ভন্ড় হেফাজত
লিখেছেন লিখেছেন তীর্যক১০ ০৬ মে, ২০১৪, ০৩:১৮:৫৩ দুপুর
হাসিনার হেরেমে হেফাজত বন্দি
জালিমের সাথে আজ মজলূমের সন্ধি,
জমিজমা, সম্পদ, নগদ-নারায়ণ
খুনী আজ হয়ে গেল বন্ধু ন্যায়পরায়ণ !
নিস্পাপ আলেমের প্রতি ফোটা রক্তের
কান্না আহাজারি অগনন ভক্তের,
দায় কি শোধ হবে টাকা আর জমিতে
তবে কেন নতঃশীর জালিমের বেদিতে !
শহীদের রক্ত কথা তো বলবেই
প্রতিবাদ প্রতিরোধি অবিরাম চলবেই,
লোভাতুর কাপুরুষ হেফাজত ভন্ড়
মুমিনের রক্তে করিস একি কান্ড়।
জবাব দিতে হবে সেই শেষ বিচারে
মুমিনের রক্ত যাবে নাকো বৃথারে,
রক্তে রক্তে যে আগুন জলবে
জালিম আর মুনাফেক সে আগুনে পুড়বে।
বিষয়: বিবিধ
১১৩০ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুমিনের রক্তে করিস একি কান্ড়।
চরম লিখেছেন বস।
উনি যেভাবে টাকার কথা বললেন আমার মনে হল, উনি মাদ্রাসার জন্য দেয় টাকায় 'হালাল ও হারাম' নামক কোন পার্থক্য করতে চান না। সো স্বল্প জ্ঞানের যে কেউ ওনার বক্তব্যকে ইন্টারপ্রেট করবে, খুন, গুম, ঘুষ, চাঁদাবাজি, ব্যভিচার ইত্যাদি সকল চুরি ডাকাতির টাকা মাদ্রাসাকে দিয়ে হালাল করা যাবে। খুনের টাকা মাদ্রাসা খেতে পারলে খুনী খেতে পারবেনা কেন?
ভয় পেলে কিংবা অন্য কোন ন্যায় সংগত কারনে ওনাকে যদি কিছু করতেই হবে তবে ওনার সামনে দুটি পথ নির্ধিদ্বায় খোলা ছিলঃ
১। আল্লাহ স্বল্পতম সময়ে ওনাকে দেশবিদেশের মানুষের ভালবাসা ও সন্মানের পাত্র সহ লিডারশিপ রোল দিয়েছিলেন - আর সেই মানুষের সন্মান রক্ষার্থে উনি সিম্পলী পদত্যাগ করতে পারতেন - তাহলে আন্দোলনরত, ক্ষুদ্ধ মুসলিম ও ইসলামপ্রিয় মানুষের নূন্যতম মুখ রক্ষা হত।
২। উনি চাইলেই নেতার মত অন্যায়কে ফেইস করতে পারতেন এবং সে উছিলায় মৃত্যুকে আলিংগন করতে পারতেন - তাতে ওনার দুনিয়া ও আখেরাত চরমভাবে পূর্নতা পেত।
আসলে আল্লাহ ওনার কপালে দিয়েছিলেন কিন্তু উনি হারিয়ে ফেলেছেন সুযোগটুকু - আমার এমনই মনে হয়েছে - বিশেষ করে যখন গতকাল ঐ নিউজটা পড়ে যে মানুষ ওনাকে তেতুল হুজুর বলে ডাকছিল গত ৪/৫ মাস - সেই মানুষটি ওনাকে কমপেয়ার করলো যীশুর সাথে।
মন্তব্য করতে লগইন করুন