মাহমুদুর রহমানের বিরুদ্ধে আরো মামলা করার রসদ যোগাচ্ছে প্রথম আলো!!!

লিখেছেন লিখেছেন বাঁকা চিন্তা ১২ জুন, ২০১৩, ১১:৫৮:১০ সকাল

গত দু'দিন ধরে প্রথমআলো পত্রিকা সাংবাদিক মাহমুদুর রহমানের পোষ্টমর্টেম করছে। আজ তারা লিখেছেন,"মাহমুদুর রহমানের বিরুদ্ধে কিছু অভিযোগ অবশ্যই আমলযোগ্য এবং সেসবের বিচার অবশ্যই হওয়া উচিত। এমনকি সংক্ষুব্ধ আরও কেউ তাঁর বিরুদ্ধে আরও মামলা দায়ের করতে পারেন।"

পত্রিকাটি মাহমুদুর রহমানের মুক্তি প্রসংগে ১৫ সম্পাদকের বিবৃতি নিয়ে উচকিয়ে দিয়েছে, সেখানে তারা লিখেছে, শুধু তা-ই নয়, আমার দেশ যখন সাংবাদিকতার সংস্কৃতি ও নৈতিকতার বিরোধী এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর ও বিপজ্জনক আচরণ করছিল (যার কিছু দৃষ্টান্ত গতকালের লেখায় উল্লেখ করেছি), তখন এই সম্পাদকেরা সংবাদমাধ্যমের সাধারণ দায়িত্বশীলতার স্বার্থে নিবৃত্তিমূলক কোনো উদ্যোগ নিয়েছেন বলে আমাদের জানা নেই।

লিংক দেখুন:Click this link

বিষয়: বিবিধ

১৯৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File