কাজের লোকটি কাজ না করেও বেতন দাবী করছিলো
লিখেছেন লিখেছেন নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা ২৭ মে, ২০১৮, ১১:৫১:৫৭ রাত
আমার খুব পরিচিত ও প্রিয় একজন। প্রিয় শব্দটি এজন্যই উল্লেখ করলাম যে, আমার প্রতি তাঁর ভালোবাসা এত বেশী যে লিখে শেষ করতে পারবো না। যাই হোক, তাঁর বেশ সুন্দর একটি বাগানবাড়ি আছে। তিনি বাগানে কাজের জন্য একটি কাজের মানুষ রাখলেন। কি কি কাজ করতে হবে সব পই পই করে বলে দিলেন। আর এও জানিয়ে দিলেন সব কাজ তাঁর নির্দেশমত করলে তিনি মাস শেষে লোকটিকে লোভনীয় বেতন দেবেন।
কিন্তু লোকটি ছিলো অদ্ভত ধরণের। সে সেই বাগান বাড়িতে কাজ করতে গিয়ে দেখলো সেখানে আগে হতেই আরো লোকজন কাজ করছিলো। সে ও কাজে লেগে গেল। কিন্তু লোকটি লক্ষ্য করে দেখলো বাগানের গাছে পানি দেবার পুকুরটি একটু দূরে। অত দূর হতে পানি আনা কিছুটা
কষ্টকর। আর বাগানের খুব কাছেই কিছু এসিড ভর্তি ড্রাম ছিলো। তাই অন্য লোকগুলো কষ্ট করে অতটা দূর হতে পানি বয়ে না এনে কাছে থাকা এসিডের ড্রাম হতে গাছে এসিড ঢেলে দিচ্ছিলো। লোকটি তখন সেই লোকদের দেখাদেখি নিজেও গাছে এসিড ঢালা শুরু করলো।
আপনারাই বলুন বাগানের অবস্থা কি হবে? এত সুন্দর বাগানের গাছ গুলো তো সব মরবেই। উপরন্ত বাগানের উর্বরা শক্তি ও নষ্ট হয়ে যাবে। অবাক কান্ড সেই কাজের লোকটি এত বড় ক্ষতি করার পর ও আমার সেই পরিচিতর কাছ হতে বেতন দাবী করছিলো। এখন আপনারাই বলুন- এই চাকরটিকে বেতন দেয়া উচিত? না বাগানের মালিকের নিয়ম ভেঙ্গে অন্যের অনুসরণ করে উল্টো কাজ করার জন্য শাস্তি দেয়া উচিত?
একটু ভেবে দেখুন- ঠিক তেমনি ভাবে এই সুন্দর পৃথিবী আল্লাহর বানানো। এই পৃথিবীকে সুন্দর রাখতে সেই চাকরের মত তাঁর খলিফা বা প্রতিনিধি হিসেবে আমাদেরকে কাজ দেয়া হয়েছে। শর্ত হচ্ছে, এই পৃথিবীকে তারই দেখানো নিয়মে চালাতে হবে। কিন্তু আমরা যদি তা না করে অন্য নাফরমান ব্যক্তিদের মত আল্লাহর নির্দেশের বিপরীত কাজ করে এই পৃথিবীকে ধ্বংস করে ফেলি তাহলে বলুন এরপর ও কি করে আমরা পরকালে আল্লাহর কাছে পুরস্কার হিসেবে জান্নাতের আশা করি? অথচ আমরা বেশীর ভাগ সবাই এ ভাবেই চলছি। কাজ করছি কোন ব্যক্তিকে অনুসরণ করে । প্রতিনিয়ত আল্লাহর বিধান ভাঙ্গছি। আবার আল্লাহর কাছে পুরস্কারের ও আশা করছি।
মহান আল্লাহ বিভ্রান্তির জোয়ালে আটকা পড়া আমাদের হৃদয়গুলোকে হেদায়াতের আলোয় উদ্ভাসিত করুন।
নূর আয়েশা সিদ্দিকা( বিউটি)
জেদ্দা, সৌদি আরব
বিষয়: বিবিধ
১০১৬ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন