উদ্বিগ্ন হাসিনা: মোদির জন্য না গদির জন্য !!!

লিখেছেন লিখেছেন তীর্যক১০ ০৬ মে, ২০১৪, ০২:২৯:১৪ দুপুর

“বিজেপি ক্ষমতায় এলে ভারতে অবস্থানরত বাংলাদেশীদের বাক্স-প্যাটরা গুছিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হবে”-মোদির এমন বক্তব্য দানের দু’সপ্তাহ পর মহাউদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মোদিদের “দেশের এক তৃতীয়াংশ দখল করার হুমকিতে তিনি উদ্বিগ্ন না নির্বিঘ্ন জানা যায়নি।

গন্ড়ারকে কাতু কুতু দেবার ছ’মাস পর নাকি সে নাড়া চাড়া দিয়ে উঠে। একটি স্বাধিন দেশের মর্যাদা, স্বাধিনতা সর্বভৌমত্ব হানিকর বিজেপি’র আগ্রাসি মন্তব্যে সরকারের যেখানে তৎক্ষনাৎ প্রতিবাদ করার কথা সেখানে ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে একটি ব্যক্তিগত বৈঠকে ফিস ফাস করে তিনি অসীম সাহসের পরিচয় দিয়েছেন বলতেই হবে!

বিশ্লেষকদের মতে ভারতের আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেসের পূনঃক্ষমতায় আসার সম্ভাবনা অত্যন্ত ক্ষীন, সেক্ষেত্রে প্রভু কংগ্রেসের পতনে ভৃত্ত আওয়ামিলীগের অবস্থা হবে তথৈবচ।

তাই ... হাসিনার এই বিলম্বিত উদ্বেগ প্রকাশ মোদি নিয়ে না গদি নিয়ে ভাববার যথেস্ট অবকাশ আছে।

ফুটনোটঃ বিগত ৪০ বছেরে আওয়ামিলীগ ইন্ড়িয়ার সর্বগ্রাসী আগ্রাসনের একটি যথার্থ প্রতিবাদ করেছে - একবারও যদি দেখতাম, তবুও ভেবে নিতাম আসলেই তারা দেশের স্বাধিনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি। কিন্তু তা কি তারা করতে পেরেছে? ভারতের সাথে তাদের সম্পর্ক প্রভু আর ক্রীতদাসের।

বিষয়: বিবিধ

১২০৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218087
০৬ মে ২০১৪ দুপুর ০৩:০০
ফখরুল লিখেছেন : সব কথার বড় কথা ফুট নোটাই। ধন্যবাদ, পিলাচ।
০৬ মে ২০১৪ দুপুর ০৩:৪৫
166202
তীর্যক১০ লিখেছেন : ধন্যবাদ আপনাকে ।
218121
০৬ মে ২০১৪ বিকাল ০৪:০৮
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : দুটাই তার চাই। নইলে যে পিঠের চামড়া থাকবে না।
০৬ মে ২০১৪ বিকাল ০৪:১৪
166206
তীর্যক১০ লিখেছেন : ধন্যবাদ
218349
০৭ মে ২০১৪ সকাল ০৫:১২
প্রবাসী মজুমদার লিখেছেন : হিতি হাগল। মাথা খারাপ। মুসিলম না নাগিনী।
০৭ মে ২০১৪ বিকাল ০৪:৩৩
166572
তীর্যক১০ লিখেছেন : অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। আপনার এখন্ও ব্লগিং করছেন। আমি গত ২ বছর রেস্টে ছিলাম এসবি বন্ধ হবার পর।
০৭ মে ২০১৪ রাত ০৮:৩২
166668
প্রবাসী মজুমদার লিখেছেন : আমি শুরু করেছি ৫-৬ মাস হবে। রাগ করে লাভ নেই। তাছাড়া এসব ক্রিড়েটিভ কাজগুলো নিজের জন্য। তাই সাথে লেগে থাকাটাই ভাল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File