্লগার সুমাইয়া জামান সহ অনেক ব্লগারকেই আমরা হারিয়েছি ব্লগিং জগত থেকে। তাদের মুল্যবান লেখা থেকে আজ আমরা বঞ্চিত হচ্ছি।
সব ব্লগারই যে এমন সেটা বলছি না। এর বিপরীতেও বেশ কিছু ব্লগারকে দেখেছি, যারা বিবাহের পরেও ব্লগে আগের মতই বিচরণ করছেন। তন্মধ্যে আল্লারাখা, চেয়ারম্যান ও মাহমুদ নাইস ভাই অন্যতম।
এবার আসি আমার কথায়। আমি নতুন জীবনে প্রবেশ করার পর অনেকটা অনিচ্ছাকৃতভাবেই নেট জগত থেকে অনিয়মিত হয়ে গেছি। এখন কর্মব্যস্ততা ইত্যাদি কারণে নেটে আগের মত আসা হয় না। ব্লগ কিংবা ফেসবুকেও বিচরণ করছি অনেক কম।
ইচ্ছা থাকা সত্ত্বেও কেন যেন লেখালেখির পরিমাণটা বাড়াতে পারছি না। এখন শুধুই নিজেকে প্রশ্ন করি- আমি যে কারণে অনেকের সাথে অভিমান করেছি আমিও কি তাদের মত হয়ে গেলাম???
সবার কাছে দুয়া চাই, আল্লাহ তায়ালা যেন শত ব্যস্ততার ভিতরেও আমাকে দাওয়াতী কাজে আত্মনিয়োগ করার তাওফিক দান করেন। আমীন।
বিষয়: বিবিধ
২৫৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন