"স্বাধীনতা কই?"
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১১ মার্চ, ২০১৫, ০৯:১৬:০৪ রাত
চারিদিকে উল্লাস,বিজয়ের ধ্বনি
আমি দেখি বুক চাপা কান্নার খনি,
স্বামীহারা বউ আর ছেলেহারা মা
চেয়ে রয় নির্বাক, রক্ত জামা।
-
পেট্রোলে জ্বলে কেউ,জ্বলে কারো দিল
হায়েনার বুকে তবু মারা থাকে খিল,
প্রতিবাদ করবেই স্বাধীনতা কই
স্বাধীনতা মুখে শুধু, শুনি হৈ চৈ ।
-
প্রতিবাদী তরুণের ভেসে উঠে লাশ
দেশে আজ বেড়ে গেছে শকুনের চাষ,
সন্ধ্যা হতেই নিস্তব্ধ -নিঝুম
প্রতিদিন হায়েনারা করে যায় গুম।
-
নেই গনতন্ত্র,হাতে পরে চুরি
তৈল মেরে চলে শুধু কারো বাহাদুরি,
নাগরিক করে উৎকন্ঠায় বাস
নেই কারো প্রতি আজ কারো বিশ্বাস।
-
ক্ষমতার লোভে চলে হানা হানি খেলা
কারো চলে পৌষ মাস,কারো ডুবে বেলা,
দিন আনে দিন খায়, তারা অনাহারে
বিজয়ের উল্লাসে,দেশ পাপাচারে।
-
ঘরে নেই দানা পানি,হই দিশেহারা
কতো নারী হয় রোজ সমভ্রম হারা,
আগুনেতে জ্বলে কারো সম্বল খানি
অবিরত ঝরছেই আহা নোনা পানি।
-
ঝুঁকি নিয়ে সংসার জানি কারো চলে
টানা টানি বাড়ে প্রতি মাস শেষ হলে,
চাল, ডাল, ভাড়া, চোখে সর্ষের ফুল
চলেনা তো আহা আর খোকার স্কুল।
-
এভাবেই আর কতো,শান্তি কোথায়
স্বাধীনতা কতো দূর,কোথা গেলে পাই?
কোথা গেলে খুঁজে পাবো চির চেনা দেশ
হারানো সে লাল সবুজের প্রিয় দেশ।।
বিষয়: সাহিত্য
১২৫০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন