শিরোনাম- নব জাতক ব্লগ শিশুর জন্মগ্রহণ উপলক্ষে প্রতিবেদন সম্প্রচার

লিখেছেন লিখেছেন নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা ১২ জানুয়ারি, ২০১৩, ০৫:৫০:১২ বিকাল

(নাম ভুলে গেছি- টিভি চ্যানেল এর পক্ষ হতে রাত ১৩টার খবর পড়ছি আমি আম্বিয়া খাতুন।

গত ১ জানুয়ারী ২০১৩ 'টুডে ব্লগ' নামে ব্লগীং জগতে একটি নতুন ব্লগ আত্নপ্রকাশ করেছে বলে খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে আমাদের নিজস্ব সংবাদ দাতা ফক্কা মিয়া জানিয়েছে, বাধাহীন লেখার অঙ্গীকার'এই শ্লোগান নিয়ে নতুন ব্লগটির উদ্বোধন হয়েছে।

এ সম্পর্কে ব্লগ মিনিষ্টির পক্ষ হতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে লিখার সুষ্ঠ ও সুন্দর পরিবেশ বজায় রাখতে ব্লগ মডারেটরকে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

ব্লগের পরিবেশ বিনষ্টকারী যে কোন ব্যক্তি কিংবা সংস্থার বিরুদ্ধে তৎক্ষনাৎ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ব্লগের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিশ্চিত করার জন্য এরই মধ্যে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। এ উদ্দেশ্যে ৫ সদস্যের এক ওয়াচ টাওয়ার ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে।

আমাদের নিয়োজিত প্রতিনিধি আরো জানিয়েছেন, এরই মধ্যে ছক্কা মিয়া, ছগির মিয়া, কালা মিয়া, জরিনা খাতুন, সখিনা খাতুন সহ আরো অনেকে এই নতুন ব্লগের সদস্যের খাতায় নাম লিখিয়েছেন।

তবে বিশেষ সুত্র হতে পাওয়া খবরে জানা গেছে, নতুন ব্লগ কেমন হওয়া উচিত এই মর্মে নতুন প্রবেশকৃত সদস্যদের মধ্য হতে হালকা করে পাতলা ভাবে কিছু প্রত্যাশা ও দাবী দাওয়া জানানো হয়েছে। তবে সদস্যদের বরাত দিয়ে আমাদের প্রতিনিধি জানান, লিখালিখির জগতে প্রচন্ড মিথ্যে প্রবাহের কারণে নবজাতক এই ব্লগটির বিরুদ্ধে এই মুহূর্তেই দাবী আদায়ে রাজপথে নামার কোন সম্ভবনা নেই।

ব্লগ কর্তৃপক্ষের কাছে এ পর্যন্ত কোন নাশকতামূলক কর্মকান্ডের খবর আসেনি বিধায় তারা এই মুহূর্তে বিডি সরিষার তেল নাকে দিয়ে ঘুমানোর উদ্যোগ নিতে পারেন কিনা এ ব্যাপারে ব্লগ বিশেষজ্ঞদের কাছ হতে পরস্পর বিরোধী অভিমত পাওয়া গেছে।

তবে তারা নতুন ব্লগ তৈরীর মাধ্যমে নতুন লেখক তৈরীর এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।

আবার এই ব্লগীং এর মাধ্যমে কীবোর্ডে ক্রমাগত চাপাচাপি করতে গিয়ে ব্লগারদের আঙ্গুলে বাতের ব্যথার যে সমূহ সম্ভবনা রয়েছে তাতে আগামীতে ডাক্তারদের পেশাগত ব্যস্ততা বেড়ে যেতে পারে বলে ও অর্থনীতিবিদরা মনে করেন।

(নাম ভুলে গেছি নিউজ চ্যনেলের পক্ষ হতে এই প্রতিবেদন তৈরীর সময় আমাদের ক্যমেরা ম্যান জনাব ভেজাইল্যা মিয়া চায়ের দোকানে চা খেতে ব্যস্ত থাকায় ক্যমেরায় ছবি ধারণ করতে পারেননি বলে আমরা দর্শকদের সামনে সচিত্র প্রতিবেদন প্রচারে ব্যর্থ হওয়ায় আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।)

বিষয়: বিবিধ

১৪০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File