ফ্যাসিবাদের শ্রম শিবির কি ভারতে!
লিখেছেন লিখেছেন তীর্যক১০ ১২ মে, ২০১৫, ০৩:২০:৪৯ দুপুর
আমরা পৃথিবীর বড় বড় স্বৈরশাসক একনায়কদের শ্রমশিবির, টর্চারসেল, গুপ্তঘাতক সম্পর্কে পড়েছিলাম ইতিহাসে। এখন বাস্তবে দেখার সৌভাগ্য হচ্ছে একদম নিজ দেশে।
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ তার স্ত্রীর সঙ্গে ফোন করে কথা বলেছেন ভারতের মেঘালয়ে অবস্থিত কোন এক মানসিক হাসপাতাল থেকে। গত ১০ মার্চ রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৩-বি নম্বর সড়কের একটি বাড়ির দোতলার ফ্ল্যাটে ঢুকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা সালাহ উদ্দিনকে উঠিয়ে নিয়ে যাবার পর হতে তিনি নিখোঁজ ছিলেন।
আল্লামা দেলা্ওয়ার হোসাইন সাঈদীর সাফাই সাক্ষী সুখরন্জন বালিকে কোর্ট প্রাঙ্গন থেকে উঠিয়ে নিয়ে যাবার দীর্ঘ্যদিন পর সন্ধান পা্ওয়া যায় ভারতের পশ্চিমবঙ্গস্থ কোন এক জেলে সে বন্দি আছে।
৮ই জানুয়ারীর নির্বাচনে অংশগ্রহনে অস্বীকৃতি জানালে সাবেক রাস্ট্রপতি হোমো এরশাদকে অসুস্থতার অজুহাতে হাসপাতালে নিয়ে বন্দি করে রাখে সরকারের পেটোয়া বাহিনী।
সবগুলো ঘটনার যোগসূত্র একই, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক অপহরণ, সরকারের অস্বীকার। ভাগ্য প্রসন্ন হলে দীর্ঘ্যদিন পর ভারতের কোথা্ও সন্ধান লাভ, নতুবা নালা নর্দমায় ভেসে উঠছে লাশ আবার কারও লাশের হদিস্ও মিলছেনা।
ফ্যাসিবাদ আছে কিন্তু গুপ্তঘাতক, টর্চারসেল, গোপন বন্দিশালা শ্রমশিবির নাই, এমন নজির পৃথিবীতে নাই।
বিষয়: বিবিধ
১৩৮০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সালাউদ্দিন আহমদ সম্পর্কে সম্ভবত ভারতিয় মিডিয়া জেনে ফেলেছে।ভারতিয় মিডিয়া আমাদের তুলনায় অনেক বেশি স্বাধিন।
এহনো বাঁইচ্চা আছে 'সালাহদ্দিন' এইডাই বড় কতা! এমন দরদী পরশী আছে বইলাই........ তা না হইলে ত মরা লাশও মিলতো না!!
জয় তু রেন্ডিয়া!!
মন্তব্য করতে লগইন করুন