সিবিএফ - রিয়াদ এর মতবিনিময় সভা ।
লিখেছেন লিখেছেন তীর্যক১০ ১৯ নভেম্বর, ২০১৪, ০৪:১২:৩৬ বিকাল
-ঃ মত বিনিময় সভা ঃ-
এতদ্বারা সিবিএফ এর সকল সদস্য, শুভাকাংখী ও শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে, সিবিএফ - রিয়াদ এর পূর্নাঙ্গ কমিটি গঠনের পুর্ব প্রস্তুতি হিসেবে আমরা শীঘ্রই একটি "মতবিনিময়" সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। সিবিএফ এর কর্মপরিধি, কর্মপন্থা, কর্মক্ষেত্র ইত্যাদি বিষয়ে সবার মতামত এবং পরস্পর পরিচিত হওয়াই এই সভার লক্ষ্য।
সভার তারিখঃ ২৭ নভেম্বর ২০১৪, রাত ৯ টা (অধিকাংশের মতামতের ভিত্তিবে সময় পরিবর্তন যোগ্য)
স্থানঃ হারা (আকুফ মেড়িকেলের পেছনে)
যোগাযোগঃ
মনির ভাই - ০৫৫৯ ৯৫৯ ৩৩২
মেরাজ ভাই - ০৫৬১ ৮১৪ ৩৯০
শাহীন ভাই - ০৫৪১ ৫৮৫ ১১৫
উক্ত সভায় রিয়াদস্থ সকল বাংলাদেশী ব্লগার / অনলাইন এক্টিভিস্ট স্ববান্ধব আমন্ত্রিত।
বিনীত
আহবায়ক কমিটি
কমিউনিটি ব্লগারস্ ফোরাম (সিবিএফ) - রিয়াদ ।
বিষয়: বিবিধ
১৩৩৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চালিয়ে যান। দয়া রইলো। আসতে না পারব না কারন অনেক খারাপ লাগতেছে।
সিবিএফ এগিয়ে যাক।
ফখরুল ভাই, সামনের প্রোগ্রামে আপনার সংগিত শুনানোর কথা ছিল তার কী হবে.......???*- *- *-
ইনশা আল্লাহ আমিও আসার চেষ্টা করবো!
চুড়ান্ত নির্ধারিত তারিখ-সময় ও স্থান ফেইসবুক পেইজেও শেয়ার করার অনুরোধ রইল!
শুভ কামনা জাযাই.....
স্ববান্ধব উপস্থিত হবো ইনশা আল্লাহ! আপনাদের প্রতিটি কার্য্যক্রমের সাথেই আছি!!>- >-
মন্তব্য করতে লগইন করুন