"সেলফিতে বিজি"

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ২৮ মার্চ, ২০১৫, ১০:১৬:২৭ রাত

আমাদের তরুণেরা

সেলফিতে বিজি,

খুঁজে শুধু ফেসবুকে

কই আজ লিজি?

-

দেশ নিয়ে মাথা ব্যথা

ঘরে নেই মন,

মনে শুধু লিজিরাই

করে ভন ভন।

-

স্কুলে টেবিলেই

ক্লাসের ফাঁকে,

ফেসবুক পাতা খুলে

খুঁজে যেন কাকে।

-

লেকচারে মন নেই

মন নেই পাঠে,

হরদম বেচা কেনা

ফেসবুক হাটে।

-

লিংক থেকে লিংকেই

করে ঘুরা ঘুরি,

ফেক লিজিদের পেয়ে

বলে, ধুত্তুরি!

-

চ্যাঞ্জ করে আইডিও

করে হ্যালো হাই,

দেখা হলে পার্কেই

এ ভুবনে নাই!

-

লিজি নয় সামনেই

বড় বোন খাড়া,

কে কাকেই দেবে আর

বলো জ্ঞান ঝাড়া।

-

তরুণেরা ফেসবুকে

মরণ নেশায়,

দেশ আর ক্যারিয়ারে

মেধাবীরা নায়।

বিষয়: সাহিত্য

১২৫৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311533
২৮ মার্চ ২০১৫ রাত ১১:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : লাইফ নয় ইজি।
না বুঝে বিজি!!
311538
২৮ মার্চ ২০১৫ রাত ১১:৫৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বড়ই উদ্বেগের বিষয়
320353
১৬ মে ২০১৫ দুপুর ০৩:৩০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো, অনেক ধন্যবাদ ।
320354
১৬ মে ২০১৫ দুপুর ০৩:৩১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আস্ সালাসু আলাইকুম। বিদ্রোহী কবিকে ব্লগে কম দেখা যাচ্ছে। ব্যাপার কি ভাই?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File