সরকার এবং বিরোধিদল যুগপতভাবে ভারত লেহনে চ্যাম্পিয়ন !!!

লিখেছেন লিখেছেন তীর্যক১০ ১৮ মে, ২০১৪, ০৭:২২:১৬ সন্ধ্যা

দশ বছর আগে আমার প্রিয় মাতৃভুমির আর্থ-সামাজিক, রাজনৈতিক অবস্থা এমনতর ছিলনা।

- পেশী শক্তির জোরে ভোটারবিহীন নির্বাচন হবে।

- আন্তর্জাতিক মহলে নির্বাচন স্বীকৃত হলো কি হলোনা ব্যাপারনা; ভারত স্বীকৃতিতে সরকার গঠিত হবে।

- দেশপ্রেমিক (!) নেতারা মন্ত্রী-এমপি হবার দৌড়ে ভারতীয় হাই কমিশনে ধর্ণা দেবে।

- সরকার ও বিরোধি দল যুগপতভাবে ভারতে তোষনে চ্যাম্পিয়ন হবে।

- বাংলাদেশের সরকারি ও বিরোধি দল ভারতের নতুন সরকারকে বরণ করতে উম্মুখ হয়ে থাকবে। ভাবটা যেন এমনঃ " হে প্রভু! আমার মত অনুগত ভৃত্য এদেশে আর দ্বিতীয়টি নেই"

ভারতের নতুন সরকার আর নির্বাচনকে ঘিরে আমাদের মেরুদন্ড়হীন নেতাদের কামড়াকামড়ি দেখুনঃ

১/ বিজেপি নেতা নরেন্দ্র মোদি ক্ষমতায় আসছেন বলে যাঁরা খুশি হয়েছেন তারা আহাম্মকের দল- আশরাফ

২/ ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হবেনা : তোফায়েল

৩/ বিজেপির জয়ে ছাগলের মতো লাফালাফি করে লাভ নেই: শেখ সেলিম

৪/ প্রতিবেশি বা পশ্চিমা কোনো বন্ধুই কাজে আসবে না: কামরুল

৫/ বিজেপির নির্বাচনী ইশতেহার সিরিয়াসলি নেয়ার কিছু নেই : গওহর রিজভী

৬/বিজেপির জয়ে নাচানাচি কেন : বিএনপিকে লতিফ সিদ্দিকীর প্রশ্ন

৭/ ভারতের নির্বাচনে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: ওবায়দুল কাদের

৮/ বাংলাদেশ হোক আপনার দ্বিতীয় ঘর । মোদিকে হাসিনা

৯/ মোদিকে শুভেচ্ছা জানিয়ে হাসিনার ফোন।

১০/ ভারতে বিজেপি'র জয়ে আওয়ামিলীগ নার্ভাস - মির্জা ফখরুল

ফুটনোটঃ বাংলাদেশ কে ভারতের রাড়ারের বাইর যেতে দেয়া হবেনা।

সিদ্ধান্তঃ আমরা যে দিনে দিনে ভারতের উদরে ঢুকে যাচ্ছি সেটা কি বুঝছেন আমাদের গদি প্রেমিক নেতারা !!!!

বিষয়: বিবিধ

১২৮৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223134
১৮ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
হতভাগা লিখেছেন : ভারতের পদলেহন না করে বাংলাদেশের কোন দল ক্ষমতায় যেতেও পারবে না , থাকতেও পারবে না ।
223194
১৮ মে ২০১৪ রাত ১০:৩০
দ্য স্লেভ লিখেছেন : কিছুকাল পূর্বেও এমন ছিলনা। আর্মি অফিসারগুলো মারার পর এমন নতজানু স্বভাব লক্ষ্য করছি। ভারতের মত একটা দেশের আশির্বাদ নিতে হবে ??? যাদের ৬০ কোটি লোক এখনও মাঠে হাগে !!! কদিন পর তো ভুটানের রাজার কাছে আশির্বাদ চাইবে....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File