চলমান রাজনীতির প্রভাবে পাল্টে যাচ্ছে শিশুদের খেলার ধরণ
লিখেছেন লিখেছেন নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা ১২ মার্চ, ২০১৩, ০৩:০৯:২০ দুপুর
সেদিন এক পরিচিতা ফোন করে বললেন- জানেন ভাবী, আমি এখন ঘরে বসেই বাংলাদেশের চলমান রাজনীতির ছোঁয়া পাচ্ছি।
আমি বললাম- আপনি কি টিভির খবরের কথা বলছেন ?
উনি বললেন- আরে না ভাবী। আপনাকে ব্যাপারটি বুঝিয়ে বলি। বাংলাদেশের বর্তমান অবস্থা জানতে তো প্রতিদিনই আমরা স্বামী-স্ত্রী টিভির নিউজ দেখি। বাচ্চারা ওতো আশেপাশেই থাকে। সেদিন দেখি বাচ্চাদের খেলার রুমটিতে বেশ হৈ চৈ। আমি এগিয়ে গেলাম ঘটনার অনুসন্ধানে। দেখি আমার ক্লাশ টুতে পড়া ছেলেটা ওর যত খেলনা গাড়ি, হুন্ডা, সাইকেল আছে সব এনে হাঁটার প্যসেজটিতে জড়ো করলো। এর পর চোখে মুখে বেশ উদ্বেগ ফুটিয়ে হরতাল, হরতাল শব্দ করে বেশ দূর হতে ছুটে এলো। এবার কিছুক্ষণের মধ্যেই গাড়ি, সাইকেল সব সরিয়ে রাস্তা খালি করে হরতালের পরিবেশ তৈরী করলো। কিছুক্ষণ ওর পিকেটিং চলার পর এবার খেলনা গান নিয়ে ক্যাপ পরে এসে পুলিশের ভুমিকা নিলো। স্বশব্দে চারদিকে দৌড়ে দৌড়ে গুলি করতে লাগলো। ওর এসব কান্ডের শব্দে আমার তিন বছরের মেয়েটা ঘুম ভেঙ্গে চোখ কচলাতে কচলাতে ছুটে এলো। আর ও তখন গান নিয়ে এবার বোনকে তাড়া করলো। বেচারী তো কেঁদে ঘর মাথায় তুললো। আজকাল প্রতিদিনই দেখছি ওর এই খেলাই বেশ প্রিয় হয়ে উঠেছে। আর মাঝখান দিয়ে আমার ছোট মেয়েটা সাধারণ পাবলিকের মত ওর অত্যাচারের শিকার হচ্ছে। আমি সেদিন ওকে ধমক দিয়ে বলেছি- এরকম করলে বাংলাদেশে পাঠিয়ে দেব।
ভাবীর মুখে ঘটনার সার্বিক বয়ান শুনে আমি হাসবো না কাঁদবো ভেবে পেলাম না। শুধু এতটুকু বুঝলাম -বদলে যাচ্ছে দিন। দোয়া করি এই বদলের হাওয়া যেন আমাদের দেশ ও জাতির জন্য কল্যাণের সুবাতাসই বয়ে আনে।
বিষয়: বিবিধ
১৪৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন