১১তম গণিত উৎসবে প্রাইমারী সেকশনে সিলেট বিভাবে ১ম স্থান অধিকার করে ছাতক উপজেলার তপোবন কিন্ডার গার্টেন এর ছাত্র মুশফিকুর রহমান সাব্বি
লিখেছেন লিখেছেন মোঃ নূরুজ্জামান ২৩ জানুয়ারি, ২০১৩, ১০:৫৬:৪৫ রাত
গণিত অলিম্পিয়াড কর্তৃক আয়োজিত , ১১তম গণিত উৎসবে প্রাইমারী সেকশনে সিলেট বিভাগে ১ম স্থান অধিকার করে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়া এলাকার ৫ম শ্রেণীর ছাত্র মুশফিকুর রহমান সাব্বি । নিম্নে তার বৃত্তন্ত উল্লেখ করা হল ,,,,,,,,,,
নাম- মুশফিকুর রহমান সাব্বি
পিতা- নুরুল আমীন (পাইগাও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক )
মাতা- আনার কলি
বর্তমান ঠিকানাঃ গ্রাম-জাউয়া, ছাতক, সুনামগঞ্জ ।
যে স্কুলের শিক্ষার্থী - তপোবন কিন্ডার গার্টেন, জাউয়া বাজার, ছাতক, সুনামগঞ্জ ।
মুশফিকুর রহমান সাব্বি প্রাইমারী সমাপনীতে A+ পায় ও বিভিন্ন বেসরকারী বৃত্তি পরীক্ষায় সে টেলেন্টপুলে বৃত্তি পায় । আমরা তার উজ্জল ভবিষ্যৎ কামনা করি .
বিষয়: বিবিধ
১৩৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন